Hardik Pandya: বোর্ডের ফতোয়ার উর্ধ্বে নন, ২২ গজে ফিরে প্রমাণ করলেন হার্দিক
ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে... রঞ্জি ট্রফিতে খেলতে হবে... এই সকল সোজা বার্তা এবং কড়া চিঠি পাওয়ার পরও ঈশান কিষাণকে (Ishan Kishan) রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি। তাঁকে নিয়ে তাঁর অনুরাগীরা চিন্তিত। এই আবহে এ বার বোর্ডের চোখরাঙানির শিকার যাতে না হতে হয়, তাই মাঠে ফিরলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
কলকাতা: বোর্ডের কড়া নির্দেশ অমান্য করার বড় মাসুল গুনতে হবে দেশের প্রত্যেক ক্রিকেটারকে। নিয়ম প্রত্যেকের জন্য এক। এ কথা যত তাড়াতাড়ি একাধিক ভারতীয় ক্রিকেটাররা বুঝে উঠতে পারবেন, তাঁদের জন্য ততটাই ভালো। এমনটাই বলছে ক্রিকেট মহল। বোর্ডের নির্দেশ না মানলে একাধিক ভারতীয় ক্রিকেটারদের চুক্তি বাতিল হতে পারে বলেও শোনা গিয়েছে। ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে… রঞ্জি ট্রফিতে খেলতে হবে… এই সকল সোজা বার্তা এবং কড়া চিঠি পাওয়ার পরও ঈশান কিষাণকে (Ishan Kishan) রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি। তাঁকে নিয়ে তাঁর অনুরাগীরা চিন্তিত। এই আবহে এ বার বোর্ডের চোখরাঙানির শিকার যাতে না হতে হয়, তাই মাঠে ফিরলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে খেলছেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সন্দীপ শর্মার ভারত পেট্রোলিয়ামের বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে খেলতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করেছে সন্দীপ শর্মার টিম। তাতে ৩ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। একনাথ কেরকরকে কট অ্যান্ড বোল্ড করেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন নেতা। এবং রাহুল ত্রিপাঠীকে তিনি ফেরান শূন্যে। গত বছরের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক। তারপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। এ বার ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
Hardik Pandya IPL Mein Bhi 2-3 Overs Powerplay Mein Daalke Khatam Karega pic.twitter.com/5GW1qXf3Vb
— Junaid Khan (@JunaidKhanation) February 26, 2024
রিলায়েন্স ১ টিমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলছেন তিলক ভার্মা, নেহাল ওয়াদেরা, আকাশ মাধওয়াল ও পীযুষ চাওলার মতো ক্রিকেটাররা। ও বারের আইপিএলে হার্দিকের উপর থাকছে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব। আইপিএলের আগে হার্দিক মাঠে ফিরলেন। কিন্তু ঈশান কিষাণকে দেখা গেল না। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়া তাঁর ব্যাটিং, বোলিং অনুশীলনের ভিডিয়ো শেয়ার করেছিলেন। এ বার নেমে পড়লেন মাঠে। উল্লেখ্য, ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে ভারত পেট্রোলিয়ামের বিরুদ্ধে জিততে হলে রিলায়েন্স ১ এর জয়ের জন্য প্রয়োজন ছিল ১২৭ রান। ১০ নম্বরে নেমে চার বলে ৩ রানে অপরাজিত থাকেন ক্যাপ্টেন হার্দিক। ২ উইকেটে ম্যাচ জিতেছে হার্দিকের টিম।