IND A vs AUS A: অজিদের বিরুদ্ধে জোড়া হারেও এমসিজিতে ভারতের প্রাপ্তি লড়াকু ধ্রুব জুরেল
Dhruv Jurel: অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর ভারতকে ট্র্যাকে ফেরান ধ্রুব জুরেল। ৮০ রানের লড়াকু ইনিংস উপহার দেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ক্রাইসিস মুহূর্তে ১২২ বলে গুরুত্বপূর্ণ ৬৮ রান করেন তিনি।
কলকাতা: কয়েকদিন পর শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। তার আগে অজিদের বিরুদ্ধে পরপর ২টো ম্যাচ হারল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত। জোড়া হারের মধ্যেও ভারতের প্রাপ্তি লড়াকু ধ্রুব জুরেল (Dhruv Jurel)। টিমের ক্রাইসিস মুহূর্তে ভালো ব্যাটিং করেছেন তরুণ তুর্কি। তিনি ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা পারথ টেস্টে মিডল অর্ডারে সুযোগ পাওয়ার জোর দাবি তুলেছেন।
বেশ কিছু দিন ধরে শোনা গিয়েছে, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পাওয়া যাবে না। সেক্ষেত্রে লোকেশ রাহুল যদি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ওপেন করেন, তা হলে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে মিডল অর্ডারে খেলানো হতে পারে ধ্রুব জুরেলকে।
এমসিসির মতো মাঠে যেখানে পেস ও বাউন্স রয়েছে, সেখানে ২টো ইনিংসেই হাফসেঞ্চুরি ধ্রুবর। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর ভারতকে ট্র্যাকে ফেরান তিনি। ৮০ রানের লড়াকু ইনিংস উপহার দেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ক্রাইসিস মুহূর্তে ১২২ বলে গুরুত্বপূর্ণ ৬৮ রান করেন তিনি। যার ফলে ধ্রুব যে সত্যিকার অর্থেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে পারথ টেস্টে তাঁকে খেলানো নিয়ে ভাবতে বাধ্য করলেন, তা বলার অপেক্ষা রাখে না।
ধ্রুব ও তনুশ কোটিয়ানের পার্টনারশিপে অজিদের ১৬৮ রানের টার্গেট দেয় ভারত। অজিদের দ্বিতীয় ইনিংসে ভারতের ৯টা উইকেট নিলেই হত। মাইকেল নেসার চোটের জন্য ব্যাটিং করতে পারেননি। ভারতীয় টিমে যেমন বর্ডার-গাভাসকর ট্রফির জন্য মহড়া দিচ্ছেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেল, তেমনই অজি টিমেও চার ওপেনার বর্ডার-গাভাসকর ট্রফিতে সুযোগ পাওয়ার জন্য লড়াই করছিলেন। মাত্র ১৯ বছরের স্যাম কন্টাসকে নিয়ে বিগত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। প্রথম ম্যাচে ভালো খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় ম্যাচে নজর কেড়েছেন। ক্যামেরন ব্যানক্রফ্ট আর ওপেনিংয়ের দৌড়ে নেই। স্যাম কন্টাস, মার্কাস হ্যারিস ও এ টিমের ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনি এই ত্রিমুখী লড়াই এখন চলছে বর্ডার-গাভাসকর ট্রফিতে ওপেনার হিসেবে সুযোগ পাওয়ার জন্য। উসমান খোয়াজার সঙ্গে ওপেন কে করবেন? তা জানার অপেক্ষা চলছে।
প্রসিধ কৃষ্ণ নতুন বলে সাফল্য পেয়েছেন। বল পুরনো হতে অবশ্য তা আর মেলেনি। তিনি ছাড়া মুকেশ কুমার ও তনুশ কোটিয়ান একটি করে উইকেট নেন। ৪৭.৫ ওভারে ১৬৯ রানের টার্গেট পূরণ করে ফেলে অজি টিম। যার ফলে ৬ উইকেটে জয় স্যাম কন্টাসদের।