Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs LSG, Highlights, IPL 2025: অবিশ্বাস্য জয় দিল্লি ক্যাপিটালসের, নায়ক আশুতোষ

| Edited By: | Updated on: Mar 25, 2025 | 12:04 AM

Delhi Capitals vs Lucknow Super Giants, Live Score in Bengali: আইপিএলের বোধনের পর দেখতে দেখতে তিনটে ম্যাচ হয়ে গিয়েছে। আজ বিশাখাপত্তনমে মুখোমুখি অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস ও ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস। দেখুন আইপিএলে দিল্লি বনাম লখনউ ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

DC vs LSG, Highlights, IPL 2025: অবিশ্বাস্য জয় দিল্লি ক্যাপিটালসের, নায়ক আশুতোষ
বিশাখাপত্তনমে মুখোমুখি লখনউ ও দিল্লিImage Credit source: TV9 Bangla Graphics

কলকাতা: নতুন মরসুম, নতুন চ্যালেঞ্জের সামনে ছিলেন অক্ষর প্যাটেল, ঋষভ পন্থরা। গত আইপিএলে (IPL) পন্থ-অক্ষররা এক টিমে ছিলেন। এ বার দল বদলেছে পন্থের। তাঁর হাতে এ বার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) দায়িত্ব। আর অপরদিকে অক্ষরের হাতে এসেছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটন। প্রাক্তন সতীর্থকে বাজিমাত করলেন অক্ষর। রুদ্ধশ্বাস, চূড়ান্ত নাটকীয় জয় দিল্লি ক্যাপিটালসের। এর মাঝে যাঁকে নিয়ে বলতেই হয়, তিনি লোকেশ রাহুল। তিনি এ বার দিল্লিতে। প্রথম ম্যাচে খেলতে পারেননি রাহুল। তবে তাঁর কাছে জোড়া আনন্দ। সন্তান হয়েছে, সঙ্গে দিল্লি ক্যাপিটালসও জিতেছে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 24 Mar 2025 11:45 PM (IST)

    DC vs LSG, IPL 2025: ম্যাচ রিপোর্ট

    অবিশ্বাস্য জয়। কার্যত আশুতোষ শর্মার কাছেই হার লখনউ সুপার জায়ান্টসের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন, ইমপ্যাক্ট রেখেই মাঠ ছাড়লেন। বিস্তারিত পড়ুন: ‘বাঘ’ হয়ে উঠলেন আশুতোষ শর্মা, ঋষভের ভুলে হার লখনউয়ের!

  • 24 Mar 2025 10:44 PM (IST)

    DC vs LSG, IPL 2025: আশুতোষ শর্মা

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংসের আবিষ্কার বলা যায় আশুতোষ শর্মাকে। গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিং। এ বার শশাঙ্ককে রিটেন করেছিল পঞ্জাব। তবে মেগা অকশনে হাতছাড়া হয় আশুতোষ শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে নামিয়েছে দিল্লি ক্যাপিটাল। দিল্লির টার্গেট যদিও অনেক দূর, তবে আশুতোষ ক্রিজে থাকায় এখনও আশা রয়েছে দিল্লির।

  • 24 Mar 2025 10:14 PM (IST)

    DC vs LSG, IPL 2025-KL Rahul: দিল্লির বিপর্যয়ের আগে ‘সুখবর’

    দিল্লির ব্যাটিং বিপর্যয়ের আগেই সুখবর পৌঁছেছিল শিবিরে! এ মরসুমে দিল্লিতে যোগ দেওয়া লোকেশ প্রথম সন্তানের বাবা হয়েছেন। বিস্তারিত পড়ুন: বাবা হলেন রাহুল, আথিয়ার কোল জুড়ে ছেলে এল না মেয়ে?

  • 24 Mar 2025 10:07 PM (IST)

    DC vs LSG, IPL 2025: বিপর্যয়!

    ব্যাটিং বিপর্যয়ে দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়েছিলেন শার্দূল ঠাকুর। ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে নামা মনিমরন সিদ্ধার্থ এবং আর এক স্পিনার দিগ্বেশ ফেরান দিল্লি ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে। ৬৫ রানে পঞ্চম উইকেট দিল্লির। রবি বিষ্ণোই ফেরালেন সেট ব্যাটার ফাফ ডুপ্লেসিকে।

  • 24 Mar 2025 09:41 PM (IST)

    DC vs LSG, IPL 2025: ওয়াইল্ড এন্ট্রি!

