India vs Australia: ফল নিয়ে চিন্তিত নন রোহিত! বিশ্বকাপের ১৫-তে ভরসা
India vs Australia 3rd ODI Post Match: গত ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই ব্যাটিং স্টাইল বদলেছেন রোহিত। অতিরিক্ত ঝুঁকি নিয়ে খেলছেন। তাতে স্ট্রাইকরেট বাড়ছে। যদিও তিন অঙ্কের রানে পৌঁছনোর সুযোগ হয়েছে মাত্র তিন বার। এ দিনও ৮১ রান করেছেন। স্ট্রাইকরেট ১৪২! নিজের ব্যাটিং নিয়ে রোহিত বলছেন, 'নিজের পারফরম্যান্সে খুশি। নিঃসন্দেহে আমার লক্ষ্য আরও বেশি সময় থাকা এবং বড় স্কোর। তবে যতক্ষণ ভালো ব্যাট করছি, স্কোর নিয়ে চিন্তিত নই।'

রাজকোট: বিশ্বকাপের আগে এত পরীক্ষা নিরীক্ষা কি ঠিক? ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে অবশ্য এটাই ঠিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে এক কম্বিনেশন, শেষ ম্যাচে আলাদা। টানা দুটি জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে বিরাট, রোহিতে মতো দুই তারকা ফিরেছিলেন। বিশ্বকাপের আগে এই ম্যাচ ধরলে ভারতের কাছে তিনটি ম্যাচ ছিল কম্বিনেশন দেখে নেওয়ার। এই সিরিজে যে যেমনই পারফর্ম করুক, বিশ্বকাপের ১৫জন নিয়ে পরিষ্কার রোহিতরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হার নিয়েও চিন্তিত নন রোহিত শর্মা। পরিষ্কার করে দিয়েছেন, এক ম্যাচের ফল নয়, বিশ্বকাপে নজর। রাজকোট ওডিআই শেষে রোহিত যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অধিনায়ক রোহিত শর্মা গত দু-ম্যাচে বিশ্রামে ছিলেন। এ দিন ফিরেই অনবদ্য ব্যাটিং। অল্পের জন্য সেঞ্চুরি এল না তাঁর ব্যাটে। রোহিত বলেন, ‘শেষ ৭-৮টা ওডিআই আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খেলেছি। আলাদা পরিস্থিতিতে নিজেদের চ্যালেঞ্জ করেছি এবং সেটা খুব ভালো ভাবে গ্রহণও করেছি। দুর্ভাগ্যবশত, আজকের রেজাল্ট আমাদের পক্ষে যায়নি, তবে এই ফল নিয়ে আমি চিন্তিত নই। এটুকু জানি, আমরা ভালো খেলছি।’
গত ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই ব্যাটিং স্টাইল বদলেছেন রোহিত। অতিরিক্ত ঝুঁকি নিয়ে খেলছেন। তাতে স্ট্রাইকরেট বাড়ছে। যদিও তিন অঙ্কের রানে পৌঁছনোর সুযোগ হয়েছে মাত্র তিন বার। এ দিনও ৮১ রান করেছেন। স্ট্রাইকরেট ১৪২! পাঁচটি বাউন্ডারি এবং ছ’টি ওভার বাউন্ডারি। নিজের ব্যাটিং নিয়ে রোহিত বলছেন, ‘নিজের পারফরম্যান্সে খুশি। নিঃসন্দেহে আমার লক্ষ্য আরও বেশি সময় থাকা এবং বড় স্কোর। তবে যতক্ষণ ভালো ব্যাট করছি, স্কোর নিয়ে চিন্তিত নই।’
অক্ষর প্যাটেলের ফিটনেস নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন রোহিত। তবে আত্মবিশ্বাসী, বিশ্বকাপে খেলবেন অক্ষর এবং ভালো পারফর্মও করবে। রোহিত বলছেন, ‘আমরা যে ১৫ জনকে বেছে নিয়েছি, তাঁদের সম্পর্কে পরিষ্কার ধারনা রয়েছে। নিজেদের পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল।’
