T20 World Cup: দলে একঝাঁক সুপারস্টার! ভারতকে সতর্কবার্তা কিংবদন্তি ব্রায়ান লারার

দীপঙ্কর ঘোষাল | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 17, 2024 | 2:46 PM

ICC MEN’S T20 WC 2024: ভারতীয় দল একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সে বারই বিশ্বকাপ জেতে ভারত। এরপর থেকে এই ফরম্যাটে ট্রফির অপেক্ষা বাড়ছেই। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। যদিও ট্রফির সঙ্গে দূরত্ব মেটেনি। এ বারও টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ভারতীয় দল।

T20 World Cup: দলে একঝাঁক সুপারস্টার! ভারতকে সতর্কবার্তা কিংবদন্তি ব্রায়ান লারার
Image Credit source: AFP FILE

Follow Us

এখন আর মাসের হিসেব নয়। দিনের হিসেব। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা। ভারতীয় দলে একাধিক সুপারস্টার। বিশ্ব ক্রিকেটে যাঁরা অতি পরিচিত নাম। রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিদের আলাদা করে চেনানোর প্রয়োজন পড়ে না। একই কথা প্রযোজ্য় জসপ্রীত বুমরার ক্ষেত্রেও। আর দলে এত সুপারস্টার থাকা সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন কিংবদন্তি ব্রায়ান লারা।

ভারতীয় দল একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সে বারই বিশ্বকাপ জেতে ভারত। এরপর থেকে এই ফরম্যাটে ট্রফির অপেক্ষা বাড়ছেই। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। যদিও ট্রফির সঙ্গে দূরত্ব মেটেনি। এ বারও টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ভারতীয় দল।

যৌথ ভাবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে ভারতীয় দলকে সতর্কবার্তা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা। পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, ‘টিমে যদি অনেক বেশি তারকা থাকে, কিছু ক্ষেত্রে পরিকল্পনা করার কথাই ভুলে যায় ম্যানেজমেন্ট। তখন মনে হয়, পরিকল্পনার প্রয়োজন নেই, সুপারস্টাররা যা করার করে দেবে।’

হেড কোচ রাহুল দ্রাবিড়কে তাঁর আরও বার্তা, ‘কোচ হিসেবে কখনও মনে হতে পারে, ভিভ রিচার্ডস হোক বা বিরাট কোহলি, তাদের কিছু বলার প্রয়োজন রয়েছে কি? ওরা তো জানেই কী করতে হবে। দলে এত ভালো প্লেয়ার থাকলে, অভিজ্ঞতায় ভরসা রাখাই স্বাভাবিক। এর মধ্যে কোনও ভুল নেই। তেমনই ভুললে চলবে না, দলে কিছু তরুণ প্লেয়ারও রয়েছে। সুতরাং, তাদের জন্যও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। রাহুল দ্রাবিড়কে আমার একটাই পরামর্শ, পরিকল্পনা থাকা উচিত।’

Next Article