Google Doodle-এ মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ উদযাপন শুরু
ICC Women’s World Cup 2022 এর কথা মাথায় রেখে বিশেষ চমক নিয়ে হাজর হল গুগল ডুডল (Google Doodle)।
নয়াদিল্লি: আজ থেকে শুরু হল মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ (ICC Women’s World Cup 202)। নিউজিল্যান্ডের (New Zealand) বে ওভাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ১২ বছরে এই প্রথম বার মেয়েদের বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব পেয়েছে নিউজিল্যান্ড। আর এই ইভেন্টের কথা মাথায় রেখেই বিশেষ চমক নিয়ে হাজর হল গুগল ডুডল (Google Doodle)।
গুগলের হোমপেজে গিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ সংক্রান্ত কোনও তথ্য খোঁজ করলে দেখতে পাওয়া যাবে, আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনের বাঁদিক থেকে ডানদিকে ক্রিকেট বল ভেসে ভেসে যাচ্ছে। এই দৃশ্যটি আবারও দেখতে চাইলে পেজের নিচের দিকে একটি Confetti Popper রয়েছে। সেখানে গিয়ে আবার ক্লিক করলেই বল ভেসে যাওয়া দেখতে পাওয়া যাবে।
চলতি বছরে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে মোট আটটি দল অংশ নিয়েছে। ২০১৭-২০ সাল পর্যন্ত র্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। যোগ্যতা পর্ব থেকে উঠে এসেছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আটটা টিম গ্রুপ লিগের ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। এ বারের টুর্নামেন্টে ভারতের সফর শুরু হবে ৬ মার্চ, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ক্রিকেট ইতিহাসে প্রথম বার ১৮৪৪ সালে মহিলাদের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি ১৯৭৩ সালে প্রথম বার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। ওই টুর্নামেন্টের শিরোপা উঠেছিল ইংল্যান্ড শিবিরে।
New Google Doodle has been released: "Women's Cricket World Cup 2022 Begins!" 🙂#google #doodle #designhttps://t.co/oM7i79OJ1E pic.twitter.com/UeRDYk14qt
— Google Doodles EN (@Doodle123_EN) March 3, 2022
এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতেই ২৫৬ রান তুলে অল-আউট হয় কিউয়িরা। ৩ রানে ম্যাচ জিতল ক্যারিবিয়ান মহিলা দল।
আরও পড়ুন: IND vs SL 1st Test Day 1 Live: পন্থ-জাডেজা জুটিতে ৩০০ রানের গণ্ডি পেরোল ভারত