CSK vs PBKS, IPL 2021 Match 53 Result: লোকেশ রাহুলের দাপটে ধোনির চেন্নাইকে হারাল পঞ্জাব

| Edited By: | Updated on: Oct 07, 2021 | 7:22 PM

CSK vs PBKS Live Score: দেখুন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

CSK vs PBKS, IPL 2021 Match 53 Result: লোকেশ রাহুলের দাপটে ধোনির চেন্নাইকে হারাল পঞ্জাব
পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল (ছবি-আইপিএল ওয়েবসাইট)

দুবাই: আজ, বৃহস্পতিবার আইপিএলের (IPL) ৫৩তম ও ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে দুবাইতে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings)। টসে জিতে শুরুতে ধোনির চেন্নাইকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল।

নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্য়াটিং করে ৬ উইকেটের বিনিময়ে ধোনির চেন্নাই তুলেছে ১৩৪ রান। পঞ্জাবের বোলাররা রীতিমতো চাপ ধরে রেখেছিল সিএসকের ব্যাটারদের ওপর। লিগ টেবলের দু’নম্বরে থাকা চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাবের টার্গেট ছিল ১৩৫। ৪২ বল বাকি থাকতেই ধোনির চেন্নাইের দেওয়া টার্গেট পূরণ করে ফেলল কেএল রাহুলের পঞ্জাব কিংস। ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে পঞ্জাব।

পয়েন্ট টেবলের দুই ও ছল নম্বরে থাকা দুই দলের লড়াই আজ। চেন্নাই এ বারের আইপিএলের প্লে অফে পৌঁছনো প্রথম দল। অন্যদিকে পঞ্জাব ১৩ ম্যাচের ৫টিতে জয় ও ৮টিতে হারের পর ১০ পয়েন্ট জোগাড় করতে পেরেছে। মায়াঙ্কদের নেট রান রেটও -০.২৪১। ফলে আজকের ম্যাচে ২ পয়েন্ট তুলে নিতে পারলে চাপ বাড়বে কেকেআরের ওপর।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 07 Oct 2021 06:48 PM (IST)

    ৬ উইকেটে জয়ী পঞ্জাব

    ৪২ বল বাকি থাকতেই ধোনির চেন্নাইের দেওয়া টার্গেট পূরণ করে ফেলল কেএল রাহুলের পঞ্জাব কিংস। ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে পঞ্জাব

  • 07 Oct 2021 06:44 PM (IST)

    মার্করাম আউট

    শার্দূল ঠাকুরের বলে এইডেন মার্করাম আউট হলেন। জয়ের কাছে দাঁড়িয়ে থাকা পঞ্জাব চতুর্থ উইকেট হারাল

  • 07 Oct 2021 06:28 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৯২/৩

    খেলা বাকি ১০ ওভারের। পঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ৪৩ রান

  • 07 Oct 2021 06:22 PM (IST)

    শাহরুখ খান আউট

    ডোেন ব্র্যাভো ফেরালেন শাহরুখ খানকে। ৮ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 07 Oct 2021 06:14 PM (IST)

    লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি

    ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেএল রাহুল।

  • 07 Oct 2021 06:08 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৫১/২

  • 07 Oct 2021 06:03 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাব ৪৬/২

    ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে পঞ্জাব তুলেছে ৪৬

  • 07 Oct 2021 06:02 PM (IST)

    শরফরাজ খান আউট

    মায়াঙ্কের পর শরফরাজের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর।

  • 07 Oct 2021 05:59 PM (IST)

    মায়াঙ্কের উইকেট হারাল পঞ্জাব

    ১২ রান করে শার্দূল ঠাকুরের বলে এলবিডব্লিউ হলেন মায়াঙ্ক আগরওয়াল।

  • 07 Oct 2021 05:52 PM (IST)

    ৩ ওভারে পঞ্জাব ২৭/০

    চেন্নাইয়ের থেকে ভালো শুরু পঞ্জাবের। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে পঞ্জাব তুলেছে ২৭ রান

  • 07 Oct 2021 05:38 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 07 Oct 2021 05:19 PM (IST)

    ১৩৪ রানে থামল চেন্নাই

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্য়াটিং করে ৬ উইকেটের বিনিময়ে ধোনির চেন্নাই তুলেছে ১৩৪ রান। পঞ্জাবের বোলাররা রীতিমতো চাপ ধরে রেখেছিল সিএসকের ব্যাটারদের ওপর। লিগ টেবলের দু’নম্বরে থাকা চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাবের টার্গেট ১৩৫।

  • 07 Oct 2021 05:16 PM (IST)

    শেষবেলায় দু প্লেসির উইকেট হারাল চেন্নাই

    মহম্মদ শামির বলে শেষ ওভারের তৃতীয় বলে আউট হলেন সিএসকে ওপেনার ফাফ দু প্লেসি। ৭৬ রানের দুরন্ত ইনিংসে দু প্লেসির রয়েছে ৮টি চার ও ২টি ছয়

