Shakib Al Hasan: ভারতীয় ব্যাটিং লাইন আপের চিন্তা বাড়াচ্ছেন সাকিব আল হাসান!

Sep 12, 2024 | 12:30 AM

County Championship: শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজে স্পিনের খাবি খেয়েছে ভারতীয় ব্যাটিং আক্রমণ। স্পিনের বিরুদ্ধে যে অনেক উন্নতি করতে হবে, সাপোর্ট স্টাফরা স্বীকার করে নিয়েছিলেন। শুধু তাই নয়, অধিনায়ক রোহিত শর্মাও বলেছিলেন, সিরিয়াসলি ভাবতে হবে। লাল-বলে দীর্ঘদিন প্রস্তুতির মধ্যে নেই বিরাট-রোহিতরা। চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন।

Shakib Al Hasan: ভারতীয় ব্যাটিং লাইন আপের চিন্তা বাড়াচ্ছেন সাকিব আল হাসান!
Image Credit source: SURREY CRICKET X

Follow Us

পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ ক্রিকেট টিম। প্রথম বার পাকিস্তানকে হারানোর স্বাদ পেয়েছে তারা। এ বার ভারতের বিরুদ্ধে সেই আক্ষেপ মেটাতে চান। এর জন্য জরুরি সাকিব আল হাসানের জ্বলে ওঠা। বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। গত কয়েক মাস মানসিক চাপে থাকলেও চেষ্টা করেছেন পারফর্ম করার। বাংলাদেশ সিরিজ শুরুর আগে আগে বিরাট-রোহিতদের চিন্তা বাড়াচ্ছেন সাকিব আল হাসানই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বোর্ডের থেকে ছুটি নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য়। আমেরিকার মেজর লিগ ক্রিকেট, কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটও সংশয়ে ছিল। হাসিনা সরকারে সাংসদ ছিলেন সাকিব। তাঁকে নিয়ে বাংলাদেশে দ্বেষের পরিস্থিতি। কানাডায় টি-টোয়েন্টি লিগে খেলার সময় বাংলাদেশের সমর্থকরা গালিগালাজও করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য পাকিস্তান সফরের স্কোয়াডে বেছে নিয়েছিল অভিজ্ঞ সাকিবকে। পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে বাকিরা দেশে ফিরলেও সাকিব পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে একটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হন সাকিব। সারের হয়ে অভিষেক ইনিংসেই নিয়েছিলেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য ভরসা দিতে ব্যর্থ। তবে দ্বিতীয় ইনিংসেও বল হাতে কামাল। প্রথম ইনিংসে সমারসেটকে ৩১৭ রানে অলআউট করে সারে। সাকিব একাই ৪ উইকেট। জবাবে সারে ৩২১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে সমারসেট ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে। এর মধ্যে সাকিব আল হাসানের ঝুলিতে ৪ উইকেট। ম্যাচে ইতিমধ্যেই ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ফাইফারেরও সুযোগ রয়েছে।

এই খবরটিও পড়ুন

শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজে স্পিনের খাবি খেয়েছে ভারতীয় ব্যাটিং আক্রমণ। স্পিনের বিরুদ্ধে যে অনেক উন্নতি করতে হবে, সাপোর্ট স্টাফরা স্বীকার করে নিয়েছিলেন। শুধু তাই নয়, অধিনায়ক রোহিত শর্মাও বলেছিলেন, সিরিয়াসলি ভাবতে হবে। লাল-বলে দীর্ঘদিন প্রস্তুতির মধ্যে নেই বিরাট-রোহিতরা। চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। স্বাভাবিক ভাবেই যা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে।

Next Article