কলকাতা: কেকেআর (KKR) তৈরি তো? এ বারের আইপিএলে নাইটদের যে ট্যাগলাইন নজর কেড়েছে, তা হল ঝুকেঙ্গে নেহি। চলতি মরসুমে একটাই ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে সেই ম্যাচ জিতেছিল কেকেআর। আজ রাতে বেঙ্গালুরুতে আরসিবির (RCB) বিরুদ্ধে নামতে চলেছেন নাইটরা। তার আগে কেকেআরের মেন্টর ফিরলেন অতীতে। জানালেন, নাইট নেতা থাকার সময় তিনি যে টিমকে সব সময় হারাতে চাইতেন, সেটা আরসিবি। শুধু তাই নয়। এখনও মাঠে ফিরতে পারলে গৌতম আরসিবিকেই হারাতে চান বলেছেন। আজই রয়েছে সেই সুযোগ। কেকেআর কি পারবে মেন্টর গৌতমের (Gautam Gambhir) ইচ্ছেপূরণ করতে?
আরসিবি ম্যাচের কয়েক ঘণ্টা আগে আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে গৌতম গম্ভীরের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে গৌতম বলেন, ‘যে টিমটাকে আমি সব সময় হারাতে চাই এবং যে টিমকে বরাবর হারানোর স্বপ্ন দেখতাম সেটা হল বেঙ্গালুরু। আমার মনে হয়ে আরসিবি হাই প্রোফাইল টিমের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। একটা সুসজ্জিত টিম। তারকাখচিত টিম। ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স যে দলের স্কোয়াডে রয়েছে, তা আলাদা মাত্র যোগ করে। ওরা আইপিএল জিততে পারেনি ঠিকই, কিন্তু এখনও টিমটা ভাবে ওরা সবকিছু জিতেছে।’
সেখানেই থেমে থাকেননি গৌতম। তাঁর মতে কেকেআর আইপিএলে ৩ সেরা ম্যাচ খেলেছে আরসিবি টিমের বিরুদ্ধেই। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমার মতে কেকেআর আইপিএলে যতগুলো ম্যাচে জিতেছে, তার মধ্যে ৩টে সেরা জয় বেঙ্গালুরুর বিরুদ্ধে। প্রথমটা হল, আইপিএলের উদ্বোধনী মরসুমের প্রথম ম্যাচ। যেখানে ব্রেন্ডন ম্যাকালাম আরসিবির বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিল। কেকেআরের বিরুদ্ধে আরসিবি এক ম্যাচে এরপর ৪৯ রানে অলআউট হয়েছিল। আরসিবির বিরুদ্ধে কেকেআর এক ম্যাচে ৬ ওভারে ১০০ রান করেছিল। ক্রিস লিন ও সুনীল নারিনের জন্য সেটা হয়েছিল। সম্ভবত আইপিএলের ইতিহাসে সেই ম্যাচেই প্রথম ৬ ওভারে ১০০ রান উঠেছিল।’
.@GautamGambhir thinks @RCBTweets have massively underachieved in the past despite having @imVkohli, @henrygayle and @ABdeVilliers17 😬
Gambhir dreams of getting back on the field and beat Kohli & team yet again! 😱
Don’t miss Gambhir’s Kolkata take on Virat’s Bangalore! 💥… pic.twitter.com/Vvx6YNmqNS
— Star Sports (@StarSportsIndia) March 29, 2024
এখন আর কেকেআরের ক্যাপ্টেন নন গৌতম। কিন্তু টিমের মেন্টর। আরসিবি ম্যাচের আগে গম্ভীর বলেছেন, ‘আমার সময় সবচেয়ে আগ্রাসী ব্যাটিং বিভাগ আরসিবির ছিল। ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ছিল টিমে। তার থেকে ভালো আর কী হতে পারে। আমি একটা জিনিসই করতে চাই। আবার ক্রিকেট মাঠে যেতে চাই আর আরসিবিকে হারাতে চাই।’