Bangladeshi: ‘হিন্দুদের উপর অত্যাচার করছে, কী করব বলুন তো? কোথায় যাব?’
Bangladeshi Arrested: শুক্রবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর আসে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িগামী একটি বাসে এক মহিলা ও এক নাবালককে নিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক শিলিগুড়ির দিকে যাচ্ছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। গ্রেফতার হয় সাতজন।
জলপাইগুড়ি: নতুন করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতেই এ দেশে যেন অনুপ্রবেশ ক্রমাগত বাড়ছে। তৎপর বিএসএফ ও রাজ্য পুলিশ। কিন্তু ফাঁকতাল পেতেই এ দেশে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা। এই রকমই ভুয়ো আধার কার্ড নিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার সাত বাংলাদেশি। হেফাজতে নিল পুলিশ। অভিযুক্তদের দাবি,তাঁরা অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন।
শুক্রবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর আসে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িগামী একটি বাসে এক মহিলা ও এক নাবালককে নিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক শিলিগুড়ির দিকে যাচ্ছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। গ্রেফতার হয় সাতজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে গনেশ রায় নামে একজন বাংলাদেশি আগে থেকেই ফুলবাড়ি এলাকায় থাকেন। তার মাধ্যমে যোগাযোগ করে এরা ভারতে এসেছে। এদের মধ্যে দু’জনের কাছে নকল আধার কার্ড রয়েছে। বাকিদেরও কোনও বৈধ কাগজপত্র নেই। ধৃতেরা হলেন ভৈরব সেন, নিখিল চন্দ্র সেন, চন্দনা রানি,বিপুল রায় এবং দেববাবু রায়। গণেশ রায় (দালাল) এছাড়া এক নাবালক রয়েছে। এরা সবাই বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা।
বাংলাদেশী নাগরিক গনেশ রায় বলেন, তারা সকলেই হিন্দু। বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদীদের অত্যাচার সইতে না পেরে তারা ভারতে চলে এসেছে। গণেশ বলেন, “হিন্দুদের উপর অত্যাচার করত। কী করব বলুন তো? কোথায় যাব?”
পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে সাত জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য এদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনায় সহকারী সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানিয়েছেন, “বেআইনি অনুপ্রবেশের অভিযোগে এদের গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত হয়েছে। কীভাবে কার মাধ্যমে এই কার্ড বানাল এবং কোন এলাকা দিয়ে কীভাবে ও কার সাহায্যে ভারতে অনুপ্রবেশ করলো তা জানতে পুলিশ আদালতের কাছে পাঁচ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। আদালত ৪ দিনের হেফাজত মঞ্জুর করেছে।”