Glenn Maxwell: ভিলেন গ্লেন ম্যাক্সওয়েল! অজি তারকাকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন ক্রিকেটাররা
RCB, IPL 2024: গ্লেন ম্যাক্সওয়েল আরসিবির অন্যতম অস্ত্র। কিন্তু ১৭তম আইপিএলে তিনি একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। ১০ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৫২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন মাত্র ৬টি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শূন্যে ফেরেন ম্যাক্সওয়েল।
কলকাতা: গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) হলটা কী? আইপিএলের গত ৩টে মরসুমই যদি দেখা হয় নজরে পড়বে গ্লেন ম্যাক্সওয়েল করেছেন ৪০০ রান (২০২৩ সালের আইপিএলে), ৩০১ রান (২০২২ সালের আইপিএলে) এবং ৫১৩ রান (২০২১ সালের আইপিএলে)। আর এ বারের আইপিএলে (IPL) গ্লেন ম্যাক্সওয়েলের মোট রান ৫২। নেই একটিও হাফসেঞ্চুরি। চলতি আইপিএলে ম্যাক্সির হতশ্রী পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে প্রাক্তন ক্রিকেটারদের মুখে। আরসিবি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ হেরেছে। সেখানে গ্লেন ম্যাক্সওয়েলের অবদান শূন্য। যার ফলে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।
গ্লেন ম্যাক্সওয়েল আরসিবির অন্যতম অস্ত্র। কিন্তু ১৭তম আইপিএলে তিনি একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। ১০ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৫২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন মাত্র ৬টি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শূন্যে ফেরেন ম্যাক্সওয়েল। তিনি যদি ২০-৩০ রানও করতে পারতেন, তা হলে হয়তো আরসিবি আরও ভালো টার্গেট দিতে পারত রাজস্থানকে।
এরই মধ্যে দীনেশ কার্তিকের অনাকাঙ্খিত রেকর্ডে ভাগ বসিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের ইতিহাসে দীনেশ কার্তিক ১৮বার শূন্যে আউট হয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল পিঙ্ক আর্মির বিরুদ্ধে শূন্যে আউট হওয়ার পর ডিকের ওই রেকর্ড স্পর্শ করেছেন। ম্যাক্সির এই পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়া সাইট X এ নিজের ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘ম্যাক্সওয়েল ঠিক করছেটা কী?’
What was maxwell doing?
— Irfan Pathan (@IrfanPathan) May 22, 2024
ইরফান পাঠানের মতো ম্যাক্সিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কেভিন পিটারসেন। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল এটা কী করল? একটা বড় ম্যাচ। সেখানে পারফর্ম করার জন্য বড় ক্রিকেটারদের প্রয়োজন। নিজেকে প্রমাণ করতে হত। গ্লেন ম্যাক্সওয়েলে এই ফর্ম একেবারেই মেনে নেওয়ার মতো নয়।’
ম্যাক্সি আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। কোথাও গিয়ে এ বারের আইপিএলে পুরো মরসুম জুড়ে তাঁর আগ্রাসী মেজাজটাই দেখা যায়নি। যার জন্য সত্যিই অনেকটা ভুগতে হল আরসিবিকে। কে বলতে পারে, তিনি ভালো পারফর্ম করলে অন্তত এলিমিনেটর ম্যাচে হারতে হত না আরসিবিকে।