GT vs LSG, IPL 2022 Match 4 Result: আইপিএল অভিষেক জয় দিয়ে রাঙিয়ে রাখল হার্দিকের গুজরাত

| Edited By: | Updated on: Apr 07, 2022 | 7:14 PM

Gujarat Titans vs Lucknow Super Giants Live Score in Bangla: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

GT vs LSG, IPL 2022 Match 4 Result: আইপিএল অভিষেক জয় দিয়ে রাঙিয়ে রাখল হার্দিকের গুজরাত
ওয়াংখেড়েতে আইপিএল অভিষেক হতে চলেছে গুজরাত-লখনউয়ের

মুম্বই: আজ, আইপিএল-১৫-র (IPL 2022) তৃতীয় দিন। আর তৃতীয় দিনেই আইপিএলপ্রেমীরা দেখতে পেল এ বারের দুই নতুন দলের লড়াই। সোমবার ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখে নেমেছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। যদিও সঞ্জীব গোয়েঙ্কা এর আগেও আইপিএলে বিনিয়োগ করেছিলেন। চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস সাসপেন্ড থাকার সময় রাইজিং পুনে সুপারজায়ান্টস নামে একটা নতুন দলে বিনিয়োগ করেছিলেন তিনি। তবে সিভিসি ক্যাপিটালস এই প্রথমবার বিনিয়োগ করেছে আইপিএলে। পঞ্জাব ছেড়ে নতুন দল লখনউয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কেএল রাহুল। অন্যদিকে ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওপর ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। আইপিএল-১৫-তে দুই নতুন দলের মধ্যে কারা করবে বাজিমাত, সেদিকেই নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক। লখনউয়ের ইনিংস শুরু হতেই প্রথম বলেই মহম্মদ সামি ফিরিয়ে দেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুলকে। এর পর ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে লখনউ। সেখান থেকে লোকেশ রাহুলের দলকে ম্যাচে ফেরান দীপক হুডা ও আয়ুষ বদোনি জুটি। ৫৫ রান করেন দীপক, আয়ুষ করেন ৪৪ রান। শেষ অবধি ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে লখনউ।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলে অভিষেক হল দুই নতুন দলের। ওয়াংখেড়েতে আইপিএল অভিষেক রাঙিয়ে রাখল গুজরাত টাইটান্স। ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে গুজরাত। ২ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় গুজরাত।

Key Events

আইপিএল অভিষেকে জয় গুজরাত টাইটান্সের

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলে অভিষেক হল দুই নতুন দলের। টুর্নামেন্টের তৃতীয় দিন মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে, ২ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় গুজরাত।

এক নজরে লখনউ সুপার জায়ান্টসের ইনিংস

টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয়েছিল লখনউকে। লখনউয়ের ইনিংস শুরু হতেই প্রথম বলেই মহম্মদ সামি ফিরিয়ে দেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুলকে। এর পর ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে লখনউ। সেখান থেকে লোকেশ রাহুলের দলকে ম্যাচে ফেরান দীপক হুডা ও আয়ুষ বদোনি জুটি। ৫৫ রান করেন দীপক, আয়ুষ করেন ৪৪ রান। শেষ অবধি ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে লখনউ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Mar 2022 11:25 PM (IST)

    ৫ উইকেটে জয়ী গুজরাত টাইটান্স

    ওয়াংখেড়েতে অভিষেক ম্যাচ রাঙিয়ে রাখল হার্দিক পান্ডিয়ার দল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিল গুজরাত টাইটান্স।

  • 28 Mar 2022 11:19 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    শেষ ওভারে হার্দিকদের ম্যাচ জিততে চাই ১১ রান।

  • 28 Mar 2022 11:13 PM (IST)

    মিলার আউট

    ডেভিড মিলারের উইকেট হারাল গুজরাত টাইটান্স। ৩০ রানের মাথায় আবেশ খান ফেরালেন মিলারকে।

