T20 World Cup 2024: রিঙ্কুর কপালটাই খারাপ… WC-এর টিম বাছাইয়ের মিটিংয়ে কোন ক্রিকেটারকে নিয়ে বাঁধল বিরাট বিতর্ক?

May 01, 2024 | 2:50 PM

Rinku Singh: আমেদাবাদের এক হোটেলে বোর্ডের সেক্রেটারি জয় শাহ, জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় মিটিংয়ে বসেছিলেন। সেখানেই ভারতীয় স্কোয়াড বেছে নেওয়া হয়। ১৫ সদস্যের ওই টিম কারও ভালো লেগেছে, কারও আবার মনে ধরেনি। ভারতের টি-২০ বিশ্বকাপ টিমে সুযোগ পাননি কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং।

T20 World Cup 2024: রিঙ্কুর কপালটাই খারাপ... WC-এর টিম বাছাইয়ের মিটিংয়ে কোন ক্রিকেটারকে নিয়ে বাঁধল বিরাট বিতর্ক?
T20 World Cup 2024: রিঙ্কুর কপালটাই খারাপ... WC-এর টিম বাছাইয়ের মিটিংয়ে কোন ক্রিকেটারকে নিয়ে বাঁধল বিরাট বিতর্ক?
Image Credit source: X

Follow Us

কলকাতা: আবারও লাইমলাইটে রিঙ্কু সিং (Rinku Singh)। এ বার অবশ্য ২২ গজে কোনও স্মরণীয় ইনিংসের জন্য নয়। জুনে হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। আমেদাবাদের এক হোটেলে বোর্ডের সেক্রেটারি জয় শাহ, জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় মিটিংয়ে বসেছিলেন। সেখানেই ভারতীয় স্কোয়াড বেছে নেওয়া হয়। ১৫ সদস্যের ওই টিম কারও ভালো লেগেছে, কারও আবার মনে ধরেনি। ভারতের টি-২০ বিশ্বকাপ টিমে সুযোগ পাননি কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং। দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার রিঙ্কু সিংয়ের হয়ে ব্যাট ধরেছেন। তিনি কেন সুযোগ পেলেন না ভারতের বিশ্বকাপ টিমে? এ বার বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, রিঙ্কু সিংয়ের কপালটাই খারাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বোর্ডের মিটিংয়ে ভারতের বিশ্বকাপ টিমে হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল। একইসঙ্গে বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছেন, রিঙ্কু সিংয়ের ভাগ্যটা খারাপ। এ বারের বিশ্বকাপের জন্য হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করা হয়েছে। কেন রোহিতের ডেপুটি হলেন হার্দিক? তা নিয়ে একাধিক ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুলছেন। এই পরিস্থিতিতে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে বিরাট বিতর্ক হয়েছে। বরং স্কোয়াডে সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে তেমন কোনও বিতর্ক হয়নি। আর রিঙ্কু সিংয়ের প্রসঙ্গে বলব যে, ওর কপালটাই খারাপ।’

বিশ্বকাপের টিম বাছাইয়ের মিটিংয়ে হার্দিক-রিঙ্কু-শিবম ত্রয়ীর লড়াই

বোর্ডের ওই সূত্রের মতে, টি-২০ বিশ্বকাপের টিম বাছাইয়ের মিটিংয়ে মোট ৩ ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সেই তিন ক্রিকেটার হলেন – রিঙ্কু সিং, শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া। এই তিনজনের মধ্যে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে মূল টিমে রয়েছেন। আর রিঙ্কু সিং রয়েছেন রিজার্ভ প্লেয়ারের তালিকায়। অর্থাৎ মূল টিমের কোনও ক্রিকেটার যদি বিশ্বকাপ চলাকালীন চোট পান, তা হলে খেলার সুযোগ পেতে পারেন আলিগড়ের ছেলে রিঙ্কু সিং।

টি-২০ বিশ্বকাপে ভারতের পুরো টিম: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

Next Article