AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: অ্যাডিলেডে ম্যাজিক দেখাতে পারেন গিল-পন্থ? পূজারা যা বললেন…

পারথে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন যশস্বী। দুই ইনিংসেই রান পেয়েছেন রাহুল। ওপেনিং জুটিই ছিল পারথে ভারতের জয়ের চাবিকাঠি। রোহিত টিমে আসায় কি যশস্বী-রাহুলের জুটি ভাঙা উচিত? চেতেশ্বর পূজারা কিন্তু বিকল্প রাস্তা বাতলে দিলেন।

IND vs AUS: অ্যাডিলেডে ম্যাজিক দেখাতে পারেন গিল-পন্থ? পূজারা যা বললেন...
IND vs AUS: অ্যাডিলেডে ম্যাজিক দেখাতে পারেন গিল-পন্থ? পূজারা যা বললেন...
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 9:00 AM
Share

কলকাতা: পিতৃত্বকালীন ছুটির জন্য পারথ টেস্টে খেলেননি। অ্যাডিলেডে নামছেন। কিন্তু রোহিত শর্মা খেলবেন কোথায়? এই প্রশ্ন নিয়ে চর্চার শেষ নেই। রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছেন লোকেশ রাহুল। দু’জনেই ভরসা দিয়েছেন টিমকে। পারথে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন যশস্বী। দুই ইনিংসেই রান পেয়েছেন রাহুল। ওপেনিং জুটিই ছিল পারথে ভারতের জয়ের চাবিকাঠি। রোহিত টিমে আসায় কি যশস্বী-রাহুলের জুটি ভাঙা উচিত? চেতেশ্বর পূজারা কিন্তু বিকল্প রাস্তা বাতলে দিলেন।

অস্ট্রেলিয়ায় অত্যন্ত সফল ব্যাটসম্যান পূজারার যুক্তি, ‘আমার মনে হয়, আমাদের একই ব্যাটিং অর্ডার ফলো করা উচিত। সে ক্ষেত্রে যশস্বীর সঙ্গে ওপেন করুক রাহুলই। তিন নম্বরে নামুক রোহিত।’ কিন্তু রোহিত যদি ওপেন করতে চান? পূজারার পরামর্শ, ‘রোহিত যদি ওপেন করতে চায়, তা হলে রাহুলকে তিনে খেলানো হোক। তার নিচে কখনওই নয়। ও যে ধরনের ব্যাটার, টপ অর্ডারেই ব্যাট করা উচিত।’

এরই মধ্যে আবার ভালো খবর, চোট সারিয়ে নেটে ফিরেছেন শুভমন গিল। তিনি এ দিন প্র্যাক্টিসও করেছেন। ২ দিনের প্র্যাক্টিস ম্যাচে তিনি খেলবেন, তা অবশ্য বলা যাচ্ছে না। অ্যাডিলেডের এই ম্যাচ দিন-রাতের। পিঙ্ক বলের টেস্ট ম্য়াচ কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না ভারতীয় টিম। সেই কারণেই সেরা দল নামানোর পরিকল্পনা করা হচ্ছে। যদি শুভমন খেলেন, কত নম্বরে নামবেন? পূজারার মন্তব্য, ‘শুভমন যদি পাঁচ নম্বরে নামে, তা হলে কিন্তু ভরসা দিতে পারবে ভারতীয় ব্যাটিংকে। তাতে একটাই সুবিধা, পন্থ পুরনো বল খেলার সুযোগ পাবে। শুরুতে যদি উইকেটও পড়ে যায়, পন্থ আর শুভমন মিলে টিমকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে।”