  • 28 Mar 2022 11:06 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে গুজরাতের স্কোর ৪ উইকেটে ১৩০। ম্যাচ জিততে হার্দিকের দলের প্রয়োজন ১৮ বলে ২৯ রান।

  • 28 Mar 2022 10:55 PM (IST)

    ১৫ ওভারে গুজরাত ৯১/৪

    খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে এখনও গুজরাতের প্রয়োজন ৬৮ রান। ক্রিজে রাহুল তেওয়াটিয়া ও ডেভিড মিলার।

  • 28 Mar 2022 10:39 PM (IST)

    হুডা ফেরালেন ওয়েডকে

    ম্যাথু ওয়েডের উইকেট হারাল গুজরাত টাইটান্স। ৩০ রান করে মাঠ ছাড়লেন ওয়েড।

  • 28 Mar 2022 10:32 PM (IST)

    হার্দিক আউট

    গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিলেন ক্রুণাল পান্ডিয়া। ৩৩ রান করে মাঠ ছাড়লেন হার্দিক।

  • 28 Mar 2022 10:31 PM (IST)

    ১০ ওভারে গুজরাত ৭২/২

    খেলা বাকি ১০ ওভারের। ম্যাচ জিততে হার্দিকদের এখনও চাই ৮৭ রান।

  • 28 Mar 2022 10:11 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে গুজরাত টাইটান্স।

  • 28 Mar 2022 10:06 PM (IST)

    ৫ ওভারে গুজরাত ৩৯/২

    খেলা বাকি ১৫ ওভারের। প্রথম ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে গুজরাত টাইটান্স।

  • 28 Mar 2022 09:56 PM (IST)

    ৩ ওভারে গুজরাত ২৫/২

    প্রথম ৩ ওভারের মধ্যে ২টো উইকেট হারিয়ে ফেলেছে হার্দিকরা। আর তুলেছেন ২৫ রান। ম্যাচ জিততে গুজরাতের এখনও প্রয়োজন ১০২ বলে ১৩৪ রান।

  • 28 Mar 2022 09:51 PM (IST)

    বিজয়কে ফেরালেন চামিরা

    দ্বিতীয় উইকেট হারাল গুজরাত। শুভমন গিলের পর বিজয় শঙ্করের উইকেটও তুলে নিলেন দুশমন্ত চামিরা। ৪ রান করে মাঠ ছেড়েছেন বিজয়।

  • 28 Mar 2022 09:42 PM (IST)

    গিল আউট

    শুভমন গিলের উইকেট তুলে নিলেন দুশমন্ত চামিরা। প্রথম ওভারের তৃতীয় বলেই ঝটকা খেল গুজরাত। শূন্যে ফিরলেন গিল।

  • 28 Mar 2022 09:39 PM (IST)

    রান তাড়া করতে নামল গুজরাত

    ওপেনিংয়ে নামলেন ম্যাথু ওয়েড ও শুভমন গিল।

  • 28 Mar 2022 09:25 PM (IST)

    ১৫৮ রানে থামল লখনউ

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএল অভিষেক ম্যাচ জিততে গুজরাতের প্রয়োজন ১৫৯ রান।

  • 28 Mar 2022 09:15 PM (IST)

    আয়ুষের হাফসেঞ্চুরি

    ১৮.৫ ওভারে লকি ফার্গুসনের বলে ৬ মেরে আয়ুষ বদোনি হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 28 Mar 2022 09:04 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে লখনউ সুপার জায়ান্টস তুলেছে ১২৪ রান। ক্রিজে রয়েছেন আয়ুষ বদোনি ও ক্রুণাল পান্ডিয়া।

  • 28 Mar 2022 08:58 PM (IST)

    হুডাকে ফেরালেন রশিদ

    ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলে মাঠ ছাড়লেন দীপক হুডা। রশিদের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন হুডা।

  • 28 Mar 2022 08:50 PM (IST)

