IND vs AUS: বুমরার থেকেও ভালো বোলার… প্রত্যাবর্তনের আগেই সামিকে প্রশংসায় ভরালেন ক্যারিবিয়ান কিংবদন্তি

Mohammed Shami-Jasprit Bumrah: ঘুরে দাঁড়ানোর জন্য জসপ্রীত বুমরার সঙ্গী হিসেবে সামিকে অবিলম্বে খেলানোর দাবি তুলে দিয়েছেন প্রাক্তনরা। এ বার সেই তালিকায় জুড়ে গেল ওযেস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার অ্যান্ডি রবার্টসের নামও। যিনি আবার সামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন। কী বললেন ক্যারিবিয়ান কিংবদন্তি?

IND vs AUS: বুমরার থেকেও ভালো বোলার... প্রত্যাবর্তনের আগেই সামিকে প্রশংসায় ভরালেন ক্যারিবিয়ান কিংবদন্তি
Image Credit source: Quinn Rooney/Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 5:58 PM

কলকাতা: মহম্মদ সামির প্রত্যাবর্তন হচ্ছে না কেন? এই প্রশ্ন কিন্তু জোরালো ভাবে তুলে দিয়েছে ক্রিকেট মহল। পারথে দুরন্ত জয়ের পর ভারতীয় টিমের বিপর্যয় হয়েছে অ্যাডিলেডে। দিন-রাতের টেস্টে রোহিত শর্মার টিমের বোলিং একেবারে ভালো হয়নি। প্রতিপক্ষকে ভাঙার কোনও স্ট্র্যাটেজিই দেখা যায়নি। এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য জসপ্রীত বুমরার সঙ্গী হিসেবে সামিকে অবিলম্বে খেলানোর দাবি তুলে দিয়েছেন প্রাক্তনরা। এ বার সেই তালিকায় জুড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার অ্যান্ডি রবার্টসের নামও। যিনি আবার সামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন। কী বললেন ক্যারিবিয়ান কিংবদন্তি?

গত বছর ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে শেষবার ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল সামিকে। তারপর থেকে চোটের কবলে। সে সব কাটিয়ে ৩৬০ দিন পর আবার ফিরেছেন ক্রিকেটে। বাংলার হয়ে রঞ্জি খেলেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন। কিন্তু সামির ফিটনেস নিয়ে থেকে গিয়েছে প্রশ্ন। অ্যাডিলেড টেস্টের সময়ই তাঁর অস্ট্রেলিয়া রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও তিনি যেতে পারেননি। শোনা যাচ্ছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি যতক্ষণ না গ্রিন সিগনাল দিচ্ছে, ততক্ষণ অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তাঁর। আবার এও শোনা যাচ্ছে, তৃতীয় নয়, চতুর্থ টেস্ট থেকে নাকি তিনি খেলবেন। বিশেষজ্ঞ মহল কিন্তু বলে দিচ্ছে, অনতিবিলম্বে বুমরার সঙ্গী হিসেবে নামিয়ে দেওয়া উচিত সামিকে। না হলে এই সিরিজে ভারতের ফিরে আসার সম্ভাবনা কমতে পারে।

সামিকে নিয়ে যখন প্রশ্নের অন্ত নেই, তখন কিন্তু অ্যান্ডি রবার্টস বলে দিচ্ছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামিকে খেলানোর জন্য তৈরি হোক ভারত। তিনি বলেছেন, ‘সামি দীর্ঘদিন ভারতের সেরা বোলার। জসপ্রীত বুমরার মতো যথেষ্ট ম্যাচ হয়তো খেলেনি সামি, কিন্তু ওর পেস বোলিং প্যাকেজটা দারুণ। বাকিদের থেকে অনেক বেশি ধারাবাহিক। সামি বল সুইং করাতে পারে। সামি বল সিম করাতে পারে। বুমরার মতোই বলের নিয়ন্ত্রণও রয়েছে। সামিরই খেলা উচিত। মহম্মদ সিরাজ কিন্তু সামির ধারেকাছে নেই।’

এই খবরটিও পড়ুন

ভারতের ক্যাপ্টেনের সঙ্গে নাকি চোট ইস্যুতে কিছুদিন আগে কথা কাটাকাটি হয়েছিল সামির। সেই খবর চাউর হওয়ার পর অনেকেই বলতে শুরু করেছেন, এই কারণেই কি সামির ভারতীয় টিমে প্রত্যাবর্তন হচ্ছে না? সেই প্রশ্ন দূরে সরিয়ে রেখেও বলতে হবে, অ্যান্ডি রবার্টসের মতো কিংবদন্তি পেসারের কথা কি শুনতে পাচ্ছেন রোহিত?

যে প্রশ্ন সরাসরি না উঠলেও ঘুরেফিরে আসছে— অস্ট্রেলিয়া সফরই কি শেষ বিরাট, রোহিতের মতো দুই তারকার? বিরাটের ততটা না হলেও রোহিতের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়ছে। ক্যাপ্টেন হিসেবে টানা চারটে টেস্ট হেরেছেন। যা কিন্তু নির্বাচকরা ভালো ভাবে নিচ্ছেন না। তার উপর তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে তৈরি হচ্ছে সংশয়। সে সব কাটিয়ে কি গাব্বায় আলো জ্বালাতে পারবেন রোহিত?