কলকাতা: বৃষ্টির সম্ভাবনা ও কালবৈশাখীর আশঙ্কার মাঝেই আজ মঙ্গলবার, আইপিএল-১৫-র (IPL 2022) প্রথম কোয়ালিফায়ারে ইডেন গার্ডেন্সে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ৭ উইকেটে হারাল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। এবং এ বারের আইপিএলের ফাইনালে ওঠা প্রথম দল হয়ে গেল টাইটান্সরা। টসে জিতে শুরুতে রাজস্থানকে ব্যাটিং করতে পাঠান হার্দিক। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে পিঙ্ক আর্মি। ফাইনালের টিকিট পাকা করতে হার্দিকদের প্রয়োজন ছিল ১৮৯ রান। গুজরাতের ইনিংসের শেষ ৬ বলে ১৬ রান দরকার ছিল। ছয়ের হ্যাটট্রিকে গুজরাতকে ফাইনালে তুলে দিলেন ডেভিড মিলার। রাজস্থানের বিরুদ্ধে ৩ বল বাকি থাকতেই জিতে যায় হার্দিকের টিম। রাজস্থান ১৮৯ রানের টার্গেট দিলেও চাহাল-বোল্টরা থামাতে পারেননি মিলারদের।
ফাইনালের টিকিট হাতে পাওয়ার জন্য ২০ ওভারে ১৮৯ রান তুলতে হত গুজরাতকে। ৩ বল বাকি থাকতেই ১৯১ রান তুলে ফেলে গুজরাত। ৭ উইকেটে রাজস্থানকে হারিয়ে এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট হয়ে গেলেন হার্দিকরা।
আজ ইডেনে বাটলারের ব্যাট জ্বলে উঠেছিল। ৫৬ বলে ৮৯ রান করেন অরেঞ্জ ক্যাপের মালিক জস বাটলার। তা সত্ত্বেও গুজরাতের কাছে হেরে অপেক্ষা বাড়ল রাজস্থানের।
৩ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলল গুজরাত। এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট গুজরাত টাইটান্স।
হাতে রয়েছে একটা মাত্র ওভার। শেষ ওভারে ১৬ রান তুলে নিতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবেন হার্দিক পান্ডিয়ারা।
রাজস্থানের বিরুদ্ধে ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ডেভিড মিলার।
ওবেদ ম্যাকয় তুলে নিলেন ম্যাথু ওয়েডের উইকেট। ৩৫ রান করে মাঠ ছাড়লেন ওয়েড।
৩৫ রান করে রান আউট হলেন শুভমন গিল। দ্বিতীয় উইকেট হারাল গুজরাত টাইটান্স।
দ্বিতীয় বলেই ঋদ্ধিমান সাহাকে ক্লিন বোল্ড করলেন ট্রেন্ট বোল্ট। কোনও রান না করেই মাঠ ছাড়লেন ঋদ্ধি।
টার্গেট ১৮৯, গুজরাতের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
রান আউট হয়ে ফিরলেন রিয়ান পরাগ। ৪ রান করে ফিরলেন পরাগ
৫৬ বলে ৮৯ রান করে রান আউট হলেন বাটলার।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রানে ফিরলেন অরেঞ্জ ক্যাপের মালিক। ৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জস বাটলার।
দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ২৮ রান করে মাঠ ছাড়লেন দেবদত্ত।
সাই কিশোর তুলে নিলেন সঞ্জু স্যামসনের উইকেট। ২৬ বলে ৪৭ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু।
পাওয়ার প্লে-র খেলা শেষ। শুরুর ৬ ওভারে ১ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৫৫ রান।
জস বাটলার ১৬*
সঞ্জু স্যামসন ৩০*
প্রথম উইকেট হারাল রাজস্থান রয়্যালাস। যশ দয়াল ফেরালেন যশস্বী জসওয়ালকে। ৩ রান করে মাঠ ছাড়লেন যশস্বী।
রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও যশস্বী জসওয়াল।
প্রথম কোয়ালিফায়ারের জন্য সেজে উঠেছে ইডেন গার্ডেন্স।
#EdenGardens is ready for the #IPL playoff clash are you ready for the battle?#CAB #IPL2022 pic.twitter.com/RbWcI88W0C
— CABCricket (@CabCricket) May 24, 2022
দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা, ওবেড ম্যাকয়।
Big game. Big game players. 💪
Time to #HallaBol, your Royals are ready for Qualifier 1! 🔥#RoyalsFamily | #GTvRR | @Dream11 pic.twitter.com/U0a5xGgM6v
— Rajasthan Royals (@rajasthanroyals) May 24, 2022
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড, সাই কিশোর, আলজারি জোসেফ, রশিদ খান, মহম্মদ সামি, যশ দয়াল।
⬅️ Alzarri Joseph ➡️ Lockie Ferguson
With 1️⃣ change, we are ready for the 1st qualifier in our #SeasonOfFirsts 🔥
Let’s go boys… 💪#AavaDe #GTvRR #TATAIPL pic.twitter.com/9yrT5ctTm5
— Gujarat Titans (@gujarat_titans) May 24, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আজ ইডেনে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে জস বাটলারের ব্যাটে ঝড়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা
Eyeing a big score 👀
A @josbuttler show on the cards tonight at the Eden Gardens? 🤔#TATAIPL | #GTvRR pic.twitter.com/93CUHtYFfE
— IndianPremierLeague (@IPL) May 24, 2022
চলতি আইপিএলের প্লে অফে ওঠা প্রথম দল গুজরাত। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচের ১০টিতে জয় ও ৪টিতে হেরেছিল হার্দিকের দল। প্রথম বার আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেই সকলকে চমকে দিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছে টাইটান্সরা। আজ জিতলেই ফাইনাল পাকা গুজরাতের। অন্যদিকে এ বারের আইপিএল শুরু হওয়ার পর থেকেই বলা হচ্ছিল রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের প্লে অফে না উঠলেই বরং সকলে অবাক হবে। তবে তেমনটা হতে দেননি সঞ্জুরা। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় ও ৫টিতে হারের পর, পয়েন্ট টেবলের ২ নম্বরে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছেন বাটলাররা।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে চলতি আইপিএলেই প্রথম সাক্ষাৎ হয়েছিল দুই দলের। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৩৭ রানে রাজস্থানকে হারিয়েছিল গুজরাত। আজ ইডেনে কোন দল ফাইনালের টিকিট তুলে নিয়ে বাজিমাত করে সেদিকেই বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।
Published On - May 24,2022 6:30 PM