Bangladeshi Arrested: উত্তাল ওপার বাংলা, কলকাতায় পুলিশের জালে বাংলাদেশের BNP ‘নেতা’, ফাঁস হয়ে গেল বড় রহস্য

Bangladeshi Arrested: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পর্কস্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করে সেলিম মাতব্বর নামের ওই বাংলাদেশী নাগরিককে। রবি শর্মা নাম ব্যবহার করে থাকছিল কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই বাংলাদেশি নাগরিক মাদারিপুরের বাসিন্দা।

Bangladeshi Arrested: উত্তাল ওপার বাংলা, কলকাতায় পুলিশের জালে বাংলাদেশের BNP 'নেতা', ফাঁস হয়ে গেল বড় রহস্য
বড় সাফল্য কলকাতা পুলিশের Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 1:41 PM

কলকাতা: পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, বছর দুই আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি। তারপর এখানেই ঘাঁটি গেড়ে বসে। ভুয়ো নাম ব্যবহার করে, জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসাবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসাবে কাজ শুরু করে। 

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পর্কস্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করে সেলিম মাতব্বর নামের ওই বাংলাদেশী নাগরিককে। রবি শর্মা নাম ব্যবহার করে থাকছিল কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই বাংলাদেশি নাগরিক মাদারিপুরের বাসিন্দা। ১৪ ফরেনার্স অ্য়াক্ট এবং জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরেই তোলপাড় চলছে বাংলাদেশে। উঠেছে সংখ্যালঘুদের উপর বেলাগাম নির্যাতনের অভিযোগ। এরইমধ্যে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। এদিকে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে একাধিক হিন্দু সংগঠন। এপার বাংলায় সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা। মিছিলও হয়েছে। অন্যদিকে বাংলার বুকে অনুপ্রবেশ ইস্যুতে অতীতে একাধিকবার সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। সুর চড়িয়েছেন অমিত শাহ। এবার কলকাতায় বাংলাদেশি গ্রেফতারির ঘটনায় নতুন করে বাড়ছে চাপানউতোর। পুলিশ সূত্রে খবর, সেলিম মাতব্বর বাংলাদেশের BNP সদস্য।

পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালের জানুয়ারিতে অবৈধভাবে ভারতে আসে সেলিম। এখানে এসে বনগাঁ এলাকায় বেশ কিছুদিন ছিল। সেখান থেকেই রবি শর্মা নামে ভারতীয় নাম নিয়ে ভুয়ো আধার কার্ড বানায় সেলিম। পরে সেই আধার কার্ডের নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে। এদিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পার্ক স্ট্রিট থানার তদন্তকারীরা।