AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Test Ranking: টেস্টে নতুন এক নম্বর, টপ ফাইভে ঢোকার মুখে ভারত অধিনায়ক

International Cricket News: টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় নতুন এক নম্বর হিসেবে উঠে এসেছেন ইংল্যান্ডেরই এক ব্যাটার। যিনি অতীতেও শীর্ষে ছিলেন। এজবাস্টন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর টপ ফাইভে ঢোকার মুখে ভারত অধিনায়ক শুভমন গিলও।

Test Ranking: টেস্টে নতুন এক নম্বর, টপ ফাইভে ঢোকার মুখে ভারত অধিনায়ক
Image Credit: PTI
| Updated on: Jul 09, 2025 | 3:28 PM
Share

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা খেলল জিম্বাবোয়ের বিরুদ্ধেও। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় এর ছাপও পড়েছে। টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় নতুন এক নম্বর হিসেবে উঠে এসেছেন ইংল্যান্ডেরই এক ব্যাটার। যিনি অতীতেও শীর্ষে ছিলেন। এজবাস্টন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর টপ ফাইভে ঢোকার মুখে ভারত অধিনায়ক শুভমন গিলও। ব্যাট হাতে এজবাস্টনে কামাল করেছেন শুভমন।

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ছিলেন ইংল্যান্ডের জো রুট। তাঁকে সরিয়ে শীর্ষস্থানে আবারও হ্যারি ব্রুক। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। রুটের সঙ্গে ১৮ পয়েন্টের ফারাক হ্যারি ব্রুকের। টপ ফাইভে ব্রুক, রুট ছাড়া রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (তৃতীয়) এবং চারে ও পাঁচে যথাক্রমে যশস্বী জয়সওয়াল ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১। সব মিলিয়ে এই ম্যাচে ৪৩০ রান করেছিলেন শুভমন। ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন ১৫ ধাপ উঠে আপাতত ক্রমতালিকায় ছয় নম্বরে। পাঁচে থাকা স্টিভ স্মিথের সঙ্গে ৬ রেটিং পয়েন্টের পার্থক্য শুভমন গিলের। খুব তাড়াতাড়িই হয়তো ভারত অধিনায়ককে টপ ফাইভে দেখা যেতে পারে। টপ টেনে ভারতীয়দের মধ্যে রয়েছেন ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থও।