T20I Cricket: ডিআরএস ছাড়াই আন্তর্জাতিক সিরিজ! অভিষেক DC-র বিধ্বংসী ওপেনারের

Scotland vs Australia T20I DRS: প্রথম টি-টোয়েন্টিতে এটা যেমন আলোচনার বিষয়, তেমনই আরও একটা রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে বিধ্বংসী ব্যাটিং দেখা গিয়েছিল এক তরুণ ক্রিকেটারের। হঠাৎই সুযোগ, দুর্দান্ত পারফরম্যান্স। এ বার আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হল দিল্লি ক্যাপিটালসের সেই ওপেনারের।

T20I Cricket: ডিআরএস ছাড়াই আন্তর্জাতিক সিরিজ! অভিষেক DC-র বিধ্বংসী ওপেনারের
Image Credit source: Mark Scates/SNS Group via Getty Images
Follow Us:
| Updated on: Sep 04, 2024 | 8:24 PM

ডিআরএস ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট! এটা যেন বিশ্বাস করাই কঠিন। যদিও এমনটাই হচ্ছে। স্কটল্যান্ড সফরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। আর এই সিরিজেই নেই ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। শেষ কথা বলবেন অনফিল্ড আম্পায়ারই। প্রথম টি-টোয়েন্টিতে এটা যেমন আলোচনার বিষয়, তেমনই আরও একটা রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে বিধ্বংসী ব্যাটিং দেখা গিয়েছিল এক তরুণ ক্রিকেটারের। অথচ আইপিএলের অঙ্কেই ছিলেন না। হঠাৎই সুযোগ, দুর্দান্ত পারফরম্যান্স। এ বার আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হল দিল্লি ক্যাপিটালসের সেই ওপেনারের।

আন্তর্জাতিক ক্রিকেট, ডিআরএস না থাকা নিয়ে অনেক আলোচনাই চলছে। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে বা বলা ভালো এটাই কারণ, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের আর্থিক সমস্যা। বিশ্বের এমন অনেক ক্রিকেট খেলিয়ে দেশই রয়েছে যাদের বোর্ডের আর্থিক সমস্যা রয়েছে। তথাকথিত বড় দল সিরিজও খেলতে যায় না। জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস…তালিকাটা বাড়তেই থাকবে। ভারত সম্প্রতি জিম্বাবোয়ে সফরে গিয়েছিল, এর আগে আয়ারল্যান্ডেও। বড় দলগুলি এই সমস্ত দেশে সিরিজ খেলতে গেলে আর্থিক সমস্যা অনেকটাই মিটবে। সেক্ষেত্রে হয়তো পরিকাঠামো উন্নত করার অর্থও আসবে এই সমস্ত বোর্ডের। তবে এই সিরিজে ডিআরএস থাকছে না, ঘোষণা করে দেওয়া হয়েছে।

স্কটল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হল জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রেজিস্ট্রেশন করালেও দল পাননি। তবে লুনগি এনগিডির চোটে হঠাৎই পরিবর্ত হিসেবে জ্যাক ফ্রেজারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথম কয়েক ম্যাচ শুধু নেটেই প্র্যাক্টিস করে যেতে হয়েছে। ডেভিড ওয়ার্নারের চোটে একাদশে সুযোগ পান। এরপর বেশ কিছু বিধ্বংসী ইনিংস দেখা গিয়েছে তাঁর ব্যাটে। ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় জ্যাককেই যোগ্য মনে করা হচ্ছিল। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। অবশেষে জাতীয় দলে সুযোগ এবং অভিষেক।