Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP-TMC: দু’ঘণ্টাও টিকল না মধুচন্দ্রিমা, ঘরের ‘মেয়ে’ ফিরে এল ঘরেই! মাথায় হাত তৃণমূলের

BJP-TMC: শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল দীক্ষা কর্মসূচি। এই কর্মসূচিতেই রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মী-সমর্থকেরা অংশগ্রহণ করেন। সেখান থেকেই আসল ঘটনার সূত্রপাত বলে জানা যাচ্ছে।

BJP-TMC: দু’ঘণ্টাও টিকল না মধুচন্দ্রিমা, ঘরের ‘মেয়ে’ ফিরে এল ঘরেই! মাথায় হাত তৃণমূলের
কী বলছেন বিজেপি নেত্রী? Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2025 | 12:18 PM

জলপাইগুড়ি: জলপাইগুড়িতে অদ্ভুত কাণ্ড! মধুচন্দ্রিমা টিকল না দু’ঘণ্টাও। বিজেপি পঞ্চায়েত সদস্যকে যোগদান করিয়ে মুখ পুড়ল তৃণমূলের। বিজেপি থেকে তৃণমূল হয়ে ফের বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য। মাত্র দু’ঘণ্টায় শেষ হল সম্পূর্ণ উপাখ্যান। তা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। 

শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল দীক্ষা কর্মসূচি। এই কর্মসূচিতেই রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মী-সমর্থকেরা অংশগ্রহণ করেন। এখানেই রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ১৮/৯৭ ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মণ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু ওই যোগদান পর্বের মাত্র দু’ঘণ্টা পরেই হয় ছন্দপতন। ফোঁস করে বিজেপি। 

পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মণ ও বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশিস দে উভয়েই একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন কাজের প্রলোভন দেখিয়ে মিটিংয়ে নিয়ে গিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসের ঝাণ্ডা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। উনি বিজেপিতে ছিলেন সেখানেই আছেন।

কাজের প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ উড়িয়ে দেন ঘাসফুল শিবিরের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তিনি আবার লিখিত আবেদনপত্র দেখিয়ে বলেন ওই পঞ্চায়েত সদস্য নিজেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার আবেদন করেছিলেন। সেই ভিত্তিতেই যোগদান করানো হয়। তাঁর অভিযোগ, বিজেপির দুষ্কৃতকারীরা তাকে চমক ধমক দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানাচ্ছেন। তৃৃণমূল নেতারা এ কথা বললেও কল্পনা দেবী কিন্তু দলের নেতারা যে কথা বলছেন তিনিও সেই সুরেই কথাই বলছেন। তাঁর কথায়, “আমি তো তৃণমূলে যাইনি। বিজেপিতেই আছি। আমাকে একটা মিটিংয়ের নাম করে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যে এটা হবে ভাবতে পারিনি।”