  • 07 Oct 2021 05:13 PM (IST)

    চেন্নাইয়ের শেষ ওভার

    ১৯ ওভারে সিএসকের স্কোর ৫ উইকেটে ১১৮

    দু প্লেসি ৬৬*, জাডেজা ১৪*

  • 07 Oct 2021 05:11 PM (IST)

    জাডেজা-দু প্লেসির ৫০ রানের পার্টনারশিপ

    ১৮.৫ ওভারে রবীন্দ্র জাডেজা ও ফাফ দু প্লেসির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।

    Ravindra Jadeja and Faf du Plessis

    ডুবতে বসা চেন্নাইকে উদ্ধারে ব্যস্ত জাডেজা-দু প্লেসি (ছবি-আইপিএল ওয়েবসাইট)

  • 07 Oct 2021 05:04 PM (IST)

    দু প্লেসির হাফসেঞ্চুরি

    দুবাইতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সিএসকে ওপেনার ফাফ দু প্লেসি। তার পাশাপাশি স্কোরবোর্ডে শতরান তুলে ফেলল চেন্নাই

  • 07 Oct 2021 04:59 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ৯৬।

  • 07 Oct 2021 04:46 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ৮২/৫

    খেলা বাকি ৫ ওভারের। আজ দুবাইতে ধোনির চেন্নাইয়ের রীতিমতো পরীক্ষা নিচ্ছে রাহুলের পঞ্জাব। এখনও পর্যন্ত শতরানের গণ্ডি পেরোয়নি চেন্নাই। শেষ ৫ ওভারে ধোনির ইয়েলোব্রিগেড কত রান জুড়তে পারে স্কোরবোর্ড নজর রাখতে হবে সেদিকে।

  • 07 Oct 2021 04:33 PM (IST)

    মাহি আউট

    রবি বিষ্ণোইয়ের গুগলিতে আউট হলেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। ১২ রান করে ভক্তদের হতাশ করে সাজঘরে ফিরলেন মাহি। পঞ্চম উইকেট হারাল চেন্নাই

  • 07 Oct 2021 04:25 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ৫৩/৪

    ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে সিএসকে। তবে স্কোরবোর্ডে তুলেছে মাত্র ৫৩ রান। লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা সিএসকেকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে পঞ্জাবের বোলাররা।

  • 07 Oct 2021 04:16 PM (IST)

    অম্বাতি রায়ডু আউট

    ক্রিস জর্ডান পঞ্জাবকে চতুর্থ উইকেট এনে দিলেন। ৪ রান করে আউট হলেন অম্বাতি রায়ডু।

  • 07 Oct 2021 04:08 PM (IST)

    রবীন উথাপ্পা আউট

    ক্রিস জর্ডানের বলে মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন রবীন উথাপ্পা। তৃতীয় উইকেট হারাল সিএসকে।

  • 07 Oct 2021 04:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল পঞ্জাব। ৬ ওভারে দুই উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ৩০ রান।

  • 07 Oct 2021 04:01 PM (IST)

    মইন আলি আউট

    চেন্নাইকে দ্বিতীয় ধাক্কাও দিলেন অর্শদীপ সিং। ঋতুরাজের পর মইন আলির উইকেট হারাল সিএসকে। ব্যাট হাতে আজ ব্যর্থ মইন আলি। শূন্যতেই সাজঘরে ফিরলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।

  • 07 Oct 2021 03:54 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ২০/১

    প্রথম ৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০ রান তুলেছে চেন্নাই।

  • 07 Oct 2021 03:49 PM (IST)

    ঋতুরাজ আউট

    অর্শদীপ সিংয়ের বলে আউট হলেন সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ১২ রান করে মাঠ ছাড়লেন ঋতু। প্রথম ধাক্কা খেল সিএসকে

  • 07 Oct 2021 03:45 PM (IST)

    ৩ ওভারে সিএসকে ১৩/০

    উইকেট না খুইয়ে এগোচ্ছে চেন্নাই

  • 07 Oct 2021 03:30 PM (IST)

    সিএসকের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি।

  • 07 Oct 2021 03:15 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়ল, এইডেন মার্করাম, সরফরাজ খান, শাহরুখ খান, মইসেস হেনরিকস, ক্রিস জর্ডান, হরপ্রীত বরার, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।

  • 07 Oct 2021 03:08 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড।

  • 07 Oct 2021 03:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল পঞ্জাব কিংস।

    টসে জিতে ধোনির চেন্নাইকে শুরুতে ব্যাটিং করতে পাঠালেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল।

  • 07 Oct 2021 02:45 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ধোনির চেন্নাই জিতেছে ১৫ বার। পঞ্জাব জিতেছে ৯ বার।

Published On - Oct 07,2021 2:45 PM

Follow Us: