IND vs BAN: লোকেশ রাহুল টেস্ট টিমে, খুশি নন ভারতের বিশ্বজয়ী ওপেনার!
India vs Bangladesh Series: একই দিনে শুরু দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচও। বাকিরা টেস্ট টিমে যোগ দিলেও সরফরাজ এই ম্যাচেও খেলবেন। এটাই যেন বড় ইঙ্গিত, রাহলকে জায়গা ছাড়তে হতে পারে। লোকেশ রাহুল টেস্ট টিমে ফেরায় খুশি নন ভারতের বিশ্বজয়ী ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত!
বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুল। দলীপ ট্রফিতে ভালো পারফর্ম করেছেন। তাঁর ফেরাটা যেন প্রত্যাশিতই ছিল। বিরাট-রাহুলদের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক সিরিজে অনবদ্য পারফর্ম করেছিলেন সরফরাজ খান। তিনিও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। একাদশে সুযোগের সম্ভাবনা খুবই কম। টেস্ট স্কোয়াডের সদস্যদের নিয়ে কাল থেকে চেন্নাইতে জাতীয় দলের শিবির শুরু হচ্ছে। একই দিনে শুরু দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচও। বাকিরা টেস্ট টিমে যোগ দিলেও সরফরাজ এই ম্যাচেও খেলবেন। এটাই যেন বড় ইঙ্গিত, রাহলকে জায়গা ছাড়তে হতে পারে। লোকেশ রাহুল টেস্ট টিমে ফেরায় খুশি নন ভারতের বিশ্বজয়ী ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত!
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে সেই অনুযায়ী ব্যাটিং অর্ডার হতে পারে-রোহিত, যশস্বী, শুভমন, বিরাট এবং পাঁচে লোকেশ রাহুল। কিংবদন্তি শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমার খুবই খারাপ লাগছে সরফরাজের জন্য। তবে অনেক সময়ই এমন হয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। অনেক সময়ই ভালো খেলেও একাদশে জায়গা হারাতে হয়।’
ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত সুযোগে ৫০ গড়ে ২০০ রান করেছিলেন সরফরাজ খান। তবে বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ রয়েছে। এরপর অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হয়তো সে কারণেই অভিজ্ঞ লোকেশ রাহুলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। শ্রীকান্তের কথায়, ‘পাশাপাশি এটাও হয়তো ভাবনায় রয়েছে, সামনে অস্ট্রেলিয়া সফরও। নিউজিল্যান্ড সিরিজও রয়েছে। বিদেশের মাটিতে রাহুলের পারফরম্যান্স খুবই ভালো। অস্ট্রেলিয়াতেও সাফল্য পেয়েছে।’