IND vs AUS: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, রোহিতদের বিরুদ্ধে খেলবেন না বিধ্বংসী পেসার
ভারতের শেষ অজি সফরে ৩৬ রানে অলআউটের অন্যতম কারিগর ছিলেন এই তারকা পেসার। সে বার অ্যাডিলেডে ডান হাতি পেসার ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন। আর এ বার তাঁরই সার্ভিস পাবেন না প্যাট কামিন্সরা।
কলকাতা: পারথ টেস্টের হার ভুলে এ বার মিশন অ্যাডিলেডের ছক কষছে অজিরা। এই পরিস্থিতিতে হঠাৎ করেই চাপ বাড়ল প্যাট কামিন্সদের। চোটের কারণে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা পিঙ্ক বল টেস্টে (Pink Ball Test) নেই অস্ট্রেলিয়ান তারকা পেসার জশ হ্যাজলউড (Josh Hazlewood)। তাঁর চোটের খবর জানানোর পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) অজি স্কোয়াডে দুই আনক্যাপড প্লেয়ারের অন্তর্ভুক্তির কথা জানিয়েছে।
সাইড স্ট্রেইনের কারণে অ্যাডিলেড টেস্টে খেলা হবে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের। শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেটকে অজি স্কোয়াডে যোগ করা হয়েছে। জশের খামতি তাঁদের কেউ পূরণ করতে পারবেন কিনা, এখনই বলা যাচ্ছে না। হ্যাজলউডকে গোলাপি বল টেস্টে না পাওয়াটা কামিন্সদের জন্য স্বস্তির নয়।
পারথে ভালো পারফর্ম করেছিলেন অজি পেসার হ্যাজলউড। তিনি ভারতের প্রথম ইনিংসে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের শেষ অজি সফরে ৩৬ রানে অলআউটের অন্যতম কারিগর ছিলেন হ্যাজলউড। সে বার অ্যাডিলেডে ডান হাতি পেসার ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন। আর এ বার তাঁরই সার্ভিস পাবেন না কামিন্সরা।
JUST IN: Josh Hazlewood ruled out of the second #AUSvIND Test with uncapped duo called up. Full details 👇https://t.co/ZHrw3TUO8a
— cricket.com.au (@cricketcomau) November 30, 2024
হ্যাজলউড এই ম্যাচ খেলতে পারবেন না বলে একদিকে স্কট বোল্যান্ডের খেলা প্রায় নিশ্চিত হয়ে গেল। প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বোল্যান্ডের। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ বার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সেই দিক থেকে দেখতে হলে প্রায় দেড় বছর পর আবার অজি জার্সি গায়ে চাপিয়ে খেলার সুযোগ পাবেন তিনি।