AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: হাসি দিয়ে কী লুকোতে চেয়েছেন হার্দিক পান্ডিয়া? কৌতুহলী KP

MI, IPL 2023: চলতি আইপিএলে হারের হ্যাটট্রিকের পর ২টো ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স জেতার পর হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটু সমালোচনা কমেছিল। কিন্তু সিএসকের কাছে এমআই হারতেই ফের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন হার্দিক। এমনিতেই এ বারের আইপিএলে (IPL) বিভিন্ন স্টেডিয়ামে থাকা দর্শকরা হার্দিককে বিদ্রুপ করেছেন। কোথাও গিয়ে কি হার্দিক চাইছেন, হাসি দিয়ে নিজের যন্ত্রণা ঢাকতে?

Hardik Pandya: হাসি দিয়ে কী লুকোতে চেয়েছেন হার্দিক পান্ডিয়া? কৌতুহলী KP
Hardik Pandya: হাসি দিয়ে কী লুকোতে চেয়েছেন হার্দিক পান্ডিয়া? কৌতুহলী KPImage Credit: PTI
| Updated on: Apr 15, 2024 | 6:17 PM
Share

কলকাতা: সিএসকের কাছে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স হারার পর থেকে বিভিন্ন ভাবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পারফরম্যান্স নিয়ে কাঁটাছেঁড়া চলছে। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর যেমন বলেই দিয়েছেন, হার্দিকের ক্যাপ্টেন্সি এবং বোলিং দুটোই তাঁর সাধারণ মানের লেগেছে। চলতি আইপিএলে হারের হ্যাটট্রিকের পর ২টো ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। তারপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটু সমালোচনা কমেছিল। কিন্তু সিএসকের কাছে এমআই হারতেই ফের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন হার্দিক। এমনিতেই এ বারের আইপিএলে (IPL) বিভিন্ন স্টেডিয়ামে থাকা দর্শকরা হার্দিককে বিদ্রুপ করেছেন। কোথাও গিয়ে কি হার্দিক চাইছেন, হাসি দিয়ে নিজের যন্ত্রণা ঢাকতে? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন (Kevin Pietersen) হার্দিকের এই অতিরিক্ত হাসি নিয়ে নিজের মতামত জানিয়েছেন।

২২ গজের বাইরের পরিস্থিতি হার্দিককে বিচলিত করছে। যে কারণে তিনি চাইছেন, তাঁর চোখে-মুখে যেন কষ্ট না ফুটে ওঠে। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময় কেপি বলেন, ‘আমার আসলে মনে হয়, মাঠের বাইরের সবকিছুই হার্দিক পান্ডিয়াকে অনেক প্রভাবিত করছে। টস করার সময় ও খুব বেশি হাসছিল। ও এমন আচরণ করার চেষ্টা করছে, যাতে ওকে যেন খুব খুশি দেখায়। কিন্তু ও সত্যি খুশি নয়। আমিও এমন বাজে সময়ের মধ্য দিয়ে গিয়েছি। এই বিষয়টা সত্যিই প্রভাবিত করে। হার্দিক পান্ডিয়ার ঠিক কী হয়েছে? ওকে সবাই যে ভাবে বিদ্রুপ করছে তা মেনে নেওয়া যায় না। ধোনি যে ভাবে ওর বিরুদ্ধে খেলেছে তাতে পুরো গ্যালারি খুশি। ওর তো কষ্ট হয়। ওর আবেগ রয়েছে। ও একজন ভারতীয় ক্রিকেটার। ওর সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়। যেটা হচ্ছে ওর সঙ্গে, তা ঠিক হচ্ছে না। এটা ওকে প্রভাবিক করছে এবং ওর ক্রিকেট খেলাকেও প্রভাবিত করছে। এর একটা সুরাহা হওয়া দরকার।’

একইসঙ্গে পিটারসেন বলেন, ‘সন্ধ্যের ম্যাচে যেটা দেখলাম তা ভালো ছিল না। একজন অধিনায়ককে দেখলাম যে প্ল্যান-এ তে আছে, যা পাঁচ ঘন্টা আগে টিম মিটিংয়ে ঠিক হয়েছিল। ক্যাপ্টেন প্রয়োজনের সময়ও প্ল্যান বি-তে গেল না। আপনি কী ভাবে পেসারদের দিয়ে বল করাচ্ছেন যেখানে তারা ওভারে ২০ রান দিচ্ছে। স্পিনারদের কেন নিয়ে আসা হল না? কাউকে না কাউকে তো ম্যাচের গতিপথ পাল্টাতে হত।’