Hardik Pandya: ৬ মাসে ভাগ্যবদল, আইসিসি অলরাউন্ডারদের সিংহাসনে হার্দিক পান্ডিয়া

Nov 20, 2024 | 4:03 PM

ICC T20I Rankings: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের ৩-১ সিরিজ জয়ের পর হার্দিকের এই আইসিসি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওঠা টিম ইন্ডিয়ার জন্য বড় প্রাপ্তি। কারণ আইসিসি পুরুষদের টি-২০ অলরাউন্ডারদের তালিকায় প্রথম ১০ এ হার্দিক ছাড়া আর কোনও ক্রিকেটার নেই।

Hardik Pandya: ৬ মাসে ভাগ্যবদল, আইসিসি অলরাউন্ডারদের সিংহাসনে হার্দিক পান্ডিয়া
Hardik Pandya: ৬ মাসে ভাগ্যবদল, আইসিসি অলরাউন্ডারদের সিংহাসনে হার্দিক পান্ডিয়া
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সময়টা বেশ ভালোই কাটছে। সদ্য আইসিসি পুরুষদের টি-২০ অলরাউন্ডারদের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারানকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন হার্দিক। এ বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে এই ফর্ম্যাটে হার্দিককে নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। তিনি ফর্মেও আছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের ৩-১ সিরিজ জয়ের পর হার্দিকের এই আইসিসি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওঠা টিম ইন্ডিয়ার জন্য বড় প্রাপ্তি। কারণ আইসিসি পুরুষদের টি-২০ অলরাউন্ডারদের তালিকায় প্রথম ১০ এ হার্দিক ছাড়া আর কোনও ক্রিকেটার নেই।

সদ্য শেষ হওয়া ৪টি টি-২০ ম্যাচের প্রোটিয়া সিরিজে হার্দিক ব্যাট হাতে করেন ৫৯ রান। যার মধ্যে বেরহায় ৩৯ রানের অপরাজিত ইনিংস হার্দিকের। আর এই সিরিজে তিনি নেন ২টি উইকেট। দেশের হয়ে ১০৯টি টি-২০ ম্যাচ খেলা হার্দিক ভারতের টি-২০ টিমের অন্যতম সেরা অস্ত্র। এ বার প্রোটিয়া সফরে ভালো পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন তিনি। আইসিসির প্রকাশিত টি-২০ পুরুষ অলরাউন্ডারদের ক্রমতালিকায় দুইধাপ উঠেছেন ভারতীয় তারকা অলরাউন্ডার। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ২৪৪।

১৭তম আইপিএলের সময় হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর অনেকে তাঁর তুলোধনা করেছিলেন। তাঁর নেতৃত্বে মুম্বই শেষ আইপিএলে ১০ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে। সকলের সমালোচনার শিকার হন তিনি। পরবর্তীতে ধীরে ধীরে ছবিটা বদলে যায়। কথায় নয়, পারফরম্যান্স দিয়ে দাপট দেখান হার্দিক। এরপর গত ৬ মাসে যেন হার্দিক ২.০ দেখা গিয়েছে। যে কারণে ভারতীয় ক্রিকেট মহলে বলা হচ্ছে, ৬ মাসে ফিরল হার্দিকের ভাগ্য। জুন মাসে টি-২০ বিশ্বকাপ জেতেন তিনি। আইসিসির মেগা টুর্নামেন্টে তিনি ১৫১.৬ স্ট্রাইকরেটে করেন ১৪৪ রান। নেন ১১টি উইকেট। কয়েকদিন আগে দেশের মাটিতে হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে সেরার পুরস্কার পান তিনি। আর এ বার তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হলেন।

আইসিসি টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ৩৩ ধাপ উপরে উঠেছেন অভিষেক শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৫২। আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় বিরাট উন্নতি হয়েছে তিলক ভার্মার। ৬৯ ধাপ উঠে তিনি পৌঁছে গিয়েছেন তিনে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮০৬। ভারতের বর্তমান টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব একধাপ নীচে নেমেছেন। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন এই তালিকার চারে।

Next Article