CSK vs KKR, IPL 2021 Match 38 Results: নাইটদের জয়ের হ্যাটট্রিক আটকাল চেন্নাই, লিগ শীর্ষে সিএসকে

| Edited By: | Updated on: Sep 26, 2021 | 7:37 PM

CSK vs KKR Live Score: দেখুন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

CSK vs KKR, IPL 2021 Match 38 Results: নাইটদের জয়ের হ্যাটট্রিক আটকাল চেন্নাই, লিগ শীর্ষে সিএসকে
ইয়েলোব্রিগেডের উইকেট পাওয়ার উচ্ছ্বাস (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

আবু ধাবি: সুপার সানডে-তে আজ আইপিএলে (IPL) ডাবল হেডার রয়েছে। আজ, রবিবারের প্রথম ও আইপিএলের ৩৮তম ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

আবু ধাবিতে টসে জিতেছেন নাইট ক্যাপ্টেন মর্গ্যান। টসে জিতে শুরুতেই ব্যাটিং বেছে নিয়েছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছিল কেকেআর। সিএসকের টার্গেট ছিল ১৭২। রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তুলে নিয়ে নাইটদের জয়ের হ্যাটট্রিক থামিয়ে দিল ধোনির চেন্নাই।

পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গেল ধোনির চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে মগডালে সিএসকে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Sep 2021 07:27 PM (IST)

    ২ উইকেটে জয়ী চেন্নাই

    শেষ বল অবধি টানটান উত্তেজনা জিইয়ে রেখে ম্যাচ জিতল ধোনির চেন্নাই

  • 26 Sep 2021 07:25 PM (IST)

    শেষ ওভারে উইকেট হারাল চেন্নাই

    নারিনের বলে এলবিডব্লিউ হলেন জাডেজা। ২২ রান করে সাজঘরে ফিরলেন জাড্ডু

  • 26 Sep 2021 07:20 PM (IST)

    স্যাম কারান আউট

    ৪ রান করে সাজঘরে ফিরে গেলেন স্যাম কারান

  • 26 Sep 2021 07:07 PM (IST)

    ধোনির উইকেট হারাল সিএসকে

    বরুণ চক্রবর্তীর গুগলিতে ফিরলেন ধোনি। নাইটরা চাপ বাড়াল চেন্নাইয়ের ওপর। পরপর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের আশা জিইয়ে রাখল কেকেআর

  • 26 Sep 2021 07:05 PM (IST)

    রান আউট সুরেশ রায়না

    ১১ রান করে সাজঘরে ফিরে গেলেন সুরেশ রায়না। ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন কুল। সিএসকের জয়ের জন্য এখনও প্রয়োজন ১৭ বলে ৩০ রান

  • 26 Sep 2021 07:02 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারের শেষে সিএসকের স্কোর ৪ উইকেটে ১৪১। নাইটদের হারানোর জন্য চেন্নাইয়ের প্রয়োজন ৩১ রান

  • 26 Sep 2021 07:00 PM (IST)

    মইন আলি আউট

    ৩২ রান করে সাজঘরে ফিরলেন মইন আলি

  • 26 Sep 2021 06:49 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ১২৭/৩

    খেলা বাকি ৫ ওভারের। জয়ের জন্য সিএসকের প্রয়োজন ৪৫ রান

  • 26 Sep 2021 06:46 PM (IST)

    অম্বাতি রায়ডু আউট

    সুনীল নারিন তুলে নিলেন অম্বাতি রায়ডুর উইকেট। ১০ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 26 Sep 2021 06:29 PM (IST)

    দু প্লেসি আউট

    প্রসিধ কৃষ্ণার বলে আউট হলেন সিএসকে ওপেনার ফাফ দু প্লেসি

  • 26 Sep 2021 06:22 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ৮৯/১

    খেলা বাকি ১০ ওভারের। চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ৮৩ রান

  • 26 Sep 2021 06:16 PM (IST)

    ঋতুরাজ আউট

    আন্দ্রে রাসেল নাইটদের প্রথম উইকেট এনে দিলেন। ৪০ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়

  • 26 Sep 2021 06:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল সিএসকে। ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫২।

