কলকাতা: এক ক্রিকেট ম্যাচে সর্বাধিক কত চার-ছক্কা অতীতে দেখেছেন ক্রিকেট প্রেমীরা? সঠিক উত্তর পেতে হলে পরিসংখ্যানের ঝুলি খুলতে হবে। এ বার পাওয়া গিয়েছে হরিয়ানার এক তরুণ ওপেনারকে, যিনি অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফির (CK Nayudu Trophy) এক ম্যাচে ৪৬টি বাউন্ডারি ও ১২টি ছয় মেরেছেন। শুধু তাই নয়, টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন তিনি। ক্রিকেট মহলে যে কারণে চলছে যশবর্ধন দালালকে (Yashvardhan Dalal) নিয়ে জোর আলোচনা।
কর্নেল সিকে নাইডু ট্রফিতে অনবদ্য রেকর্ড গড়েছেন হরিয়ানার ওপেনার যশবর্ধন দালালের। সুলতানপুরে মুম্বইয়ের বিরুদ্ধে তরুণ তুর্কি যশবর্ধন রানের বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁর ৪৬৫ বলে ৪২৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৭৪২ রানের পাহাড়ে উঠেছে হরিয়ানা। ৮ উইকেটে এই রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করেন হরিয়ানার অধিনায়ক।
মুম্বইয়ের বিরুদ্ধে যশবর্ধন ৪২৮ নট আউট ইনিংস খেলে ভেঙেছেন উত্তরপ্রদেশের ব্যাটার সমীর রিজভির রেকর্ড। এর আগে সিকে নাইডু ট্রফির গত মরসুমে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তিনি ২৬৬ বলে ৩১২ রান করেছিলেন। টুর্নামেন্টের সর্বাধিক ব্যক্তিগত স্কোর ছিল সেটাই। এ বার যা যশবর্ধনের দখলে।
Record Alert 🚨
Haryana’s Yashvardhan Dalal scored 4⃣2⃣8⃣ (465) against Mumbai at the Gurugram Cricket Ground (SRNCC), Sultanpur, registering the highest individual score in the history of Col CK Nayudu Trophy 👏#CKNayudu | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/UmF90eXJEk pic.twitter.com/a6xZUrEbcy
— BCCI Domestic (@BCCIdomestic) November 10, 2024
চলতি সিকে নাইডু ট্রফিতে এর আগে হরিয়ানার জার্সিতে শেষ ২ ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি যশবর্ধন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হরিয়ানার ম্যাচে ৪ রান করেছিলেন। আর তার আগে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২৩ ও ৬৭ রান করেছিলেন। সেই তিনিই মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে আগুন ঝরালেন। অর্শ রাঙ্গার সঙ্গে ওপেনিংয়ে ৪১০ রানের পার্টনারশিপ গড়েন। তিনি ছাড়া হরিয়ানার ওপেনার অর্শ এই ম্যাচে ১৫১ রান করেছেন।