AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Border Tension: সাবধানের মার নেই! যে কোনও সময় এপারে ঢুকতে পারে ওরা, পাল্টা দিতে অস্ত্র ধরল পড়ুয়ারাও

Border Tension: কমান্ডিং অফিসার কর্নেল আব্রাহাম জর্জ বলেন, “আমরা যুব সমাজকে NCC তে ভর্তি হবার জন্য উৎসাহিত করছি। এই নতুন প্রজন্ম যাতে ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশপ্রেমে আকৃষ্ট হয়ে সুন্দর ভারত গড়ে তুলতে সক্ষম হয় সেটাই চাই আমরা।”

Border Tension: সাবধানের মার নেই! যে কোনও সময় এপারে ঢুকতে পারে ওরা, পাল্টা দিতে অস্ত্র ধরল পড়ুয়ারাও
এখনও উদ্বেগ রয়েছে বাংলাদেশ সীমান্তে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 18, 2025 | 7:26 AM
Share

জলপাইগুড়ি: ভাল নেই বাংলাদেশ সীমান্ত। এক মাথা দুশ্চিন্তা নিয়ে সীমান্তে কড়া নজর রাখছে সীমান্ত সুরক্ষা বাহিনী। তারপরেও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনায় নতুন করে বেড়েছে উদ্বেগ। সম্প্রতি উত্তরবঙ্গের একাধিক প্রান্তে ফেন্সিং দেওয়া নিয়ে বিএসএফ-বিজিবি-র বচসার ছবিও দেখা গিয়েছে। বচসায় জড়াতে দেখা গিয়েছে দুই পাড়ের সীমান্ত এলাকার গ্রামের বাসিন্দাদের। যদিও সিংহভাগ ক্ষেত্রেই ভারতের দাপটে পিছু হটতে বাধ্য হয় বাংলাদেশিরা। যদিও কথায় বলে সাবধানের মার নেই! সীমান্তের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া জেলা জলপাইগুড়িতে শুরু হয়েছে NCC-র বিশেষ প্রশিক্ষণ শিবির। 

জানা গিয়েছে ৬১ বেঙ্গল ব্যাটালিয়ন এর তরফে ৮ দিনের একটি কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প চলছে ময়নাগুড়ি কলেজে। এখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলার জেলার মোট ১৬ টি বিদ্যালয় এবং কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। এখানে একাধারে সোশ্যাল সার্ভিস, কমিউনিটি ডেভেলপমেন্ট ছাড়াও ড্রিল, ওয়েপন ট্রেনিং, স্মল আর্মস ফায়ারিং, ম্যাপ রিডিং, জাজিং ডিস্ট্যান্স, ফিল্ড ক্র্যাফট ব্যাটল ক্র্যাফট-সহ নানাবিধ সমরবিদ্যা শেখানো হচ্ছে। পড়ুয়াদের মধ্যে গোটা প্রশিক্ষণকে কেন্দ্র করে উৎসাহও চোখে পড়ার মতো। 

কমান্ডিং অফিসার কর্নেল আব্রাহাম জর্জ বলেন, “আমরা যুব সমাজকে NCC তে ভর্তি হবার জন্য উৎসাহিত করছি। এই নতুন প্রজন্ম যাতে ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশপ্রেমে আকৃষ্ট হয়ে সুন্দর ভারত গড়ে তুলতে সক্ষম হয় সেটাই চাই আমরা।” একইসঙ্গে তিনি এও জানান, গত শিক্ষাবর্ষ থেকে NBU এর অধীনে থাকা কলেজগুলিতে NCC-কে ইলেকটিভ সাব্জেক্ট হিসেবে পাঠ্যক্রমে ঢোকানো হয়েছে। তাতেও ভাল সাড়া মিলছে বলে জানান তিনি।