Mitchell Marsh : ১ কোটির জন্য ১ রান! দিল্লি ক্যাপিটালসের মাথাব্যথা সদ্যবিবাহিত অলরাউন্ডার

Delhi Capitals, IPL 2023: দিল্লি ক্যাপিটালসের হয়ে খান দুয়েক ম্যাচ খেলে বিয়ে করতে চলে গিয়েছিলেন। বিয়ে থা সেরে নববিবাহিত স্ত্রীকে দেশে রেখে আইপিএলের বাকি অংশ খেলতে এসেছেন মিচেল মার্শ।

Mitchell Marsh : ১ কোটির জন্য ১ রান! দিল্লি ক্যাপিটালসের মাথাব্যথা সদ্যবিবাহিত অলরাউন্ডার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 5:21 PM

কলকাতা: নাম আছে, দর আছে, কিন্তু রান নেই। চলতি আইপিএলে (IPL 2023) এমনই অবস্থা বেশ কয়েকজন ক্রিকেটারের। তালিকার উপরের দিকে থাকবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। দিল্লি ক্যাপিটালসের হয়ে খান দুয়েক ম্যাচ খেলে বিয়ে করতে চলে গিয়েছিলেন। বিয়ে থা সেরে নববিবাহিত স্ত্রীকে দেশে রেখে আইপিএলের বাকি অংশ খেলতে এসেছেন মার্শ (Mitchell Marsh)। এসে দুটো ম্যাচও খেলে ফেললেন। কিন্তু অজি অলরাউন্ডার এখনও ব্যাটে ভরসা দিতে পারেনি দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। পাঁচ ম্যাচে হারের পর বৃহস্পতিবার কোনওক্রমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতেছে দিল্লি। প্রথম জয়ের পরও মার্শের ব্যর্থতা লুকোচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় মার্শের ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে। তাঁর ব্যাটিং দেখে ক্রিকেট সমর্থকরা বলছেন, ১ কোটি টাকার জন্য ম্যাচ প্রতি ১ রান করছেন মার্শ! বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

৩১ মার্চ শুরু হয়েছে আইপিএল। ২০ এপ্রিল প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কোটিপতি লিগের ১৬তম সংস্করণের ২৮তম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে জয় ক্যাপিটালসের। ঘরের মাঠে জয় পেলেও দলের কয়েকজনের পারফরম্যান্স নিয়ে মাথাব্যথা কমছে না দিল্লির। পৃথ্বী শয়ের পাশাপাশি তালিকায় রয়েছেন মিচেল মার্শ। বিদেশি অলরাউন্ডারের ব্যাটিং নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে দিল্লি ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে ৯টি বল খেলে ২ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। এখনও পর্যন্ত খেলা চারটি ম্যাচে মার্শের ব্যাটে এসেছে যথাক্রমে ০, ৪, ০, ২ রান। অর্থাৎ মোট ৬ রান। এত খারাপ পারফরম্যান্স সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস তাঁকে প্রতিটি ম্যাচেই সুযোগ দিচ্ছে।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে ২০২২ সালের মেগা অকশনে ৬.৫০ কোটি টাকায় দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেই হিসেব ধরলে প্রতি ১ কোটি টাকার জন্য ১ রান করেছেন মার্শ। ট্রোল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও গত মরসুমে এমনটা ছিল না। ৮ ম্যাচ খেলে ২৫১ রান করেছিলেন মার্শ। চলতি বছরে অজি অলরাউন্ডারের ব্যাট এখনও নিশ্চুপ।