Rinku Singh: রিঙ্কু সিং সুযোগ পেলেন দলীপ ট্রফিতে, খেলবেন অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে

Duleep Trophy 2024: ভারত-বাংলাদেশ দু-ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। চেন্নাইতে প্রথম টেস্ট। আপাতত প্রথম টেস্টেরই স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট স্কোয়াডে থাকা প্লেয়ারদের দলীপের প্রথম রাউন্ডের পরই রিলিজ করে দেওয়া হল। ১২ সেপ্টেম্বর শুরু দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড। একই দিনে চেন্নাইতে ভারতীয় দলের শিবির শুরু হবে।

Rinku Singh: রিঙ্কু সিং সুযোগ পেলেন দলীপ ট্রফিতে, খেলবেন অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে
Image Credit source: Pankaj Nangia/Getty Images
Follow Us:
| Updated on: Sep 10, 2024 | 2:20 PM

এমনটাই প্রত্যাশা ছিল। টিভি নাইন বাংলা বহু আগেই লিখেছিল, দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং। কোন টিমে সুযোগ পেতে পারেন, সেটাও উল্লেখ করা হয়েছিল। অবশেষে তাই হল। রিঙ্কু সিং সুযোগ পেলেন দলীপ ট্রফিতে। ভারত বি-দলে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলবেন রিঙ্কু। ভারত-বাংলাদেশ দু-ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। চেন্নাইতে প্রথম টেস্ট। আপাতত প্রথম টেস্টেরই স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট স্কোয়াডে থাকা প্লেয়ারদের দলীপের প্রথম রাউন্ডের পরই রিলিজ করে দেওয়া হল। ১২ সেপ্টেম্বর শুরু দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড। একই দিনে চেন্নাইতে ভারতীয় দলের শিবির শুরু হবে। ফলে দলীপ ট্রফির চারটি স্কোয়াডেই বেশ কিছু পরিবর্তন হল।

ভারত এ দলের ক্যাপ্টেন ছিলেন শুভমন গিল। তিনি টেস্ট স্কোয়াডে রয়েছেন। শুভমনের পরিবর্তে এ টিমের ক্যাপ্টেন করা হল দলের সিনিয়র প্লেয়ার মায়াঙ্ক আগরওয়ালকে। ভারতের বি দলের ক্য়াপ্টেন রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণই। ভারত ডি দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ভারত সি দলে কোনও পরিবর্তন করা হয়নি। সেখান থেকে টেস্ট স্কোয়াডে কেউ না থাকায় পরিবর্তনের প্রয়োজন পড়েনি। রইল বাকি তিন দলের পরিবর্তিত স্কোয়াড। টেস্ট স্কোয়াডে থাকলেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচের জন্য রেখে দেওয়া হয়েছে সরফরাজ খানকে। যা ইঙ্গিত, লোকেশ রাহুলকেই প্রথম টেস্টে খেলানো হবে। প্রয়োজনে সরফরাজ দ্বিতীয় রাউন্ড ম্যাচ শেষে জাতীয় দলে যোগ দেবেন।

ভারত এ দল-মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), রিয়ান পরাগ, তিলক ভার্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত, প্রথম সিং, অক্ষয় ওয়াদকড়, সেখ রশিদ, শামস মুলানি, আকিব খান

এই খবরটিও পড়ুন

ভারত বি দল-অভিমন্যু ঈশ্বরণ (ক্যাপ্টেন), সরফরাজ খান, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত অবস্তি, নারায়ণ জগদীশন, সূয়াশ প্রভুদেশাই, রিঙ্কু সিং, হিমাংশু মন্ত্রী

ভারত ডি দল- শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অথর্ব তাইডে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কাল, রিকি ভুই, সারাংশ জৈন, অর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, আকাশ সেনগুপ্ত, শ্রীকার ভরত, সৌরভ কুমার, সঞ্জু স্যামসন, নিশান্ত সিন্ধু, বিদ্বথ কাবেরাপ্পা।