ICC ODI World Cup 2023:মহারণের আগে অতিথিদের সাদরে আমন্ত্রণ জানাতে কার্পণ্য করল না আমেদাবাদও
India vs Pakistan: দীর্ঘ ৭ বছর পর ভারতে পাকিস্তান দল। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। পাকিস্তানের প্রথম দুই ম্য়াচ হয়েছে হায়দরাবাদে। সেখানে ১৫ দিন ছিল পাকিস্তান দল। সেখান থেকে অফুরাণ ভালোবাসা পেয়েছেন বাবর আজমরা। নিজের দেশ ছেড়ে যে অন্য দেশে রয়েছেন তা একবারও মনেই হয়নি তাঁদের।
অভিষেক সেনগুপ্ত
আমেদাবাদ:খেলার মাঠে লড়াই থাকবেই। প্রতিপক্ষর চোখে-চোখ রেখে না লড়লে আর খেলার মজাই বা কোথায়? কিন্তু বাইশ গজের বাইরে অন্য দল ভারতের অতিথি। আর অতিথি আপ্য়ায়নে যে কোনও ত্রুটি রাখেন না ভারতীয়রা তার প্রমাণ পেলেন পাকিস্তান ব্রিগেড। ১২ বছর পর ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)।আর ৭ বছর পর ভারতের মাটিতে পা দিয়েছে পাকিস্তান দল। ভারতে এসেই বাবর আজমরা জানিয়েছিলেন, হায়দরাবাদ তাঁদের বুক ভরা ভালোবাসা দিয়েছে। এ বার ভারতের বিরুদ্ধে মহাযুদ্ধের আগে আমেদাবাদেও ধরা পড়ল একই চিত্র। বাবরদের সাদরে আমন্ত্রণ জানালো আমেদাবাদ। কেমন হল আমেদাবাদে পাকিস্তানের ওয়েলকাম? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দীর্ঘ ৭ বছর পর ভারতে পাকিস্তান দল। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। পাকিস্তানের প্রথম দুই ম্য়াচ হয়েছে হায়দরাবাদে। সেখানে ১৫ দিন ছিল পাকিস্তান দল। সেখান থেকে অফুরাণ ভালোবাসা পেয়েছেন বাবর আজমরা। নিজের দেশ ছেড়ে যে অন্য দেশে রয়েছেন তা একবারও মনেই হয়নি তাঁদের। হায়দারাবাদি বিরিয়ানি মুখে লেগে আছে পাক ক্রিকেটারদের। হায়দরাবাদকে ভালোবাসা ফিরিয়েও দিয়েছে পাকিস্তান দল। ম্য়াচ শেষে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের কর্মীদের দলের জার্সি উপহার দেন পাক অধিনায়ক বাবর আজম। স্টেডিয়ামের কর্মীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিদের। তবে এ বার হায়দরাবাদকে বিদায় জানিয়ে আমেদাবাদে এসে পৌঁছেছে পাকিস্তান দল। ১৪ অক্টোবর ভারতের মুখোমুখি হবে তাঁরা। আমেদাবাদে পা দিতেই একই রকমের ভালোবাসা পেলেন বাবর আজমরা। এয়ারপোর্টেই তাঁদের অভিনন্দন জানানো হয়। সেখানে কেক কাটেন তাঁরা। এরপর টিম হোটেলে হয় গ্র্যান্ড ওয়েলকাম ।
ফুল দিয়ে হোটেলে স্বাগত জানানো হয় বাবরদের। ঢোলের সঙ্গে বিশেষ পারফরম্য়ান্সের মধ্য দিয়ে হোটেলে প্রবেশ করেন পাক ক্রিকেটাররা। পিসিবির পক্ষ থেকে সামাজিক মাধ্যম X-এ পাকিস্তান দলের আমেদাবাদ সফরের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তবে এর সঙ্গে খেলার কোনও সম্পর্ক নেই। বাইশ গজের লড়াইটা হবে চোখে চোখ রেখেই , তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেখানে বাবরদের এক বিন্দু জায়গাও ছেড়ে দেবেননা রোহিত শর্মারা। ঘরের মাঠে লক্ষাধিক সমর্থকদের সামনে বিরাটদের একমাত্র লক্ষ্য থাকবে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া।
ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মোতেরায়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা আমেদাবাদ শহর। ১১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য়। ভারত-পাকিস্তানের লড়াই দেখার জন্য মুখিয়ে ক্রিকেটবিশ্ব।