Nabanna: বঞ্চনার অভিযোগের মধ্যে রাজ্যে এল ১৪০০ কোটি, এবার ফিরবে গ্রাম-বাংলার রাস্তার হাল?
Nabanna: শুক্রবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের বঞ্চনার অভিযোগের পাল্টা দিতে গিয়ে একেবারে খতিয়ান দিয়ে বোঝান কোন কোন প্রকল্পে কত টাকা দিয়েছে কেন্দ্র।
কলকাতা: আবাস যোজনার টাকা মেলেনি। ১০০ দিনের কাজের টাকাও মেটেনি। কিন্তু, তারই মাঝে বাংলার জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে টাকা পাঠল কেন্দ্র। বাংলার ভাঁড়ারে এল ১৪০০ কোটি টাকা। প্রসঙ্গত, নানা প্রকল্পে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা থেকে অভিষেক। টাকা না দেওয়ায় সুর চড়িয়েছেন ঘাসফুল শিবিরের আরও অনেত বড়সড় নেতারাই। যদিও পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতারা।
বর্তমানে পথশ্রী প্রকল্পের টাকাও রাজ্য নিজের পকেট থেকেই খরচ করে। শেষবার গ্রামীণ সড়ক যোজনার টাকা এসেছিল ২০২২ সালে। তারপর থেকে এই প্রকল্পে কোনও টাকা ছাড়েনি কেন্দ্র। মঙ্গলবার রাজ্যের কাছে যে চিঠি এসেছে তাতে এবার টাকা দেওয়ার কথা বলা হয়েছে। যদি সড়ক যোজনার কাজের ক্ষেত্রে ৬০ শতাংশ টাকা কেন্দ্র দিলেও বাকি ৪০ শতাংশ রাজ্যকে দিতে হয়।
এদিকে শুক্রবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের বঞ্চনার অভিযোগের পাল্টা দিতে গিয়ে একেবারে খতিয়ান দিয়ে বোঝান কোন কোন প্রকল্পে কত টাকা দিয়েছে কেন্দ্র। সুর চড়ান তৃণমূল সরকারের বিরুদ্ধে। বলেন, “তৃণমূলের মালিকরা বারেবারে বলে বিজেপির জমিদাররা ৪.৬ লক্ষ কোটি টাকা কর নিয়েছে। ১.৬ লক্ষ কোটি টাকার নায্য পাওনা আটকে রেখেছে। ভারত সরকার ২০১৮-১৯ সাল থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত ৬.৪৮ লক্ষ কোটি টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে।” তাঁর দাবি, রাজ্য আগে কেন্দ্রের শেয়ার নিয়ে অ্যাকাউন্টে রেখে দিত। সেখান থেকে যে সুদ পাওয়া যেত সেই টাকা খেলা-মেলা চলতো। কিন্তু কেন্দ্র এটা আটকে দিতেই নাকি রাজ্যের এত রাগ!