Chris Jordan Hat-Trick: প্যাট কামিন্সের রেকর্ডে ভাগ বসালেন ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডন

ICC MEN’S T20 WC 2024: শুধু এক ম্যাচেই নয়। এ দিন আফগানিস্তানের বিরুদ্ধে ফের হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। এ বার কামিন্সের রেকর্ডে ভাগ বসালেন ইংল্যান্ড পেসার ক্রিস জর্ডন। ইনিংস বিরতিতে জর্ডন বলেন, 'অবিশ্বাস্য অনুভূতি। সবচেয়ে বড় কথা, ওদের অল্প রানেই আটকে রাখতে পেরেছি। আমাদের ফিল্ডিং দুর্দান্ত হয়েছে। লক্ষ্য ছিল, প্রতিপক্ষকে দ্রুত এবং কম রানে অলআউট করা। সেই লক্ষ্য পূরণ হয়েছে।'

Chris Jordan Hat-Trick: প্যাট কামিন্সের রেকর্ডে ভাগ বসালেন ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডন
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Jun 23, 2024 | 10:19 PM

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেক কিছুর সাক্ষী। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচই গড়িয়েছিল সুপার ওভারে। এরপর গ্রুপ পর্বে পাকিস্তান-আমেরিকা ম্যাচও গড়ায় সুপার ওভারে। অবশেষে প্যাট কামিন্সের সৌজন্যে এ বারের বিশ্বকাপের হ্যাটট্রিকও দেখা গিয়েছে। শুধু এক ম্যাচেই নয়। এ দিন আফগানিস্তানের বিরুদ্ধে ফের হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। এ বার কামিন্সের রেকর্ডে ভাগ বসালেন ইংল্যান্ড পেসার ক্রিস জর্ডন। আমেরিকার বিরুদ্ধে ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন জর্ডন।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার হ্যাট্রিকের স্বাদ পেলেন ক্রিস জর্ডন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। হ্যাটট্রিকের স্বাদ প্রথম নয়। তবে বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সিতে হ্যাটট্রিকের আনন্দই আলাদা। ইনিংসের ১৯তম ওভার শুরু করেন কোরি অ্যান্ডারসনের উইকেট নিয়ে। তবে হ্যাটট্রিকের শুরু তৃতীয় ডেলিভারি থেকে। পরপর তিন বলে ফেরান আলি খান, নস্তাস কেনজিগে এবং সৌরভ নেত্রভালকরকে। যার জেরে ১১৫ রানেই অলআউট আমেরিকা।

চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন প্যাট কামিন্স। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। এরপর ভারতীয় সময় আজ সকালেই আফগানিস্তানের বিরুদ্ধে। যদিও অস্ট্রেলিয়া হেরেছে আফগানদের কাছে। এ বারের বিশ্বকাপে দ্বিতীয় বোলার তথা তৃতীয় হ্যাটট্রিক এল জর্ডনের সৌজন্যে।

ইনিংস বিরতিতে জর্ডন বলেন, ‘অবিশ্বাস্য অনুভূতি। সবচেয়ে বড় কথা, ওদের অল্প রানেই আটকে রাখতে পেরেছি। আমাদের ফিল্ডিং দুর্দান্ত হয়েছে। লক্ষ্য ছিল, প্রতিপক্ষকে দ্রুত এবং কম রানে অলআউট করা। সেই লক্ষ্য পূরণ হয়েছে।’