    ১৫ ওভারে লখনউ ১০৯/৪

    দুরন্ত ছন্দে রয়েছেন দীপক হুডা। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আয়ুষ বদোনিও। খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে লখনউ।

  • 28 Mar 2022 08:44 PM (IST)

    দীপকের হাফসেঞ্চুরি

    চাপের মধ্যে থেকেও হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন দীপক হুডা। লখনউয়ের বিরুদ্ধে আইপিএ-১৫-র প্রথম ম্যাচে ৩৬ বলে অর্ধশতরান করলেন দীপক।

  • 28 Mar 2022 08:42 PM (IST)

    দীপক-আয়ুষের ৫০ রানের পার্টনারশিপ

    ১২.৫ ওভারে দীপক-আয়ুষের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল

  • 28 Mar 2022 08:29 PM (IST)

    ১০ ওভারে লখনউ ৪৭/৪

    ক্রিজে দীপক হুডা ও আয়ুষ বদোনি। প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে লখনউ

  • 28 Mar 2022 08:07 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে গুজরাতকে সফল করলেন মহম্মদ সামি। ৬ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস। ৪ টি উইকেটের মধ্যে তিনটি নিয়েছেন সামি। ৬ ওভারে ৩২ রান তুলেছে লখনউ।

  • 28 Mar 2022 08:03 PM (IST)

    ৫ ওভারে লখনউ ২৯/৪

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে লোকেশ রাহুলের দল।

  • 28 Mar 2022 07:54 PM (IST)

    লুইস আউট

    তৃতীয় ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস। এভিন লুইসকে ফেরালেন বরুণ অ্যারন। ১০ রান করে মাঠ ছাড়লেন এভিন।

  • 28 Mar 2022 07:50 PM (IST)

    ৩ ওভারে লখনউ ১৪/২

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। প্রথম বলেই সামি ফিরিয়ে দিয়েছেন লখনউ অধিনায়ক কেএল রাহুলকে। এরপর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফেরান ডি'ককে। ৩ ওভারে লখনউয়ের স্কোর ২ উইকেটে ১৪

  • 28 Mar 2022 07:46 PM (IST)

    ডি'কক আউট

    গুজরাতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন মহম্মদ সামি। ৭ রান করে সাজঘরে ফিরলেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার।

  • 28 Mar 2022 07:33 PM (IST)

    লোকেশ রাহুল আউট

    প্রথম বলেই লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি।

  • 28 Mar 2022 07:32 PM (IST)

    লখনউয়ের ইনিংস শুরু

    লখনউয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও কুইন্টন ডি'কক।

  • 28 Mar 2022 07:28 PM (IST)

    অপেক্ষার অবসান

    আজ আইপিএলে অভিষেক হল দুই নতুন দলের। হাসিমুখে ট্রফির সঙ্গে পোজ দিয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল।

  • 28 Mar 2022 07:19 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি ও বরুণ অ্যারন।

  • 28 Mar 2022 07:17 PM (IST)

    লখনউয়ের প্রথম একাদশ

    লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি'কক, এভিন লুইস, দুশমন্ত চামিরা, দীপক হুডা, আয়ুষ বদোনি ও আবেশ খান, মোসিন খান ও রবি বিষ্ণোই।

  • 28 Mar 2022 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গুরজাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 28 Mar 2022 06:35 PM (IST)

    ওয়াংখেড়েতে হাজির গিল-রশিদরা

    ৭টা ৩০ মিনিটে শুরু হবে আজকের আইপিএল ম্যাচ। মুখোমুখি গুজরাত-লখনউ। ওয়াংখেড়েতে হাজির শুভমন গিল-রশিদ খানেরা।

  • 28 Mar 2022 06:34 PM (IST)

    দুই নতুন দলের আইপিএলে অভিষেকের অপেক্ষা

    আর এক ঘণ্টা পরই আইপিএলের মঞ্চে পা দিতে চলেছে এ বারের দুই নতুন দল -- লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স।

Published On - Mar 28,2022 6:30 PM

Follow Us: