কলকাতা: হাইভোল্টেজ ম্যাচ মানে তার উত্তেজনার পারদ ছড়ায় গ্যালারিতেও। চিন্নাস্বামীতে আইপিএলে (IPL) আরসিবি-কেকেআর (RCB vs KKR) ম্যাচে গ্যালারি ছিল হাউসফুল। মাঠে হাড্ডাহাড্ডি লড়াই তো হচ্ছিল, আবার গ্যালারিতেও দুই দলের সমর্থকদের লড়াই দেখা গিয়েছিল। গ্যালারিতে ভক্তদের হাতাহাতি, মারামারির ঘটনা নতুন কিছু নয়। এ বার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, চিন্নাস্বামীর গ্যালারিতে আরসিবি ও কেকেআরের দুই ভক্তর হতে চলা এক ঝামেলা আটকেছেন পুলিশরা।
নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এই ম্যাচে টস জিতে প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ে পাঠান। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮২ রান তোলেন বিরাট-কার্তিকরা। কেকেআর ওই ম্যাচ ১৯ বল বাকি থাকতেই জিতে নেয়। যখন দেখা যায় ম্যাচে পাল্লা ভারী কেকেআরের, সেই সময় গ্যালারিতে আরসিবি জার্সি পরা ফ্যানদের পাশে এক কেকেআর ভক্ত উচ্ছ্বাসে মেতে ওঠেন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় প্রথমে বিরাট ও ১৮ নম্বর জার্সি পরা দুই ভক্ত দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের সামনের সারিতে ছিলেন কেকেআরের এক জার্সি পরা সমর্থক। তিনিও উত্তেজনার বশে চেয়ার ছেড়ে উঠে পড়েন। প্রথমে আরসিবির এক ভক্ত তাঁর জার্সিতে থাকা টিমের লোগে ওই কেকেআরের অনুরাগীকে দেখাতে থাকেন। এরপর ওই কেকেআরের অনুরাগী আরসিবি ভক্তকে তাঁর জার্সিতে থাকা কেকোআরের লোগোর দিকে ইঙ্গিত করেন।
পরিস্থিতি গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মতো ঝামেলার রূপ নিতে পারে ভেবে সামনে থাকা পুলিশ ওই কেকেআরের ভক্তর কাছে এগিয়ে আসেন। এবং কেকেআর ভক্তকে কিছু বলেন। এরপর সেই ফ্যান তাঁর চেয়ারে বসে পড়েন। মাঠে বিরাট-গম্ভীরের ঝামেলার মতো গ্যালারিতেও তাঁদের ফ্যানেদের ঝামেলা হোক পুলিশ তা চায়নি। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
KKR fans were also owning RCB fans at Chinnaswammy, police stopped him just for flaunting the kkr logo 😭 pic.twitter.com/WtjNqJHO0p
— sohom (@AwaaraHoon) March 30, 2024
এতদিন আরসিবি-কেকেআরের ম্যাচে বিরাট-গৌতমের ঝামেলাই দেখা যেত। শুক্র-রাতে ঝামেলা তো দূর, বিরাট-গম্ভীরকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। উল্লেখ্য, নেটদুনিয়ায় আরসিবি ও কেকেআরের ভক্তদের উচ্ছ্বাসের যে ভিডিয়োতে পুলিশকে হস্তক্ষেপ করতে দেখা যায়, সেখানে কমেন্টে একজন জানিয়েছেন কেকেআরের ওই ভক্ত গৌতম গম্ভীরের ম্যানেজার। ওই কমেন্টে যাঁকে ট্যাগ করা রয়েছে, সেই প্রোফাইল দেখলে তেমনটাই আন্দাজ করা যায়।