Kane Williamson: টেস্টে প্রথম কিউয়ি ক্রিকেটার হিসেবে ৯ হাজারের ক্লাবে কীর্তিমান কেন উইলিয়ামসন
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এক মাইলস্টোন স্পর্শ করলেন কেন। টেস্ট ক্রিকেটে (Test Cricket) কোনও কিউয়ি ক্রিকেটারের ঝুলিতে এই রেকর্ড নেই। আসলে টেস্টে ৯ হাজারের ক্লাবে ঢুকে পড়েছেন কেন।
কলকাতা: বাইশ গজে ফিরেই ব্যাট হাতে শাসন শুরু নিউজিল্যান্ডের (New Zealand) তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনের (Kane Williamson)। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এক মাইলস্টোন স্পর্শ করলেন কেন। টেস্ট ক্রিকেটে (Test Cricket) কোনও কিউয়ি ক্রিকেটারের ঝুলিতে এই রেকর্ড নেই। আসলে টেস্টে ৯ হাজারের ক্লাবে ঢুকে পড়েছেন কেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৯তম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক।
কীর্তিমান কেন উইলিয়ামসন টেস্টে প্রথম কিউয়ি ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান পূর্ণ করলেন। কেরিয়ারের ১০৩তম টেস্ট খেলতে নেমে এই নজির গড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯৩ রান করেন কেন। আর দ্বিতীয় ইনিংসে ৬১ রান করতেই টেস্টে ৯ হাজারের ক্লাবে ঢুকে পড়েন তিনি।
স্টিভ স্মিথ, বিরাট কোহলি, জো রুট ও কেন উইলিয়ামসন ক্রিকেট বিশ্বে ফ্যাব ফোর নামে জনপ্রিয়। এই ফ্যাব ফোর-এর মধ্যে সবচেয়ে শেষ প্লেয়ার হিসেবে টেস্টে ৯ হাজার রানের নজির গড়লেন কেন উইলিয়ামসন। ফ্যাব ফোরের মধ্যে রুট ১৫০টি টেস্টে ১২,৭৫৪ রান করেছেন। তাঁর পর রয়েছেন স্টিভ স্মিথ। তিনি ১১০টি টেস্টে ৯৭০২ রান করেছেন। এই তালিকায় তিনে বিরাট কোহলি। তিনি ১১৯টি টেস্টে ৯১৪৫ রান করেছেন।
🚨 HISTORY BY KANE WILLIAMSON 🚨
– Williamson becomes the first New Zealand cricketer to complete 9000 runs in Tests 🫡 pic.twitter.com/Mj7xnOc2a9
— Johns. (@CricCrazyJohns) November 30, 2024
টেস্টে দ্রুততম ৯ হাজার রান করার তালিকায় কেন উইলিয়ামসন (১০৩টি টেস্ট) যুগ্মভাবে তিন নম্বরে রয়েছেন। সেই তালিকায় থাকা বাকি দু’জন হলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা ও পাকিস্তানের ইউনিস খান। এই তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৯৯টি টেস্ট)। দু’নম্বরে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (১০১টি টেস্ট)।