কলকাতা: যে কোনও টিমই চায় সিরিজের প্রথম ম্যাচ জিততে। বিশেষ করে যে টিমের হোম ম্যাচ, তাদের কাছে এর থেকে ভালো শুরু কিছু হয় না। কিন্তু রেনবো নেশনে সব হিসেব নিকেশ বদলে দিয়েছে স্কাইয়ের ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সে দেশে গিয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। সেখানে সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের বড় ব্যবধানে জিতে ১-০ এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। হার দিয়ে প্রোটিয়ারা সিরিজ শুরু করলেও এক অনবদ্য মাইলস্টোন স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)।
নিকোলাস পুরান, ক্রিস গেইলের এক রেকর্ড স্পর্শ করেছেন হেনরিখ ক্লাসেন। এক ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ক্লাসেন। ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ২২ বলে ২৫ রান করেন তিনি। সেখানে ছিল ২টি চার ও ১টি ছয়। যার ফলে এ বছর টি-২০ ক্রিকেটে তাঁর ১০০তম ছক্কার রেকর্ড পূর্ণ হয়েছে। ক্লাসেনের আগে ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার ক্রিস গেইল, নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেল এক ক্যালেন্ডার বছরে টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার নজির গড়েছিলেন।
এক ঝলকে দেখে নিন এক ক্যালেন্ডার বছরে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে কোন ক্রিকেটারের —