Jalpaiguri: প্রায় ২ কোটি প্রতিযোগীকে হারিয়ে দেশের সেরা! ক্লাস ইলেভেনের অঞ্চিতা পাচ্ছে কেন্দ্রের বড় শিরোপা
Jalpaiguri: পিছনে ফেলেছে প্রায় ২ কোটি প্রতিযোগীকে, ২৬ জানুয়ারি দিল্লিতে জলপাইগুড়ির অঞ্চিতার হাতে উঠছে কেন্দ্রের বড় পুরস্কার। ২৬ জানুয়ারি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় শিক্ষা দফতরের তরফ থেকে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে।
জলপাইগুড়ি: পিছনে ফেলেছেন প্রায় ২ কোটি প্রতিযোগীকে। দেশের মধ্যে হয়েছেন সেরার সেরা। বাংলার সেই মেয়ের হাতেই এবার বড় পুরস্কার তুলে দিতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় শিক্ষা দফতর। খুশির হাওয়া জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী অঞ্চিতা ভৌমিক। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক। ঝুলিতে এসেছে গুচ্ছ গুচ্ছ পুরস্কার। এবার জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পিছনে ফেলে দিয়েছেন প্রায় পৌনে দু’ কোটি প্রতিযোগীকে।
‘স্বপ্নে ঝাঁসির রানি এসে তোমার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলল। ওই প্রতিভা দিয়ে দেশ সেবায় ব্রতী হতে বলে গেল’ এমনই এক দুর্দান্ত কাল্পনিক থিমের ওপর ছবি আঁকতে মাত্র দু ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সেখানেই নিজের ভাবনা ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দেয় অঞ্চিতা। সেরার সেরা নির্বাচিত হন। সূত্রের খবর, সর্বভারতীয় এই অঙ্কন প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ১.৭৬ কোটি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে চারটি বিভাগে দেশের মোট কুড়ি জন চিত্রশিল্পীকে পুরস্কৃত করা হচ্ছে। অঞ্চিতা তাদের মধ্যে একজন। আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ‘বীর গাথা জাতীয় পুরস্কার’ দেওয়া হবে তাকে।
মেয়ের সাফল্যে খুবই খুশি শহরের নিবেদিতা সরণীর বাসিন্দা অঞ্চিতার বাবা শিবশেখর ভৌমিক ও মা কস্তুরীবাই ভৌমিক ঘোষ। খুশির হাওয়া গোটা এলাকাতেই। মা-বাবা বলছেন মামা কৌশিক ঘোষের কাছে মেয়ের ছবি আঁকার হাতেখড়ি। ঝাঁসির রানি অঞ্চিতার ড্রিম আইকন। ইতিমধ্যেই অঞ্চিতার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে আমেরিকার টেক্সাস, নেপাল, ইতালি-সহ বিভিন্ন দেশে।
২০২১ সালে বাংলাদেশ থেকে ‘এস এম সুলতান অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করা হয়েছে তাকে। ২০২৩ সালে ইতালির ফেব্রিয়ান শহরে প্রদর্শিত হয়েছে অঞ্চিতার আঁকা ছবি। একই বছরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির আন্তর্জাতিক শিল্পকলায় প্রদর্শিত হয়েছে তার আঁকা ছবি। ২০২৪ সালে আমেরিকার টেক্সাস শহরে তার আঁকা ছবি প্রদর্শিত হয়। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চিত্রকলা ওয়ার্কশপ ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে ক্লাস ইলেভেনের এই গুণী মেয়ে। দিল্লি, কলকাতা, দার্জিলিং সহ ভারতের বিভিন্ন স্থানে গিয়ে ছবি এঁকেছে অঞ্চিতা। এবার হাতে আসছে একেবারে কেন্দ্র সরকারের পুরস্কার।