Virat Kohli: সাফল্য পেয়েছেন ঋষভ পন্থ, বিরাটের জন্য পরিকল্পনা বদল!

Jun 15, 2024 | 2:40 AM

ICC MEN’S T20 WC 2024: বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই চমক। বিরাট-রোহিত ওপেনিং জুটি। দেশের জার্সিতে বিরাট প্রথম বার ওপেন করছেন তা নয়। রোহিতের সঙ্গেও ওপেন করেছেন। তবে নিয়মিত নয়। ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে এ বার বিরাট-রোহিত ওপেনিং জুটি। যার ফলে মিডল অর্ডারে দু-জন করে স্পিন ও পেস বোলিং অলরাউন্ডার খেলানো যাচ্ছে।

Virat Kohli: সাফল্য পেয়েছেন ঋষভ পন্থ, বিরাটের জন্য পরিকল্পনা বদল!
Image Credit source: X

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত ওপেন করেন বিরাট কোহলি। বিশ্বকাপের আগেও তার অন্যথা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেন করেছেন আরসিবির প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফেও উঠেছিল। যদিও এলিমিনেটরে বিদায়। বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে ছিলেন। ৭০০-র উপর রান। অরেঞ্জ ক্যাপও জেতেন বিরাট কোহলি। প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে দু-বার অরেঞ্জ ক্যাপ জেতার রেকর্ড গড়েন। স্বাভাবিক ভাবেই আলোচনা চলছিল বিরাট কোহলি বিশ্বকাপেও ওপেন করুক। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন তো বলেই দিয়েছিলেন, ওপেন না করালে বিরাটকে খেলানোরই প্রয়োজন নেই।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই চমক। বিরাট-রোহিত ওপেনিং জুটি। দেশের জার্সিতে বিরাট প্রথম বার ওপেন করছেন তা নয়। রোহিতের সঙ্গেও ওপেন করেছেন। তবে নিয়মিত নয়। ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে এ বার বিরাট-রোহিত ওপেনিং জুটি। যার ফলে মিডল অর্ডারে দু-জন করে স্পিন ও পেস বোলিং অলরাউন্ডার খেলানো যাচ্ছে। এতে যেমন ব্যাটিং গভীরতা বেড়েছে, তেমনই বোলিংয়ে নানা বিকল্প। লিগ পর্বে তিন ম্যাচেই ওপেনিংয়ে ব্যর্থ বিরাট কোহলি। প্রশ্ন উঠছে, তা হলে কি সেই পরিচিত তিন নম্বরেই নামানো উচিত বিরাট কোহলিকে?

আয়ারল্য়ান্ড ম্যাচে ৫ বলে ১, পাকিস্তানের বিরুদ্ধে ৩ বলে ৪ এবং আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক। ওপেনিং থেকে বিরাটকে সরানো উচিত কিনা, এই নিয়ে বিস্তর আলোচনা। বিরাট-রোহিত ওপেন করায় তিনে খেলানো হচ্ছে ঋষভ পন্থকে। টপ অর্ডারে তাঁর মতো দক্ষ, বিধ্বংসী এবং একজন বাঁ হাতি ব্যাটার থাকায় সুবিধা হয়েছে টিমের। তিন ম্যাচেই অবদান রেখেছেন ঋষভ পন্থ। বিরাট যদি তিনে ফেরেন, ঋষভ তা হলে কোথায়!

ভারতের বিশ্বজয়ী প্রাক্তন পেসার শ্রীসন্থ অবশ্য এতে কোনও সমস্যা দেখছেন না। শ্রীসন্থের মতে, ‘ঋষভ পন্থ এমনই একজন ব্য়াটার, ও যে কোনও পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে পারে। ওকে আমরা ব্যাটিং অর্ডারে বিভিন্ন পজিশনেই দেখেছি। দুর্দান্ত প্লেয়ার। আমার তো মনে হয়, বিরাট তিনে খেললে পন্থ নিজেও খুশি হবে। কারণ, পন্থ কখনও ম্যাচের পরিস্থিতি, বোলার, পিচ নিয়ে মাথা ঘামায় না। ওর একটাই ফোকাস, বল দেখো, মারো। ওর মতো তরুণ ক্রিকেটারের থেকেই এটাই কাম্য। বিরাটকে ও পছন্দ করে। পন্থ নিজেও চাইবে, বিরাট রান করুক। ওর আগে যদি বিরাট নামে এবং রান করে, এতে পন্থ আরও স্বাধীন ভাবে খেলতে পারবে।’

লিগ পর্বে আর একটাই ম্যাচ বাকি। কানাডার বিরুদ্ধে এই ম্যাচ যদিও নিয়মরক্ষার। সুপার এইটের আগে প্রস্তুতি ম্যাচও বলা যায়। ভারতীয় দল বিরাট কোহলিকে নিয়ে পরিকল্পনা বদলায় কিনা, সেদিকেই নজর থাকবে।

Next Article