BAN vs NZ, ICC World Cup 2023 Highlights: ছক্কা হাঁকিয়ে কিউয়িদের জেতালেন মিচেল, জয়ের হ্যাটট্রিক নিউজিল্যান্ডের
Bangladesh vs New Zealand, ICC world Cup 2023 Live Score Updates: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে দলে ফিরেছেন। কিউয়ি অধিনায়কের কামব্যাক স্বাভাবিকভাবেই চাপে ফেলতে পারে সাকিবদের। তবে আগের হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবে বাংলদেশ।
চেন্নাই: দুরন্ত ছন্দে নিউজিল্যান্ড (New Zealand)। চলতি ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup) পরপর তিন ম্যাচ জিতল কিউয়িরা। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিং করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন। দীর্ঘদিন পর ২২ গজে ফিরলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন কেন উইলিয়ামসন। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২৪৬ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ডকে। ৪৩ বল বাকি থাকতেই ৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড। ৮৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারেল মিচেল। TV9 Bangla Sports-এর এই লাইভব্লগে রইল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের হাইলাইটস।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup 2023: জয়ের হ্যাটট্রিক কিউয়িদের
চলতি ওডিআই বিশ্বকাপে পরপর তিন ম্যাচ জিতল নিউজিল্যান্ড। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে কিউয়িদের ম্যাচ জেতালেন ড্যারেল মিচেল।
-
ICC World Cup 2023: জিততে কিউয়িদের চাই ১৯ রান
জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। কিউয়িদের জিততে চাই আর ১৯ রান। ৪১ ওভার শেষে কিউয়িদের স্কোর ২ উইকেটে ২২৭।
-
-
ICC World Cup 2023: রিটায়ার্ড হার্ট কেন
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন। ১০৭ বল খেলে তিনি করেছেন ৭৮ রান। ক্রিজে নতুন ব্যাটার গ্লেন ফিলিপস।
-
ICC World Cup 2023: মিচেলের হাফসেঞ্চুরি
সাকিবের বলে ছক্কা হাঁকালেন মিচেল। ৪৩ বলে ড্যারেল মিচেলের হাফসেঞ্চুরি পূর্ণ। ড্যারেল-কেন জুটিতে জয়ের দিকে এগোচ্ছে কিউয়িরা।
-
ICC World Cup 2023: কিউয়িদের জিততে চাই আর ১০০ রান
- নিউজিল্যান্ডের ইনিংসের ৩০ ওভারের খেলা শেষ
- শুরুর ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে কেন উইলিয়ামসনের দল তুলেছে ১৪৬ রান
- কেন উইলিয়ামসন রয়েছেন ৫৯ রানে
- ড্যারেল মিচেল রয়েছেন ২৪ রানে
- কিউয়িদের জিততে চাই আর ১০০ রান
-
-
ICC World Cup 2023: ক্যাপ্টেন কেনের হাফসেঞ্চুরি
কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৮১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন কেন উইলিয়ামসন। আর সেই কামব্যাক তিনি রঙিন করলেন অর্ধশতরান দিয়ে।
-
ICC World Cup 2023: হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন কেন
হাফসেঞ্চুরির সামনে কেন উইলিয়ামসন। ২৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২৬।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন কনওয়ে
৪৫ রান করে ফিরতে হল ডেভন কনওয়েকে। ক্রিজে ড্যারল মিচেল ও কেন।
-
ICC ODI World Cup 2023: ১০ ওভার শেষে
১০ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে ৩৭ রান। উইকেট হারিয়েছে ১।
-
ICC ODI World Cup 2023: আউট রাচিন
আশা ছিল আজও জ্বলে উঠবেন। তবে হল না। মাত্র ৯ রান করেই ফিরতে হল এ বারের বিশ্বকাপের হট ফেভারিট রাচিনকে। প্রথম দুই ম্যাচে ব্যা করেছেন ৩ নম্বরে। আজ সাকিবদের বিরুদ্ধে ওপেনিংয়েই কি ছন্দপতন?
-
ICC ODI World Cup 2023: কিউয়িদের ইনিংস শুরু
নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। উইলিয়ামসন ফেরায় তিন নম্বর থেকে ওপেনিংয়ে আনা হল রবীন্দ্রকে।
-
ICC ODI World Cup 2023: শেষ হল বাংলাদেশের ইনিংস
কিউয়িদের ২৪৬ রানের লক্ষ্যে দিয়ে ইনিংস শেষ করল সাকিবরা।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন তাসকিন
মাত্র ১৭ রান করে ফিরলেন তাসকিন আহমেদ।
-
ICC ODI World Cup 2023: আউট হলেন ছন্দে থাকা রহিম
ছন্দে ছিলেন। কিন্তু শতরান করা হল না। ৬৬ রান করেই আউট হলেন রহিম।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন সাকিব
৪০ রান করেই প্যাভেলিয়নে ফিরলেন সাকিব আল হাসান। তাঁকে ফেরালেন সেই লকি ফার্গুসন।
-
ICC ODI World Cup 2023: ২৫ ওভার শেষে
২৫ ওভার শেষে বাংলাদেশের ঝুলিতে ১১৮ রান। উইকেট হারিয়েছে ৪। ক্রিজে সাকিব আল হাসান ও রহিম।
-
ICC ODI World Cup 2023: আবার উইকেট!
তানজিদের পর এ বার প্যাভেলিয়নে ফিরলেন নাজমুল হোসেন শান্ত।
-
ICC ODI World Cup 2023: ফের উইকট হারাল বাংলাদেশ
এ বার ফিরলেন মেহেদি হাসান মিরাজ। তাঁকে ফেরালেন লকি ফার্গুসন। এই নিয়ে ২ উইকেট নিলেন ফার্গুসন।
-
ICC ODI World Cup 2023: আরও এক উইকেট হারাল বাংলাদেশ
ঘুরে দাঁড়ানো হল না। মাত্র ১৬ রান করেই আউট হলেন তানজিদ হোসেন।
-
ICC ODI World Cup 2023: সামলে ওঠার চেষ্টায় টাইগাররা
শুরুতেই উইকেট হারিয়ে চাপ বেড়েছিল বাংলাদেশের। এ বার ম্য়াচ ঘোরানোর মরিয়া চেষ্টা মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হোসেনের।
-
ICC ODI World Cup 2023: শুরুতেই ধাক্কা!
উইকেট হারিয়ে শুরু হল বাংলাদেশের ইনিংস। প্রথম বলেই আউট লিটন দাস।
-
ICC ODI World Cup 2023: বাংলাদেশের ইনিংস শুরু
বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে লিটন দাস ও তানজিদ হোসেন।
-
ICC ODI World Cup 2023: সাকিবদের কাছে আগে ব্যাট করার সুযোগ
টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের।
-
ICC ODI World Cup 2023: কীভাবে দেখবেন এই ম্যাচ?
বিস্তারিত পড়ুন: চেন্নাইয়ে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড, কোথায় কখন দেখবেন ম্য়াচটি?
-
ICC ODI World Cup 2023: কেমন হতে পারে লড়াই?
বিস্তারিত পড়ুন: চিপকের ‘ঘূর্ণিপাকে’ মুখোমুখি নিউজিল্যান্ড-বাংলাদেশ
Published On - Oct 13,2023 1:00 PM