Pakistan Cricket: নেতা কে? পাক শিবিরে ধুন্ধুমার! ট্রফির দৌড়ে নেই, তবু লড়াই দলে!
যে কোনও বড় টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়লেই গ্রিন আর্মিতে একে অপরকে দোষারোপের পালা চলে। পাক ক্রিকেট টিমে আবার শুরু হয়ে গিয়েছে সেটাই। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তারাই কিনা গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে। এর পর থেকে ফের পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে চলছে বিরাট আলোচনা।

কলকাতা: এ রোগ পাকিস্তানের বহু পুরনো। যে কোনও বড় টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়লেই গ্রিন আর্মিতে একে অপরকে দোষারোপের পালা চলে। পাক ক্রিকেট টিমে আবার শুরু হয়ে গিয়েছে সেটাই। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তারাই কিনা গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে। এর পর থেকে ফের পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে চলছে বিরাট আলোচনা। দুবাইয়ে ভারতের কাছে একপেশে ম্যাচ হেরে কার্যত বিদায় হয়েছিল রিজওয়ানদের। এরপর নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে হেরে যেতেই সরকারিভাবে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এ বার পাক টিমের ক্রিকেটাররা নিজেদের মধ্যেই লড়াই শুরু করেছেন। এ কথা জানিয়েছেন, পাক ক্রিকেটার ইমাম উল হক।
মহম্মদ রিজওয়ানকে পাকিস্তান টিমের অধিনায়ক ঘোষণা করার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। পাক টিমের বৈতরণী পার করতে পারেন, এমন অধিনায়ক খুঁজেই পাচ্ছে না পিসিবি। আর সেখানে যখন এমনিই লেগে রয়েছে ‘গৃহযুদ্ধ’, তাতে লাভের গুড় সকলেই খেতে চাইছেন। তবে দলের সুরাহা হচ্ছে না। এরই মাঝে পাক ক্রিকেটার ইমাম উল হক জানিয়েছেন, দলের সকলে নিজেদের মধ্যে লড়াই করছেন। আসলে তাঁকে এক পডকাস্টে প্রশ্ন কার হয়েছিল যে, দলের লিডার কে। এই প্রশ্ন শুনেই হেসে ফেলেন তিনি। এবং বলেন, “আমি লিডার হিসেবে কার নাম নেব? সবাই তো নিজেদের মধ্যে লড়াই করে চলেছে।”
ইমাম এরপর রিজওয়ানকে লিডার হিসেবে বেছে নেন। পাকিস্তান অধিনায়কের ভাবনা চিন্তা নিয়েও বলেন তিনি। ইমাম জানান যে, রিজওয়ান নামাজের জন্য সাদা চাদর বিছিয়ে রাখেন। নামাজের সময় জানানোর জন্য তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছেন। ইমাম এ বিষয়ে বলেন, “রিজি (রিজওয়ান) হোটেলে নামাজের জন্য ঘর সাজিয়ে রাখে। নামাজের জন্য সকলকে একসঙ্গে আসতে বলে। নামাজের জন্য সাদা চাদর বিছিয়ে দেয়। যারা মুসলিম নয়, তাদের ওই রুমে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করে। এমনকি নামাজের সময়সূচীর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছে।” রিজওয়ানের এই চেষ্টা থেকে বোঝা যায়, তিনি দলের সকলকে একসঙ্গে বেঁধে রাখার চেষ্টাতে কোনও কসুর রাখতে চান না। কিন্তু তাঁর ক্যাপ্টেন্সিতে পাক টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধা করতে পারেনি। তাই এ বার চর্চা চলছে যে, রিজওয়ানের ক্যাপ্টেন্সি কি এ বার হবে হাতছাড়া?
