কলকাতা: ঋষভ পন্থ (Rishabh Pant) ব্যাট হাতে মাঠে নামলে তাণ্ডব দেখা যায়। আর উইকেটকিপিং গ্লাভস হাতে তিনি মাঠে থাকলে দেখা যায় নানান মজার ঘটনা। কানপুর টেস্টের প্রথম দিন এমন কিছু কথা তিনি উইকেটকিপিং করতে করতে বলেছেন, যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘হেলমেটে লাগলেই এলবিডব্লিউ নেওয়া যেতে পারে।’ তিনি যে আসলে সেই সময় ক্রিজে থাকা বাংলাদেশের ব্যাটারকে খোঁচা দিয়ে কথাগুলো বলছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।
ঘটনাটি কখন ঘটেছে? ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাংলাদেশের ইনিংসের ৩৩তম ওভারে এই ঘটনাটি ঘটে। সেই সময় ব্যাটিং করছিলেন মোমিনুল হক। তিনি ছিলেন ৬৮ বলে ২৭ রানে। আর অপর প্রান্তে ছিলেন মুশফিকুর রহিম। তিনি ৯ বলে ৫ রানে অপরাজিত ছিলেন। হঠাৎ করে পন্থ বলতে থাকেন, ‘এই দিক থেকে এলবিডব্লিউ হতে পারে, হেলমেট থেকে। হেলমেটে লাগলেই একটা এলবিডব্লিউ হতে পারে।’ স্টাম্প মাইকে ধরা পড়ে তাঁর বলা কথাগুলো। পন্থ যে আসলে মোমিনুলের উচ্চতার জন্য এমন কথা বলেছেন, তা বুঝতে কারও অসুবিধে হওয়ার কথা নয়।
কানপুরে পন্থ যখন ওই কথাগুলো বলছিলেন, সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর এবং দীনেশ কার্তিক। সানি ধারাভাষ্য দিতে দিতে বলেন, ‘পন্থ এখন হিন্দিতে যেটা ববতে চাইছে, তা হল ও হেলমেট থেকেও এলবিডব্লিউ পেতে পারে। আসলে মোমিনুলের উচ্চতার জন্য ও একথা বলল। একমাত্র ঋষভ পন্থই এই কথাগুলো বলতে পারে।’ গাভাসকরের এই কথাগুলো শুনে কমেন্ট্রি বক্সে তাঁর পাশে থাকা দীনেশ কার্তিকও হাসতে থাকেন।
Rishabh Pant – Ye acha hai, Helmet se bhi LBW ke skte hai 😭 pic.twitter.com/bN0I9FpEYz
— PantMP4. (@indianspirit070) September 27, 2024
ওই ভিডিয়োতে একাধিক কমেন্ট পড়েছে। তাতে অনেকে পন্থের কম উচ্চতা নিয়ে তাঁকে খোঁচাও দিয়েছেন। অনেকে আবার মজার মজার কমেন্টও করেছেন।