Rinku Singh: বাংলাদেশ টেস্টের স্কোয়াড ঘোষিত, দলীপের কোন দলে রিঙ্কু সিং?
Duleep Trophy 2024: এরপর থেকেই দুটো সম্ভাবনা। এক, হতে পারে এই ম্যাচে স্রেফ বিশ্রাম নিয়েছেন রিঙ্কু। দুই, দলীপের স্কোয়াডে সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় সম্ভাবনাই বেশি। কারণ, রিঙ্কু সিংয়ের যা ফিটনেস, তাতে ৯ ম্যাচেই বিশ্রাম নেওয়ার পাত্র তিনি নন।
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে খেলছিলেন রিঙ্কু সিং। মিরাট ম্যাভেরিক্সকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেছেন। তবে ইউপি টি-টোয়েন্টিতে রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি মিরাট অধিনায়ক রিঙ্কু সিং। এরপর থেকেই দুটো সম্ভাবনা। এক, হতে পারে এই ম্যাচে স্রেফ বিশ্রাম নিয়েছেন রিঙ্কু। দুই, দলীপের স্কোয়াডে সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় সম্ভাবনাই বেশি। কারণ, রিঙ্কু সিংয়ের যা ফিটনেস, তাতে ৯ ম্যাচেই বিশ্রাম নেওয়ার পাত্র তিনি নন।
বাংলাদেশের বিরুদ্ধে আপাতত প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছে। স্বাভাবিক ভাবেই দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডেও নানা পরিবর্তন হবে। টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া যশস্বী, শুভমন, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেলের মতো ব্যাটাররা দলীপের দ্বিতীয় রাউন্ডে খেলবেন না। ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। আর সেদিন থেকেই চেন্নাইতে ভারতীয় দলের শিবির শুরুর কথা।
এখনও অবধি যা পরিস্থিতি, ভারত বি দলে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং। সরফরাজ খানের জায়গায় বি টিমের মিডল অর্ডারে জায়গা করে নিতে পারেন রিঙ্কু সিং। যদিও বোর্ডের তরফে দ্বিতীয় রাউন্ডের স্কোয়াড ঘোষণা হয়নি। সূত্রের খবর, বি টিমেই সুযোগ পেতে চলেছেন রিঙ্কু সিং।
প্রথম টেস্টের জন্য ঘোষিত দল- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল