RCB, IPL 2024: আরসিবি এ বারও আইপিএল… নাইটদের কাছে হারতেই বিরাটদের তুলোধনা করছেন প্রাক্তনরা

Mar 30, 2024 | 5:19 PM

কেকেআরের বিরুদ্ধে ভুরি ভুরি রান দিয়েছেন মহম্মদ সিরাজ। উইকেট পাননি। আলজারি জোসেফও একই তালিকায়। যশ দয়াল একটি উইকেট পেয়েছিলেন। কিন্তু ৪৬ রান খরচ করে। নাইটদের অপর দুটি উইকেট নেন বিজয়কুমার বিশাখ ও মায়াঙ্ক ডাগর। আরসিবির বোলিং ইউনিট নিয়ে যে কারণে আলোচনা চলছে।

RCB, IPL 2024: আরসিবি এ বারও আইপিএল... নাইটদের কাছে হারতেই বিরাটদের তুলোধনা করছেন প্রাক্তনরা
RCB, IPL 2024: আরসিবি এ বারও আইপিএল... নাইটদের কাছে হারতেই বিরাটদের তুলোধনা করছেন প্রাক্তনরা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: একা রাজা একটা দেশকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন না। ঠিক তেমনই একা কিং কোহলি কী করেই বা পারবেন টিমকে উদ্ধার করতে? এমন প্রশ্ন বিরাট কোহলির (Virat Kohli) অনুরাগীদের মনে নাড়া দিচ্ছে। শুধু তাই নয়, দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররাও বলাবলি শুরু করে দিয়েছেন, হয়তো এ বারও আইপিএল (IPL) জিততে পারবে না আরসিবি। বিরাট কোহলি তাঁর অনবদ্য ক্রিকেট কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। কিন্তু তাঁর আইপিএল জয়ের স্বপ্নপূরণ হয়নি। এ বারও কি কোহলির আইপিএল জয়ের স্বপ্ন ভঙ্গ হবে? প্রাক্তন ক্রিকেটাররা যেন সেই অশনি সংকেত পেয়ে গিয়েছেন।

চিন্নাস্বানাতে প্রথমে ব্যাটিং করে আরসিবি কেকেআরের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে তুলেছিল ১৮২ রান। বিরাট কোহলি ছাড়া টিমের আর কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরি করতেও পারেননি। ওপেনিংয়ে নেমে ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বিরাট। কিন্তু তারকাখচিত আরসিবি টিমে ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা সেই অর্থে বড় ইনিংস গড়তে পারেননি। এখানেই শেষ নয়। নাইটদের বিরুদ্ধে শুক্র-রাতে আরসিবির বোলিং বিভাগের পারফরম্যান্স দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটাররা অবাক হয়েছেন।

কেকেআরের বিরুদ্ধে ভুরি ভুরি রান দিয়েছেন মহম্মদ সিরাজ। উইকেট পাননি। আলজারি জোসেফও একই তালিকায়। যশ দয়াল একটি উইকেট পেয়েছিলেন। কিন্তু ৪৬ রান খরচ করে। নাইটদের অপর দুটি উইকেট নেন বিজয়কুমার বিশাখ ও মায়াঙ্ক ডাগর। আরসিবির বোলিং ইউনিট নিয়ে যে কারণে আলোচনা চলছে। দেশের কিংবদন্তি সুনীল গাভাসকর বলেন, ‘বিরাট কোহলি একা আর কত কিছু করবে? দলটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য ও ছাড়াও কাউকে তো সাহায্য করতে হবে। যদি ক্রিজের অপর প্রান্তে কেউ সাহায্য করত তা হলে ও হয়তো ৮৩ রানের জায়গায় ১২০-তেও পৌঁছতে পারত। ক্রিকেট তো আর একার খেলা নয়, টিমের প্রত্যেককেই অবদান রাখতে হবে।’

কেকেআরের কাছে আরসিবি হারার পর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘এই বোলিং আক্রমণ হলে আরসিবির এ বারের আইপিএল জেতা অসম্ভব।’

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘আরসিবিকে দু’জন বিদেশি পেসার খেলাতেই হবে। লকি ফার্গুসন ও রিস টপলিকে নেওয়া উচিত একাদশে।’

Next Article