    জয়ের জন্য মাহির দলের প্রয়োজন ১২০ রান

  • 26 Sep 2021 05:58 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ৪২/০

    সিএসকের জয়ের জন্য প্রয়োজন ১৩১ রান। ৫ ওভারে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৪২।

  • 26 Sep 2021 05:52 PM (IST)

    ৩ ওভারে সিএসকে ১৮/০

    ভালো শুরু সিএসকের ওপেনিং জুটির। প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে চেন্নাই তুলেছে ১৮ রান। জয়ের জন্য সিএসকের প্রয়োজন ১৫৪ রান

  • 26 Sep 2021 05:38 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    সিএসকের হয়ে ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি

  • 26 Sep 2021 05:23 PM (IST)

    ১৭১ রানে থামল নাইটরা

    ধোনিদের জয়ের জন্য সামনে বড় টার্গেট।

  • 26 Sep 2021 05:02 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে নাইটদের স্কোর ৫ উইকেটে ১২৭

  • 26 Sep 2021 05:01 PM (IST)

    আন্দ্রে রাসেল আউট

    আবু ধাবিতে রাসেল ঝড় থামিয়ে দিলেন শার্দূল ঠাকুর। ২০ রান করে আউট দে রাস

  • 26 Sep 2021 04:50 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১১৮/৪

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভার থেকে এসেছে ১৪ রান। ক্রিজে আন্দ্রে রাসেল ও নীতিশ রানা।

    নীতিশ রানা ১৬*, আন্দ্রে রাসেল ১৮*

  • 26 Sep 2021 04:41 PM (IST)

    নাইটদের শতরান

    ১৩.৪ ওভারে জস হ্যাজেলউডের বলে ছয় মেরে দলকে শতরানের গণ্ডি পের করালেন নীতিশ রানা

  • 26 Sep 2021 04:37 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    বড় ঝটকা খেল কেকেআর। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী (৪৫)।

  • 26 Sep 2021 04:25 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৭৯/৩

    খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে রয়েছেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী

  • 26 Sep 2021 04:22 PM (IST)

    ক্যাপ্টেন মর্গ্যান আউট

    ৮ রান করে সাজঘরে ফিরলেন ইওন মর্গ্যান। জস হ্যাজেলউড ফেরালেন নাইট অধিনায়ককে

  • 26 Sep 2021 04:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর। ৬ ওভারে নাইটদের স্কোর ২ উইকেটে ৫০

  • 26 Sep 2021 04:01 PM (IST)

    ভেঙ্কটেশ আইয়ার আউট

    নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর

  • 26 Sep 2021 03:59 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৫০/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ৫০ রান

  • 26 Sep 2021 03:47 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ২৬/১

    সিএসকের বিরুদ্ধে নাইটদের ওপেনিং জুটি বেশিক্ষণ টিকতে পারেনি। প্রথম ওভারের শেষ বলেই রান আউট হন গিল। ৩ ওভারে কেকেআর ২৬/১

  • 26 Sep 2021 03:35 PM (IST)

    শুভমন গিল আউট

    মাত্র ৯ রান করে রান আউট হলেন নাইট ওপেনার শুভমন গিল

  • 26 Sep 2021 03:31 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ভেঙ্কটেশ আইয়ার ও শুভমন গিল

  • 26 Sep 2021 03:17 PM (IST)

    মর্গ্যানের মাইলস্টোন

    চেন্নাইয়ের বিরুদ্ধে আজ নাইট অধিনায়ক ইওন মর্গ্যান কেকেআরের হয়ে আইপিএলের ৫০তম ম্যাচ খেলতে নামতে চলেছেন

  • 26 Sep 2021 03:11 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাইয়ে এক পরিবর্তন। ডোয়েন ব্র্যাভোর জায়গায় এসেছেন স্যাম কারান।

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড।

  • 26 Sep 2021 03:06 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আয়ার, শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা

  • 26 Sep 2021 03:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক ইওন মর্গ্যান

  • 26 Sep 2021 03:00 PM (IST)

    আজ ম্যাচ বের করে নিয়ে যাবে কারা?

  • 26 Sep 2021 02:55 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে চেন্নাই জিতেছে ১৫ বার। কলকাতা জিতেছে ৮ বার

Published On - Sep 26,2021 2:50 PM

Follow Us: