Gautam Gambhir: পারফর্ম করো, না হলে বিপদ… গম্ভীর যুগ শুরু হতেই সতর্কতা জারি
India Tour of Sri Lanka: শ্রীলঙ্কা সফরে টি-২০ ও ওডিআই টিমে কারা, কেন জায়গা পেলেন, আর কারা কেন সুযোগ পেলেন না, এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল গম্ভীর-আগরকরদের সামনে। ১৫ সদস্যের টিম মানে স্বাভাবিক ভাবেই অনেক ভাবনা চিন্তা করে প্লেয়ারদের বাছা হয়েছে। সে কথাই শোনা গিয়েছে অজিত-গৌতমদের মুখে।
কলকাতা: যেখানে দলে সুযোগ পাওয়ার জন্য এত প্রতিযোগিতা, সেখানে কাউকে এক ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না। হয় পারফর্ম করো, না হলে বিকল্প কিন্তু তৈরি। এ কথা আমরা বলছি না। শ্রীলঙ্কায় যাওয়ার আগে সাংবাদিক সম্মেলন করেন ভারতের নতুন হেড কোচ। সেখানে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে ছিলেন নির্বাচক প্রধানও। শ্রীলঙ্কা সফরে টি-২০ ও ওডিআই টিমে কারা, কেন জায়গা পেলেন, আর কারা কেন সুযোগ পেলেন না, এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল গম্ভীর-আগরকরদের সামনে। ১৫ সদস্যের টিম মানে স্বাভাবিক ভাবেই অনেক ভাবনা চিন্তা করে প্লেয়ারদের বাছা হয়েছে। সে কথাই শোনা গিয়েছে অজিত-গৌতমদের মুখে। গম্ভীর যুগ শুরু হতেই কি বিপদ বাড়ল অনেক ক্রিকেটারের? উঠছে সেই প্রশ্নও।
অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়রা শ্রীলঙ্কা সফরে কেন সুযোগ পেলেন না? এতদিন অনেক ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে এই প্রশ্ন আসছিল। তা হলে কি পারফরম্যান্স টিমে জায়গা পাওয়ার মানদণ্ড নয়? উঠেছিল এমন প্রশ্নও। ওই ক্রিকেটাররা টিমের ভাবনায় রয়েছেন, পরিষ্কার করেছেন অজিত আগরকর। প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে নির্বাচক প্রধান বলেন, ‘১৫ সদস্যের টিম বাছাই করা খুব কঠিন। এখন যাঁরা স্কোয়াডে রয়েছে, সকলেই যোগ্য। এ বার যদি ওদের মধ্যে কেউ পারফর্ম করতে না পারে, অন্য ক্রিকেটাররা কিন্তু দৌড়ে রয়েছে। যে ক্রিকেটাররা এখন খেলবে, ওদের কেউ যদি চোট পেলে বা ফর্ম হারালে অন্যদের বেছে নিতে সমস্যা হবে না। যাঁরা জিম্বাবোয়ে সিরিজে খেলেছে, ওদের কথা তখন ভাবা হবে।’
আরও একটা প্রশ্ন এই পরিস্থিতিতে তৈরি হয়েছে। তা হল, এ বার থেকে কি ভারতের তিন ফর্ম্যাটের আলাদা টিম হবে? উত্তরে গৌতম গম্ভীর বলেন, ‘টি-২০ টিমে একটু বদল হয়েছে। তিন জন (বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা) এই ফর্ম্যাটে অবসর নেওয়ায় এটা হয়েছে। কিন্তু ওডিআই ও টেস্টে তেমন কোনও বদল হয়নি। যে ক্রিকেটার ৩টে ফর্ম্যাটে খেলতে পারবে, তারা খেলবে। বিশেষ করে ওডিআই ও টেস্টের ক্ষেত্রে আমি বলব একই ক্রিকেটারদের খেলা উচিত। অবশ্য এখনও তিন ফর্ম্যাটের আলাদা টিম নিয়ে আমি কিছু ভাবিনি।’
গম্ভীরের কথার প্রসঙ্গ টেনে অজিত বলেন, ‘ওর (গৌতম গম্ভীর) সঙ্গে আমার এই প্রথম সামনা সামনি কথা হচ্ছে। আমরা এখনও এই বিষয়ে কিছু চিন্তা করিনি। এক ক্রিকেটার একাধিক ফর্ম্যাটে খেললে কিন্তু কোনও সমস্যা নেই।’ এই সকল কথা বলার পাশাপাশি আগরকর কিন্তু জানিয়ে দিয়েছেন, ওডিআই টিমে শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল ও ঋষভ পন্থরা রয়েছেন বলে সেখানে সূর্যকুমার যাদব জায়গা পাননি। তাঁরে এই মুহূর্তে টি-২০ টিমের জন্যই ভাবা হচ্ছে।