    আইপিএলের মেগা অকশনে দল পাননি। সেই ‘বাতিল’ শার্দূল ঠাকুরকেই চোটে থাকা মহসিন খানের পরিবর্ত হিসেবে নেয় লখনউ সুপার জায়ান্টস। ইনিংসের প্রথম ওভারেই দুর্দান্ত এন্ট্রি। জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ও অভিষেক পোড়েলের উইকেট। জোড়া উইকেটে ওভার শুরু শার্দূলের।

  • 24 Mar 2025 09:25 PM (IST)

    DC vs LSG, IPL 2025: স্লগ ওভারে দুর্দান্ত স্টার্ক

    সব মিলিয়ে ৩ উইকেট মিচেল স্টার্কের। গত মরসুমে কেকেআরের হয়ে খেলেছিলেন। এ বার তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই নজর কাড়লেন।

  • 24 Mar 2025 08:49 PM (IST)

    DC vs LSG, IPL 2025: স্টার্কের মিশন পুরান

    গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। গ্রুপ পর্বে হতাশ করলেও শেষ দিকে দুর্দান্ত বোলিং করেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। সেট ব্য়াটার নিকোলাস পুরানকে ফিরিয়ে কামব্যাক স্টার্কের। দুটো স্টাম্প দু-দিকে ছিটকে দিলেন। ৩০ বলে ৭৫ রানের ঝড় থামল।

  • 24 Mar 2025 08:45 PM (IST)

    DC vs LSG, IPL 2025: দামি ‘ডাক’

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন শুরুটা চূড়ান্ত হতাশার ঋষভ পন্থের। ২৭ কোটিতে তাঁকে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ক্যাপ্টেন্সিও করছেন। ব্যাটিং শুরুটা এমন হবে এ যেন অপ্রত্যাশিত। পাঁচটি ডট বলের পর চাপ বাড়ছিল। প্রাক্তন সতীর্থ কুলদীপ যাদবের বোলিংয়ে লং অনে খেলতে চেয়েছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। লং অফে যায় বল। ডুপ্লেসি তা মিস করেননি। বিস্তারিত পড়ুন: সবচেয়ে দামি ডাক! ব্যাটার ঋষভ মহাশূন্যে, দিল্লিকে ২১০ টার্গেট দিল লখনউ

  • 24 Mar 2025 08:35 PM (IST)

    DC vs LSG, IPL 2025: পন্থের অস্ত্র তাঁর বিরুদ্ধেই!

    দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ছিলেন ঋষভ পন্থ। তিনি এ বার লখনউতে। ক্যাপ্টেন্সিও করছেন। ঋষভ ক্রিজে আসতেই ত্রিস্তান স্টাবস আক্রমণে। ক্রিজে দুই বাঁ হাতি ব্যাটার ক্রিজে থাকায় অফস্পিনারকে দিয়ে সাফল্যের চেষ্টা। এর আগে পার্টটাইম স্পিনে সাফল্য পেয়েছেন। সেটি ঋষভের ক্যাপ্টেন্সিতেই। অক্ষর সেই দাওয়াই আনলেও কাজে লাগল না। নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাটিং করছেন।

  • 24 Mar 2025 08:32 PM (IST)

    DC vs LSG, IPL 2025: মার্শ বনাম মুকেশ

    মিচেল মার্শ বিধ্বংসী ব্যাটিং করছিলেন। ক্রমশ চাপ বাড়ছিল দিল্লি ক্য়াপিটালসের। মুকেশ কুমারের দ্বিতীয় ওভার। প্রথম ডেলিভারিতেই ছয়। চতুর্থ ডেলিভারিতে লড়াই জিতলেন বাংলার পেসার। দিল্লি ক্যাপিটালসের ভরসা রাখলেন। মিচেল মার্শকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন দিল্লি শিবিরে। ৩৬ বলে ৭২ রানে সাজঘরে মিচেল মার্শ।

  • 24 Mar 2025 08:06 PM (IST)

    DC vs LSG, IPL 2025: চিপকের ‘প্রত্যাশা’

    গতকাল চিপকে চেন্নাই সুুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের দুই চায়নাম্যান নুর আহমেদ ও বিগ্নেশ পুথুর নেন যথাক্রমে ৪ ও ৩টি উইকেট। লখনউ সুপার জায়ান্টসের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দিশেহারা দিল্লি। আক্রমণে আনা হয়েছে চায়নাম্যান কুলদীপ যাদবকে। সুফল এখনও মেলেনি।

  • 24 Mar 2025 08:02 PM (IST)

    DC vs LSG, IPL 2025: মার্শ-পুরান

    টস হার। বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করছে লখনউ সুপার জায়ান্টস। পাওয়ার প্লে-তে এইডেনের উইকেটও হারায়। তাতেও দ্রুত রান তোলা আটকায়নি। ২১ বলেই হাফসেঞ্চুরি মিচেল মার্শ। অন্যদিকে, তিনে নামা নিকোলাস পুরান। ১৭ রানে তাঁর ক্যাচ ফেলেন সমীর রিজভি। যা খুবই সমস্যার হয়ে দাঁড়াতে পারে দিল্লির জন্য।

  • 24 Mar 2025 07:51 PM (IST)

    DC vs LSG, IPL 2025: প্রথম ব্রেক থ্রু

    • লখনউ হারাল এইডেন মার্কব়্যামের উইকেট
    • বিপরাজ নিগম তুলে নিলেন প্রথম উইকেট
    • ১৩ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন এইডেন মার্কব়্যাম
  • 24 Mar 2025 07:35 PM (IST)

