Snake: বিশ্বে এমন জায়গাও রয়েছে! সাপ-মুক্ত অঞ্চলগুলি সম্পর্কে জানেন?
Snake Unknown Fact: সারা বিশ্বেই নানা রকমের, রঙের সাপ দেখতে পাওয়া যায়। তবে সব সাপ বিষধর নয়। বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকমের সাপ। মরুভূমি এবং রেইনফরেস্টে ভিন্ন সাপ। বিশ্বের এমন কিছু অঞ্চলও রয়েছে যেখানে সাপের দেখা মেলে না। এরকমই কিছু অঞ্চল সম্পর্কে জেনে নেওয়া যাক...।
বিশ্বের সবচেয়ে বৈচিত্রময় সরীসৃপ বলা যেতে পারে সাপকে। সারা বিশ্বেই নানা রকমের, রঙের সাপ দেখতে পাওয়া যায়। তবে সব সাপ বিষধর নয়। বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকমের সাপ। মরুভূমি এবং রেইনফরেস্টে ভিন্ন সাপ। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের এমন কিছু অঞ্চলও রয়েছে যেখানে সাপের দেখা মেলে না। তার কারণ সেখানকার পরিবেশ, ভৌগলিক পরিস্থিতি, কঠিন আবহাওয়ার কারণে সাপের বেঁচে থাকা মুশকিল। এরকমই কিছু অঞ্চল সম্পর্কে জেনে নেওয়া যাক…।
সাপ-মুক্ত অঞ্চল! এমন কিছু জায়গা নিয়েই আলোচনা…
- আন্টার্কটিকা- রিপোর্ট অনুযায়ী, অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে একেবারেই সাপের দেখা মেলে না! তার কারণ এখানে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া। সাপের মতো সরীসৃপ সেখানে কোনও ভাবেই বাঁচতে পারে না। এই অঞ্চলে অবশ্য অন্যান্য প্রাণী রয়েছে।
- নিউজিল্যান্ড- এরকম কিছু দেশও রয়েছে, যেখানে সাপের দেখা মেলে না। কারণ, এই দেশটি বলা যেতে পারে একাকী। ভৌগলিক দিক থেকে নিউজিল্যান্ডের সব দিকে মহাসাগরে পূর্ণ। এর ফলে আইল্যান্ড নেশনে সাপের বংশবৃদ্ধি কঠিন হয়। তবে কালে-ভদ্রে হাতে গোনা সামুদ্রিক সাপের দেখা মেলে। নিউজিল্যান্ডে কড়া নিয়মও রয়েছে। এখানে বাইরে থেকে সাপ আনাও নিষিদ্ধ। সেটা চিড়িয়াখানায় রাখার জন্যই হোক বা পোষ্য হিসেবে।
- আয়ারল্যান্ডও এমন একটি দেশ, যেখানে সাপের দেখা মেলে না। জীবাশ্ম থেকে জানা যায়, এই দেশেরও প্রচণ্ড ঠান্ডার কারণে সাপ পাওয়া যায় না। ভৌগলিক বাধাও রয়েছে। সাপের একটু গরম আবহাওয়া প্রয়োজন। যা এখানে একেবারেই নেই। রক্ত গরম রাখতে যা খুবই জরুরি। যদিও চিড়িয়াখানায় এবং পোশ্য হিসেবে হাতে গোনা কিছু কিছু সাপ রয়েছে। তবে প্রাকৃতিক ভাবে এখানে সাপ থাকে না। মিথ রয়েছে, এই দেশে কোনওসময়েই সাপ ছিল না।
- গ্রিনল্যান্ডেও একই পরিস্থিতি। নামে গ্রিনল্যান্ড হলেও মহাসাগরে ঘিরে থাকা এই দেশেও প্রাকৃতিক ভাবে সাপের দেখা মেলে না। আবহাওয়াও অন্যতম কারণ। এই দেশে শীতকাল দীর্ঘমেয়াদী। সূর্যের আলোও খুব কম পড়ে। সাপেদের ক্ষেত্রে যা প্রতিকূল। তবে পোষ্য হিসেবে এখানে অনেকেই সাপ রাখেন। সবটাই অনুমতি নিয়ে।
- আইসল্যান্ড- নাম থেকেই যেন এর কারণ পরিষ্কার। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া। বছরের বেশির ভাগ সময়ই বরফে ঢাকা। কিছু সরীসৃপ তাতেও পাওয়া যায়। অনেকেই অবশ্য বলে থাকেন, এখানে বালির সাপ দেখা যায়। যদিও সেগুলো সাপ নয়, বালি সাপের আকারের মতো হয়। ঠান্ডা আবহাওয়ায় সাপ বাঁচতে পারে না, এখনও অবধি রেকর্ডে অন্তত নেই।
- আলাস্কা- বিশ্বের উত্তরের দিকের অঞ্চল। এখানকার সাপ নেই। দীর্ঘমেয়াদী শীতকাল। আলোও কম। ঠান্ডা রক্তের প্রাণী যেমন সাপের পক্ষে এখানে বেঁচে থাকা কঠিন। তবে বাইরের অঞ্চলের সাপ থেকে দেখা যেত। তবে দীর্ঘ সময় এর দেখা মেলেনি। একমাত্র সমুদ্রে কিছু সরীসৃপ দেখা যায়। কিন্তু সাপ বেঁচে থাকতে পারে আলাস্কায় এমন জায়গা নেই।
- বিশ্বের আরও সাপ-মুক্ত অঞ্চল হাইওয়াই দ্বীপপুঞ্জ। মহাসাগরের কারণেই এমনটা। ভৌগলিক কারণে এই দ্বীপপুঞ্জে সাপের প্রবেশ কঠিন। তেমনই কুক আইল্যান্ড, কেপ ভার্দে, প্যাসিফিক আইল্যান্ডেও সাপের দেখা মেলে না।