Gautam Gambhir: কোচকেও বাধ্য করেছিলেন পদত্যাগ করতে, নিয়ম ভাঙলেই গম্ভীরের রোষে পড়তে পারেন হার্দিকরা

Jul 12, 2024 | 11:26 PM

India New Head Coach: গৌতম গম্ভীরও ভালো করে জানেন ভারতীয় টিমের সমর্থকরা তাঁর থেকে কী চান। তবে এ কথা বলাই যাই তিনি কিন্তু রাগী কোচই হতে চলেছেন। অতীতে তিনি এক কোচকে বাধ্য করেছিলেন পদত্যাগ করতে। ফলে এও আন্দাজ করা যায় যে, হার্দিকরা যদি নিয়ম ভাঙেন তা হলেই গম্ভীরের রোষে পড়বেন।

Gautam Gambhir: কোচকেও বাধ্য করেছিলেন পদত্যাগ করতে, নিয়ম ভাঙলেই গম্ভীরের রোষে পড়তে পারেন হার্দিকরা
কোচকেও বাধ্য করেছিলেন পদত্যাগ করতে, নিয়ম ভাঙলেই গম্ভীরের রোষে পড়তে পারেন হার্দিকরা

Follow Us

কলকাতা: ক্যালেন্ডারে মার্ক করে নিন সেই দিন, যে দিন থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হবে গম্ভীর জমানা। ভারতের নতুন হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। খাতায় কলমে গৌতম ভারতের কোচ হয়ে গিয়েছেন। এ বার ফিল্ডে নামার পালা। এই বিদেশ সফরেই কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন গুরু গম্ভীর। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম। তাঁর হাত ধরে ভারতীয় টিমে অনেক সাফল্য প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা। গৌতম গম্ভীরও ভালো করে জানেন ভারতীয় টিমের সমর্থকরা তাঁর থেকে কী চান। তবে এ কথা বলাই যাই তিনি কিন্তু রাগী কোচই হতে চলেছেন। অতীতে তিনি এক কোচকে বাধ্য করেছিলেন পদত্যাগ করতে। ফলে এও আন্দাজ করা যায় যে, হার্দিকরা যদি নিয়ম ভাঙেন তা হলেই গম্ভীরের রোষে পড়বেন।

গৌতম গম্ভীরের জন্য কোন কোচ পদত্যাগ করেছিলেন জানেন? এই গল্প জানাতে হলে ফিরে যেতে হবে ২০১৫ সালে। সেই সময় গৌতম দিল্লি রঞ্জি টিমের ক্যাপ্টেন। আর তখন দিল্লির কোচ ছিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অজয় জাডেজা। তখন তিনি নির্বাসন কাটিয়ে দিল্লির কোচ হয়েছিলেন। কীসের নির্বাসন? আসলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০০০ সালে অজয় জাডেজাকে ব্যান করেছিল বিসিসিআই। প্রথমে ৫ বছরের শাস্তি হয়েছিল তাঁর। যা পরে কমে ৩ বছর হয়।

কিন্তু কেন গৌতমের জন্য কোচের দায়িত্ব ছেড়েছিলেন অজয় জাডেজা? ডেকান হেরল্ডের এক রিপোর্ট অনুযায়ী, গম্ভীর বরাবর নিজের বক্তব্য পরিষ্কার ও সোজাসাপটা বলায় বিশ্বাসী। এই পথেই তিনি হাঁটেন। সেই সময় দিল্লির ক্যাপ্টেন গৌতম পরপর তিনদিন মাঠে এসেছিলেন, কিন্তু একদিনও নেটে অনুশীলনে নামেননি। জানা গিয়েছিল, অজয় জাডেজার কারণেই তিনি নেটে অনুশীলন করেননি। তাঁর লজিক ছিল খুবই সাধারণ। তিনি ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত কারও সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে নারাজ ছিলেন। চতুর্থ দিন অজয় জাডেজা পদত্যাগ করার পর তিনি নেটে অনুশীলন করেন। এই ঘটনাই বলে দেয়, কোচ হিসেবে গৌতম গম্ভীর কতটা কড়া হতে চলেছেন। টিমের কোনও ক্রিকেটার যদি তাঁর কথা না শোনেন, তা হলে তাঁকে শাস্তি পেতে হতেই পারে।

 

Next Article