    DC vs LSG, IPL 2025: দ্বিতীয় ওভারে এলেন DC ক্যাপ্টেন নিজেই

    লখনউয়ের ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিনের প্রয়োগ। বল হাতে নিজেই এলেন অক্ষর প্যাটেল।

  • 24 Mar 2025 07:29 PM (IST)

    DC vs LSG, IPL 2025: লখনউয়ের ইনিংস শুরু

    • বিশাখাপত্তনমে শুরু আজকের আইপিএল ম্যাচ
    • লখনউ সুপার জায়ান্টসের ইনিংস শুরু
    • লখনউয়ের হয়ে ওপেনিংয়ে মিচেল মার্শ ও এইডেন মার্কব়্যাম
    • দিল্লির হয়ে বোলিংয়ে সূচনায় মিচেল স্টার্ক
  • 24 Mar 2025 07:02 PM (IST)

    DC vs LSG, IPL 2025: টস আপডেট

    বিশাখাপত্তনমে টস জিতলেন অক্ষর প্যাটেল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়রক।

    পড়ুন বিস্তারিত – রাহুলকে ছাড়াই নামছে দিল্লি, জেনে নিন দু-দলের কম্বিনেশন

  • 24 Mar 2025 06:55 PM (IST)

    DC vs LSG, IPL 2025: DC-র ব্যাটন সামলানো অক্ষরের বড় চ্যালেঞ্জ

    অক্ষর কঠোর পরিশ্রম করেই এই জায়গায় পৌঁছেছেন। এই পথ মোটেও মসৃণ ছিল না। ক্রিকেট মহলে এক সময় প্রবল ভাবে অক্ষরকে বলা হত ‘রবীন্দ্র জাডেজার ছায়া’। নিজের দক্ষতায় সেখান থেকে বেরিয়ে এসেছেন।

    পড়ুন বিস্তারিত – Axar Patel: ‘ব্যাকআপ’ ট্যাগ অতীত, আইপিএলে DC-র ব্যাটন সামলানো অক্ষর প্যাটেলের চ্যালেঞ্জ

  • 24 Mar 2025 06:53 PM (IST)

    DC vs LSG, IPL 2025: প্রথম ম্যাচে নেই রাহুল

    আশঙ্কাই সত্যি। শনিবার দলে যোগ দিয়েছিলেন রাহুল। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। তাঁর পাশে থাকার জন্যই শোনা যাচ্ছিল তিনি দিল্লির হয়ে শুরুর দিকে ম্যাচে থাকবেন না। সেই মতো গতকাল দল ছেড়েছেন। এ বার জানা গিয়েছে, দিল্লির হয়ে প্রথম ম্যাচে নেই রাহুল।

  • 24 Mar 2025 06:47 PM (IST)

    DC vs LSG, IPL 2025: পন্থের সামনে বড় চ্যালেঞ্জ

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ একই শট হয়তো খেলবেন। বরং বারবার খেলবেন। এ বার তাঁর উপর কেউ ক্ষুব্ধ হবেন না, বলাই যায়। টি-টোয়েন্টি ফর্ম্যাট এমন বৈচিত্রময় শটেরই তো প্রদর্শনী! দ্রুত রান তোলাটাই প্রধান লক্ষ্য।

    পড়ুন বিস্তারিত – Rishabh Pant: দামি ক্যাপ্টেনের নামী হওয়ার চ্যালেঞ্জ, ঋষভ পন্থ কি পারবেন?

  • 24 Mar 2025 06:25 PM (IST)

    DC vs LSG, IPL 2025: পুরনো মুখ, নতুন দল; ম্যাচের আগে পড়ুন প্রিভিউ

    লখনউ খাতায় কলমে শক্তিশালী দল গড়লেও মরসুম শুরুর আগেই একাধিক পেসারের চোটে অস্বস্তিতে। অলরাউন্ডার মিচেল মার্শ শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন। বাঁ হাতি পেসার মহসিন খান চোটে ছিটকেই গিয়েছেন। তাঁর পরিবর্তে শার্দূলকে নেওয়া হয়েছে।

    পড়ুন বিস্তারিত – DC vs LSG Playing XI IPL 2025: পুরনো মুখ, নতুন দল! দিল্লি-লখনউ ম্যাচে কী হতে পারে একাদশ?

  • 24 Mar 2025 06:05 PM (IST)

    DC vs LSG, IPL 2025: বন্ধুরা যখন প্রতিপক্ষ…

    এই আইপিএলে সফর শুরুর আগে খোশমেজাজে দুই ক্যাপ্টেন। গত মরসুমেই অক্ষর প্যাটেল ও ঋষভ পন্থ ছিলেন এক টিমে। এ বার তাঁরা আর বন্ধু নন, প্রতিপক্ষ।

  • 24 Mar 2025 05:54 PM (IST)

    DC vs LSG, IPL 2025: বিশাখাপত্তনমে আজ আইপিএলের ম্যাচ

    বিশাখাপত্তনমে আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস ও ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস।

Published On - Mar 24,2025 5:30 PM

Follow Us: