IPL 2022: করোনা ধাক্কা সামলে পঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় পন্থের দিল্লির

ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক্কেবারে উড়ে গেল মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস।

IPL 2022: করোনা ধাক্কা সামলে পঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় পন্থের দিল্লির
IPL 2022: করোনা ধাক্কা সামলে পঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় পন্থের দিল্লিরImage Credit source: DC Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 11:19 PM

পঞ্জাব কিংস ১১৫ (২০ ওভারে)

দিল্লি ক্যাপিটালস ১১৯/১ (১০.৩ ওভারে)

মুম্বই: করোনার (COVID 19) কারণে আইপিএল-২০২২-এ (IPL 2022) আজ দিল্লি বনাম পঞ্জাব (DC vs PBKS) ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল রীতিমতো সংশয়। ম্যাচের কিছুক্ষণ আগে জানা যায়, দিল্লির মিচেল মার্শের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ফলে দিল্লি শিবিরও আজকের ম্যাচ ঘিরে বেশ চিন্তার মধ্যে ছিল। কিন্তু ২২ গজে যেই নামল পন্থের দিল্লি পুরো অন্য মেজাজে দেখা গেল। মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক তরফা লড়াই করল টিম দিল্লি। এবং দাপটের সঙ্গে ২ পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়ল পন্টিংয়ের ছেলেরা।

ব্র্যাবোর্নের পিচে তরতরিয়ে রান ওঠে। সেখানে কিনা ১১৫ রানেই গুটিয়ে গেল পঞ্জাব কিংস। ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচ দেখে সেদিক থেকে হয়তো হতাশ হয়েছেন। তবে দিল্লির পারফরম্যান্সের প্রশংসা না করে থাকা যায় না। দিল্লির তিন স্পিনার ললিত-অক্ষর-কুলদীপ মিলে তুলে নেন ৬ উইকেট। বাকি কাজটা করে দেন খালিল-মুস্তাফিজুররা। টসে জিতে শুরুতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান পন্থ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পঞ্জাব। মায়াঙ্ক-শিখর ওপেনিংয়ে বড় রান তুলতে ব্যর্থ। পাওয়ার প্লে-র মধ্যে তিনটি বড় উইকেট খুইয়ে ফেলে পঞ্জাব। চতুর্থ ওভারের মাথায় শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন ললিত যাদন। ১০ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিখর। পঞ্চম ওভারে ক্যাপ্টেন মায়াঙ্ককে সাজঘরের রাস্তা দেখান মুস্তাফিজুর রহমান। ২৪ রান এসেছে মায়াঙ্কের ব্যাটে।

পঞ্জাবের পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টোনকে ফিরিয়ে অক্ষর তৃতীয় সাফল্য এনে দেন দিল্লিকে। আজ চূড়ান্ত ব্যর্থ লিভিংস্টোন (২)। পঞ্জাবের কোনও ক্রিকেটারকেই উইকেটে থিতু হতেই দেননি কুলদীপ-খালিলরা। ধাওয়ানের মত মাত্র ৯ রান যোগ করে ড্রেসিংরুমে ফেরেন জনি বেয়ারস্টো। পঞ্জাবের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বার বার উঠে আসে শাহরুখ খানের নাম। কিন্তু দলের কঠিন সময়ে শাহরুখ কিন্তু ত্রাতা হয়ে উঠতে পারেননি। ২০ বল খেলে মাত্র ১২ রান করেন তিনি। তাঁর সঙ্গে জুটি বেঁধে জিতেশ শর্মা বেশ কিছুটা রান করেন। আজ পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেন জিতেশ (৩২)। শেষমেশ কুলদীপ-খালিলদের আটোসাঁটো বোলিংয়ে ১১৫ রানে গুটিয়ে যান মায়াঙ্করা।

১১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১তম ওভারেই কাঙ্খিত জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। কম রানের পুঁজি নিয়েও জেতা যায়। কিন্তু দিল্লির ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন। পাওয়ার প্লে-র মধ্যেই ৮১ রান তুলে ফেলে দিল্লির ওপেনাররা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে পৃথ্বীর উইকেট তুলে নেন রাহুল চাহার। ২০ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন পৃথ্বী। শেষ অবধি ক্রিজে ছিলেন অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ৩০ বলে অপরাজিত দুর্ধর্ষ ৬০ রান করে যান ওয়ার্নার। ডেভিডের সঙ্গে জয়ের ভীত গড়ে দিয়ে যান পৃথ্বী। তিনি ফিরলে ওয়ার্নারকে বাকি রান টুকু তুলে নিতে সাহায্য করেন সরফরাজ খান। ১২ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন সরফরাজ খান। ৫৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। দাপটের সঙ্গে পঞ্জাবের বিরুদ্ধে জেতার পাশাপাশি নেট রান রেটেও উন্নতি করল দিল্লি ক্যাপিটালস।

সংক্ষিপ্ত স্কোর: পঞ্জাব ১১৫ (জিতেশ শর্মা ৩২, মায়াঙ্ক আগরওয়াল ২৪, কুলদীপ যাদব ২-২৪, অক্ষর প্যাটেল ২-১০)। দিল্লি ১১৯-১ (ডেভিড ওয়ার্নার ৬০*, পৃথ্বী শ ৪১, রাহুল চাহার ১-২১)।