Astrology Tips: হাতে টাকা থাকছে না, আর্থিক কষ্টে রয়েছেন? ATM-এর পিনে এই সংখ্যা নেই তো?
Astrology Tips: সঠিক ক্রমিক সংখ্যা অনুসারে পিন সেট করলে, স্বয়ং দেবী লক্ষ্মীর বাস হবে আপনার সংসারে। কী ভাবে সেট করবেন আপনার এটিএমের পিন? কোন সংখ্যা রাখা শুভ? কোন সংখ্যা রাখলে হতে পারে হিতে বিপরীত?

এখন সকলেই এটিএম কার্ড ব্যবহার করেন। এটিএম কার্ড থাকার সুবিধাও অনেক। টাকা তোলার জন্য সব সময় ব্যাঙ্কে ছুটতে হয়না। প্রত্যেক এটিএম কার্ডের একটা করে পিন নম্বর থাকে। যা নিজের মনের মতো করে সেট করা যায়। আর এখানেই কিন্তু রয়েছে ফাঁক। জ্যোতিষবিদরা বলছেন এটিএমের পিন নম্বরের উপরে কিন্তু নির্ভর করে আপনার ভাগ্যের অনেক কিছুই। এখানে কোনও ভুল হলেই, হুড় হুড় করে হাত থেকে বেরিয়ে যায় টাকা। আবার সঠিক ক্রমিক সংখ্যা অনুসারে পিন সেট করলে, স্বয়ং দেবী লক্ষ্মীর বাস হবে আপনার সংসারে। কী ভাবে সেট করবেন আপনার এটিএমের পিন? কোন সংখ্যা রাখা শুভ? কোন সংখ্যা রাখলে হতে পারে হিতে বিপরীত? জেনে নিন এই প্রতিবেদনে।
পিন নম্বরে কোন সংখ্যা রাখা শুভ?
জ্যোতিষ মতে কয়েকটি সংখ্যা রয়েছে যা প্রত্যেকের জন্যই শুভ বলে মনে করা হয়। সেই সংখ্যাগুলি হল ১, ৩, ৫ এবং ৬। এই চারটি সংখ্যার মধ্যে যে কোনও একটা আপনার এটিএম কার্ডের পিনে রাখতে পারলেই খুব ভাল ফল পাওয়া যায়। আর্থিক উন্নতি তরান্বিত হয়। অনেকেই টাকা রোজগার করলেও তা সঞ্চয় করতে পারেন না। সেই সমস্যার সমাধান হতে পারে।
পিন নম্বরে কোন সংখ্যা ভুলেও রাখতে নেই?
এটিএম কার্ডের পিন নম্বরে ০ এবং ৭ সংখ্যা দু’টি না রাখার চেষ্টা করবেন। পিন নম্বরেই যদি ০ থাকে তা-হলে টাকা আর থাকবে কী করে। তাই পিন নম্বরে শূন্য সংখ্যাটি না-রাখার চেষ্টা করুন। এ ছাড়া ৭ সংখ্যাটিও না রাখার চেষ্টা করবেন। এই সংখ্যাটিও পিন নম্বরের জন্য খুব একটা শুভ নয়।
অনেকেই সহজে মনে রাখার জন্য একই সংখ্যা পরপর পিন নম্বরচ হিসাবে সেট করেন। যেমন ধরুন – ১১১১ বা ৩৩৩৩। এই ধরনের পিন কিন্তু মোটে রাখা চলবে না। এটি খুবই অশুভ লক্ষণ।





