কলকাতা: পঁচিশের ফেব্রুয়ারিতে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। তার আগেই যেন ২২ গজের বাইরে লেগে গিয়েছে ভারত-পাকিস্তান (IND vs PAK) যুদ্ধ। ভারত এই টুর্নামেন্ট খেলতে আগামী বছর পাকিস্তানে যাবে না, এই সিদ্ধান্তে অনড়। আর পাকিস্তানও এ বার গোঁ ধরে রয়েছে, ভারতকে তাদের দেশে খেলতে আসতেই হবে। এই পরিস্থিতিতে যেন বাড়তি চাপে পড়ে গিয়েছে আইসিসি। এসপার-ওসপার কখন হবে, তা জানারই অপেক্ষা। শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু নির্বাচন নিয়ে আইসিসির বৈঠক ছিল। সেখানে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, পিসিবিকে চরম হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। যে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি না হলে পাকিস্তানকে ছাড়াই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।
ভারত সরকার শুরু থেকেই জানিয়ে দেয়, পাকিস্তানে ভারতীয় ক্রিকেট টিম পাঠানো হবে না নিরাপত্তজনিত কারণে। আর পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির বক্তব্য, পাকিস্তান বরাবর ভারতে গিয়ে নানা টুর্নামেন্টে খেলবে, আর ভারত তাঁদের দেশে আসবে না, এমনটা বারবার মেনে নেওয়া যায় না। শুক্রবার ২৯ নভেম্বর আইসিসির বৈঠক ছিল। ভার্চুয়াল ওই বৈঠকে ছিলেন আইসিসির পূর্ণ সদস্য ১২টি বোর্ডের প্রতিনিধি, তিনটি সহযোগী সদস্য বোর্ডের প্রতিনিধি, এক জন নিরপেক্ষ পর্যবেক্ষক, আইসিসির চেয়ারম্যান এবং সিইও। কিন্তু আলোচনা ইতিবাচক মোড় নেয়নি।
গত বছর এশিয়া কাপের সময় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি হয়েছিল পাকিস্তান। এ বার যে কারণে আইসিসি চাইছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলে সবুজ সংকেত দিক পিসিবি। কিন্তু পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের সায় নেই হাইব্রিড মডেলে। এই পরিস্থিতিতে শোনা গিয়েছে, আইসিসির পক্ষ থেকে বিসিসিআই ও পিসিবিকে এই নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। যদি কোনও সমাধান সূত্র না বেরোয়, পিসিবি যদি একান্তই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট না আয়োজন করতে চায়, তা হলে পাকিস্তানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হয়ে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। এ বার দেখার বিপুল পরিমাণের আর্থিক ক্ষতির কথা ভেবে শেষ মুহূর্তে হাইব্রিড মডেলেই পিসিবি হ্যাঁ বলে কিনা।