কলকাতা: অবশেষে বাড়ির ছেলে ফিরল বাড়ি। খারাপ সময় কাটিয়ে এখন হয়তো সবচেয়ে সুখের সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতে তাঁর আনন্দ বাঁধনছাড়া। বার্বাডোজ থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ৪ জুলাই দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। দেশবাসীদের আনন্দে উদ্বেল করে এ বার একে একে বাড়ি ফিরেছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। হার্দিক পান্ডিয়াও ফিরেছেন বাড়িতে। আর তিনি বাড়ি ফিরতেই সেখানে হয়েছে গ্র্যান্ড সেলিব্রেশন। ছেলে অগস্ত্যর সঙ্গে একগুচ্ছ ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন হার্দিক। কিন্তু সেখানে নেই স্ত্রী নাতাশা স্তানকোভিচ। তিনি কোথায়, এ বার সেই খোঁজ পড়ল নেটপাড়ায়।
হার্দিক পান্ডিয়া নিজের ইন্সটাগ্রামে ছেলে অগস্ত্যকে নিয়ে ৬টি ছবি শেয়ার করেছেন। ছেলে অগস্ত্যকে মেডেল পরিয়ে দেন হার্দিক। একসঙ্গে দু’জনকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘‘My #1! Everything I do, I do for you’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমার নম্বর ওয়ান, আমি যা কিছুই করি সবই তোমার জন্য।’ মুহূর্তের মধ্যে ওই ছবিতে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সেখানে হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পান্ডিয়া ও বৌদি পঙ্খুরি শর্মা কমেন্ট করেছেন। হার্দিক ভক্তরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন।
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওই ইন্সটাগ্রাম পোস্টে কয়েকজন খোঁজ করেছেন তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচের। এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, ‘নাতাশা বৌদিকেও সঙ্গে নিয়ে এসো।’ অপর একজন লেখেন, ‘নাতাশা কোথায় হার্দিক ভাই?’ সত্যিই হার্দিক যে সকল ছবি শেয়ার করেছেন, তার একটিতেও নেই তাঁর স্ত্রী নাতাশা।