IND vs AUS: কামিন্সদের সামলাতে পারবে না ভারত, খেলা শুরু অজি প্রাক্তনদের

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 13, 2024 | 1:47 PM

Border Gavaskar Trophy: নতুন কোচ গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়েও চলছে চর্চা। চাপে থাকা ভারত কীভাবে ফেরে, দেখার অপেক্ষায় ক্রিকেটমহল। তার আগে দুই মেরুতে দাঁড়িয়ে দুই অজি প্রাক্তন। ব্র্যাড হাডিন, অ্যারন ফিঞ্চ কী বললেন?

IND vs AUS: কামিন্সদের সামলাতে পারবে না ভারত, খেলা শুরু অজি প্রাক্তনদের
IND vs AUS: কামিন্সদের সামলাতে পারবে না ভারত, খেলা শুরু অজি প্রাক্তনদের
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: বল গড়ায়নি এখনও, খেলা শুরু হয়ে গিয়েছে। যে কোনও আকর্ষণীয় সিরিজ এমনই হয়। ভারত-অস্ট্রেলিয়া হলে তো আরও বেশি। পারথ টেস্ট দিয়ে সিরিজ শুরু। তার আগে অস্ট্রেলিয়ার প্রাক্তনরা মাইন্ড গেম শুরু করে দিয়েছেন। যাতে মাঠে নামার আগেই ভারতকে কোণঠাসা করে ফেলা যায়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হেরে এমনিতেই চাপে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়রদের নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। নতুন কোচ গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়েও চলছে চর্চা। চাপে থাকা ভারত কীভাবে ফেরে, দেখার অপেক্ষায় ক্রিকেটমহল। তার আগে দুই মেরুতে দাঁড়িয়ে দুই অজি প্রাক্তন। ব্র্যাড হাডিন, অ্যারন ফিঞ্চ কী বললেন?

হাডিন তো স্পষ্টই বলে দিয়েছেন, ‘আমার মনে হয় না ভারতের ব্যাটাররা আমাদের পেসারদের সামলাতে পারবে। ভালো করে জানি, যশস্বী খুব ভালো প্লেয়ার। ও কিন্তু এর আগে অস্ট্রেলিয়ায় আসেনি। অস্ট্রেলিয়ার বাউন্স ও কতটা সামলাতে পারবে, তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পারথের পিচে কিন্তু ওপেনিং করাটা অত্যন্ত কঠিন কাজ।’ বোঝাই যাচ্ছে, ভারতীয় টিমকে চাপে ফেলার কাজটা শুরু করে দিয়েছেন প্রাক্তনরা। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন যশস্বী। অস্ট্রেলিয়ায় এই প্রথম খেলবেন। পরিবেশ, পিচ সম্পর্কে ওয়াকিবহাল নন হয়তো। তবে এই তরুণ ক্রিকেটার অজি সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সেরে নিয়েছেন। যশস্বী যদি সফল হন, অজি শিবিরে পাল্টা লড়াইটা পৌঁছে দিতে পারবেন তিনি।

এই খবরটিও পড়ুন

ফিঞ্চের কিন্তু মনে হচ্ছে, দুই দেশের দুই কিপারের হাতেই থাকবে সিরিজ জয়ের চাবিকাঠি। তাঁর কথায়, ‘ক্যারি আর পন্থই এই সিরিজের গুরুত্বপূর্ণ প্লেয়ার। এই দুই উইকেটকিপারই কি প্লেয়ার। এই সিরিজে বারবার কিন্তু পেসাররা দাপট দেখাবে। টপ অর্ডারকে দ্রুত ফিরে যেতে হতে পারে। কারণ দুই দেশের পেস বোলিং খুব ভালো। সেই কারণেই মনে হয়, ক্যারি আর পন্থের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ওরা দু’জনই খুব আগ্রাসী ক্রিকেটার।’

Next Article